Page

My Blog List

Monday, December 2, 2013

২৯$ মূল্যের Nero 2014 একদম ফ্রীতে ডাউনলোড করুন

সবাইকে অনেক শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন । আজকে আবার আপনাদের কাছে নিয়ে আসলাম নিরো এর ২০১৪ ভার্সন একদম ফ্রি তে।

Nero 2014 লেটেস্ট ভার্সনঃ 


নিরো সম্পর্কে বিস্তারিত বলার কিছুই নেই, সবাই ভাল ভাবেই জানেন আশা করি। যারা জানেন না তারা দয়া করে নিরো এর অফিশিয়াল সাইট থেকে বিস্তারিত জানতে পারবেন খুব সহজেই। তাদের সাইট ভিসিট করুন এখান থেকে
সফটওয়্যার টির বাজার মূল্য ২৯$ কিন্তু আপনি তা ব্যাবহার করতে পারবেন একদম ফ্রি তেই। শুধু মাত্র কষ্ট করে একটু ৮২ এমবি এর ফাইল টি ডাউনলোড করে নিতে হবে। আমি ফাইল টির ভিতরে সিরিয়াল ও কেরাক দিয়ে দিয়েছি।
তো দেরি কিসের জন্য ডাউনলোড করে ফেলুন এখনেইঃ
ফাইল সাইজঃ ৮২ এমবি
শেয়ার ফাইল এর নামঃ ফাইল টি আমি আপলোড করে দিয়েছি shared.com এ এরা  নুতুন তবে এদের সার্ভিস অনেক ভাল।

ডাউনলোড করুন

আশা করছি ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হওয়ার কথা না। হলে কমেন্ট করবেন। ডাউনলোড শেষে জিপ ফাইল টি আন জিপ করে দেখুন আপনার কাঙ্ক্ষিত নিরো ২০১৪।

ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন। ভাল থাকুন সবাই।
Read more ...

Sunday, December 1, 2013

মোবাইলে আসছে উবুন্টু। স্মার্টফোনের দুনিয়ার নতুন প্রতিদ্বন্দ্বী উবুন্টু

Ubuntu Phones
পৃথিবীর #১ মুক্ত অপারেটিং সিস্টেম আসছে হাতের মুঠোয়। আর সঙ্গে নিয়ে আসছে এমন সব দুর্দান্ত ফিচার্স, যে স্মার্টফোন-এর জগত নরে যাবে। আজকে আপনাদের কাছে তুলে ধরব উবুন্টু-এর এই রূপকথা।

উবুন্টু টাচ্‌

স্মার্টফোনের এই অবিশ্বাস্যকর ক্ষমতাধারী অপারেটিং সিস্টেম-এর নাম দেওয়া হয়েছে উবুন্টু টাচ্‌। মার্ক সাট্‌লওর্থ ৩১ অক্টোবর ২০১১ তে ঘোষণা দেন, যে উবুন্টু ১৪.০৪ আসার পূর্বেই উবুন্টু স্মার্টফোন, ট্যাবলেট, টিভি এবং স্মার্টস্ক্রীণ সাপোর্ট করবে। ২ জানুয়ারী ২০১৩ -তে ফোনের জন্য উবুন্টু টাচ্‌ প্রথম প্রদর্শণ করা হয়। অতঃপর, ২১ ফেব্রুয়ারী ২০১৩ -তে উবুন্টু টাচ্‌ -এর ডেভেলপার্স প্রিভিউ মুক্তি পায়।
Smartphones

ফিচার্স

উবুন্টু টাচ্‌ -এর সবচেয়ে আকর্শনীয় ফিচার হলো যে এতে কোনো প্রকার বাটন নেই। আসলে কোনো বাটন নেই বললে ভুল হবে, ৩টি আছে। পাওয়ার বাটন, ভলিউম আপ ও ভলিউম ডাউন। ব্যাস। অতঃপর বাকি সব কাজ করা সম্ভব হবে উবুন্টু এর বিশেষ ফিচার ব্যাবহার করার মাধ্যমে। নিচের ভিডিও-টিতে এর ৫টি ফিচার আলোচনা করা হলোঃ
এছাড়া উবুন্টু টাচ্‌-এ থাকছে ডুয়াল বুট অপশন। এর মাধ্যমে আপনার ফোন হবে অ্যান্ড্রয়েড -এর মতন, তবে যখন আপনি তা একটি মনিটর এবং কী-বোর্ড -এর সঙ্গে সংযুক্ত করবেন, তখন তা হয়ে যাবে পূর্ণ ক্ষমতাধারী একটি উবুন্টু পিসি।

তুলনা

অ্যান্ড্রয়েড বর্তমানের স্মার্টফোন মার্কেট জুড়ে ছেয়ে আছে। এর সাথে উবুন্টু টাচ্‌ পারবে কি? এদের ফিচার এর মূল তফাত গুলো জানতে নিচের ভিডিওটি দেখুনঃ
উবুন্টু এখন-ও কোনো অফিসিয়াল রিলিজ ছাড়েনি। তবে এখনই উবুন্টু অ্যান্ড্রয়েড-কে অনেক দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। আশঙ্কা করা যাচ্ছে, এর অফিসিয়াল রিলিজ স্মার্টফোন মার্কেট উড়িয়ে দেবে।

অফিসিয়াল ডেমো

উবুন্টু -এর ফিচার্স এবং মার্কেট আইডিয়াস নিয়ে অফিসিয়াল একটি ভিডিও। এটি ক্যানোনিক্যাল -এর তরফ থেকে প্রযুক্তিপ্রেমীদের জন্য উপহার ধরতে পারেন।
উবুন্টু-র বর্তমান ধারায় উন্নয়ন কাজ চলতে থাকলে যে এটি সবচেয়ে শক্তিশালী ওএস-এ পরিণত হবে, তাতে কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠে না। আর অ্যান্ড্রয়েড চালাতে পারে এমন সব ফোনই উবুন্টু চালাতে পারবে, তাই বিক্রীত ফোনগুলোর মধ্যেও অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী কমে যাবে বলে ধারণা করা যায়।

উবুন্টু -এর দুর্দান্ত ফিচার্স

  • এজ টাচ্‌ - এর মাধ্যমে অ্যান্ড্রয়েড-এর বাকি বাটনগুলোর কাজ করে নেয়া যায়। ফোনের স্ক্রীনে বাম থেকে ডান (►)-এ টানলে, অ্যাপস্‌ মেনু আসে। ডান থেকে বাম (◄)-এ টানলে চলন্ত অ্যাপস্‌গুলোর মধ্যে বদলায়। নিচ থেকে উপর (▲)-এ টানলে চলন্ত অ্যাপলিকেশন-এর মেনু আসে। উপর থেকে নিচ (▼)-এ টানলে কয়েক প্রকারের সেটিংস টুগ্‌ল আসে।
  • ওয়েলকাম স্ক্রীন - উবুন্টু -তে কোনো লক স্ক্রীন নেই। আছে ওয়েলকাম স্ক্রীন।
  • হোম স্ক্রীন - উবুন্টু-র হোম স্ক্রীন অ্যান্ড্রয়েড হতে অনেক ভিন্ন। চোখ ধাধানো প্রেজেন্টেশন আর ব্যাবহার উপযোগী ফিচার্স।
  • ফ্রী - হয়ত আগেই জানতেন... তবুও, এটি সম্পুর্ণ ওপেন-সোর্স একটি অপারেটিং সিস্টেম। অর্থাৎ, এর মুক্তির পরেই অ্যান্ড্রয়েড এবং এর ফিচার লেনদেন শুরু হবে বলে আশঙ্কা করা যায়।
  • ডক্‌ট পিসি - উবুন্টু -এর সবচেয়ে বড় ধামাকা হলো ডক্‌ট পিসি। অর্থাৎ, আপনার উবুন্টু ফোন-কে একটি মনিটর এবং কী-বোর্ড এর সঙ্গে সংযুক্ত করলেই পেয়ে জাবেন সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি উবুন্টু পিসি। শুধু তাই নয়, আপনার এই পিসি আপনার ফোন-এর সকল ইনফো পড়তে এবং পরিবর্তন করতে পারবে। অর্থাৎ, পিসি থেকেই কল করতে পারবেন!
Read more ...

ডেস্কটপ থেকে এক ক্লিকে ফেসবুকে চলে আসুন খুব সহজ একটি টিপস এর মাধ্যমে

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
সাধারনত ফেসবুকে যেতে হলে আমাদের কে ডেস্কটপ, প্রোগ্রাম অথবা টেস্কবার থেকে ইন্টারনেট ব্রাউজার বের করে তারপর তা ওপেন করতে হয়।
পরবর্তীতে এটি ওপেন হলে এড্রেস বারে ফেসবুকের url টি টাইপ করতে হয়। অনেকেই বুকমার্কের মাধ্যমে ওপেন করে থাকেন।
আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস্ শেয়ার করব। সেটি হল আপনারা ডেস্কটপ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে যেতে পারবেন।
শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি সহজ কাজ যা একটু বুদ্ধি খাটালে আপনি হয়তো নিজেই করতে পারবেন কোন সাহায্যে ছাড়াই। কেননা এটি একটি শর্টকাট জাতীয় টিপস্।
যাইহোক, কথা না বাড়িয়ে কাজের প্রসঙ্গে আসা যাক।

নিম্নে এই প্রসেস টি বর্ণিত হল-

প্রথমে ডেস্কটপ থেকে Right button এ ক্লিক করুন। তারপর New তে গিয়ে Shortcut সিলেক্ট করুন।

এবার Create Shortcut নামে ডেস্কটপে একটি উইন্ডো দেখতে পাবেন।
এখন উইন্ডোটির খালিঘরে ফেসবুকের url টি লিখে দিন। ফেসবুকের url টি হল-
http://www.facebook.com
তারপর next এ ক্লিক করুন।

এবার খালিঘরে টাইটেল- “Facebook” লিখে দিন। তারপর finish এ ক্লিক করুন।

ডেস্কটপে নিম্নের চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবেন।

এবার আসুন সেটিকে ফেসবুকের ন্যায় একটি আইকন দিয়ে দিই।
এবারে আমরা উক্ত আইকনটির উপর কার্সর রেখে Right button এ ক্লিক করব এবং সেখান থেকে properties সিলেক্ট করব।
এরপর ডেস্কটপে আমরা নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাব।

এবার সেখান থেকে change icon এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত আরেকটি উইন্ডো দেখতে পাবেন।

এরপর সেখান থেকে চিত্রে দেখানো আইকন টি খুজে বের করুন এবং সেটিকে সিলেক্ট করুন। অবেশেষে ok তে ক্লিক করুন।
সাথেসাথে আইকনটি কে নিম্নের ন্যায় দেখতে পাবেন।

ব্যাস হয়ে গেল একটি পুরো প্রসেস টি।
উল্লেখ্য যে, আমি শুধুমাত্র এখানে ডেস্কটপের Shortcut অপশনস এর একটি উদাহরন দেখিয়েছি মাত্র। আপনি চাইলে Shortcut অপশনস টির মাধ্যমে এমন অনেক কিছুই করতে পারেন যা অনেকেই ধারণা করতে পারবে না।

আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
Read more ...

Monday, November 11, 2013

আপনার ব্লগে যেভাবে YouTube এর ভিডিও প্রদর্শন করাবেন

আমি মনে করি এটা প্রতিটি ব্লগার ব্যবহার কারির কাছে খুব গুরুত্ব পূর্ণ একটি বিষয় । আশাকরি আমার এই টিপস থেকে আপনাদের উপকার হবে । তাহলে দেখে নিন কিভাবে কাজ করবেন ।








>> নিয়ম নাম্বার ১  ঃ 


প্রথমে আপনি এখানে ক্লিক করুন তারপর আপনি যে ভিডিও আপনার ব্লগে পোস্ট করেতে চান তার লিঙ্ক সেখানে কপি করে বসান । নীচের চিত্রে দেখুন ।


এবার যে কোড গুলি পাবেন সেগুলকে পোস্ট করার সময় HTML হিসেবে পোস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 



>> নিয়ম নাম্বার ২  ঃ 

প্রথমে এখানে ক্লিক করুন তারপর যে পেজ আসবে এখানে Get Embed code এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।



এবার যে পেজ আসবে সেখানে আপনি যে ভিডিও যেমন ইউটিউব ইত্যাদি Url কপি করে পেস্ট করুন নীচের চিত্রে দেখুন ।





এবার উপরের চিত্রের ডান পাসের এরও তে ক্লিক করুন । তাহলে নীচের মতো ভিডিও সহ Copy Embed Code অপশন পাবেন সেখানে ক্লিক করে সেই কোড প্রথম নিয়ম অনুযায়ী HTML হিসবে কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।





==> আশাকরি বুজতে কোন সমস্যা হল না কোন সমস্যা হলে আমাকে জানবেন আমি হেল্প করবো । এই পোস্ট  আপনাদের ভাল লাগলে একটি কমেন্ট করে
এই ধরনের আর সুন্দর সুন্দর পোস্ট পেতে এখানে ক্লিক করুন।
জানাবনে । ভাল থকাবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফহে ।
Read more ...

আপনার এন্ডয়েড মোবাইল এর পাসওয়ার্ড ভুলে গেছেন ? পাসওয়ার্ড খুলুন খুব সহজে

এন্ডয়েডের প্যাটার্ণ লক ভূলে গেছেন বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না?
প্যটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে? আজ ২টি সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য।

সমাধান-১ :

এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। ৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern? এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে। তাই ২য় সমাধান আপনাদের জন্য শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।

সমাধান-২:

ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না। এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,
1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে
রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
  • ১. Volume Down + Volume Up + Power button.
  • ২. Volume Down + Power button.
  • ৩. Volume Up + Power button.
  • ৪. Volume Up + Home + Power button.
  • ৫. Volume Up + Camera button.
  • ৬. Home + Camera button.
  • ৭. Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:
  • কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
  • “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ,
  • এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।
  • এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
  • সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/ হোম বাটন কাজ করতে পারে।
সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।
আশা করছি এই অনুসরণের মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলতে পারবেন।

 আরো বিস্তারিত ও সুন্দর ভাবে জান্তে এখানে ক্লিক করুন
Read more ...

ব্লগ বা ওয়েব সাইটের ভিজিটর বাড়িয়ে নিন অসাধারণ কিছু উপায়ে

যারা ব্লগিং করে বা যাদের নিজস্ব ওয়েব সাইট আছে তাদের প্রথম চিন্তাই হল কিভাবে নিজের সাইটে বেশি-বেশি ভিজিটর বৃদ্ধি করা যায়৷ কারণ একটা ব্লগে ভিজিটরই প্রাধান। তো, আপনাদের এই চিন্তার সমাধানটা আমি দিয়ে দিচ্ছি। ভিজিটর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। এইসবের মধ্যে আমি খুঁজে বের করেছি কিছু সহজ ও সঠিক উপায়। টিপস্‌ গুলি অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারলে অবশ্যই আপনি পাবেন অসংখ্য ভিজিটর। ব্লগিং করার ক্ষেএেও এসব আপনার কাজে লাগবে।
 নিচে আমি আপনাদের সাথে টিপস্‌গুলো শেয়ার করলাম যা, মনোযোগ সহকারে পড়ুন ও সেইভাবে কাজ করুন।
১. আপনার সাইটটি তৈরী করার পর তা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করুন যেমন: (Goolge, Yahoo, Bing) ইত্যাদি।এতে করে সার্চ ক্রল বার আপনার পোস্টগুলিকে সহজেই খুজে পাবে৷
২. আপনার ব্লগে নিয়মিত ইউনিক আর্টিকেল লিখুন এবং তা সাইটে সবার মাঝে ফ্রীতে শেয়ার করুন। মনে রাখবেন টিউটোরিয়াল/পোস্টগুলো যেন মানসম্মত ও বড় আকারের হয়, আজে-বাজে এবং ভুল কোন তথ্য দেবেন না।
৩. বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনার ব্লগ ও ব্লগের পোস্টগুলি লিংক আকারে শেয়ার করুন। এতে করে ঐসব ওয়েবসাইটের কিছু ট্রাফিক লিংকে ক্লিক করার মাধ্যমে আপনার ব্লগে চলে আসবে।
৪. সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্টগুলি সাবমিট করুন। এটির মাধ্যমেও বেশ-সংখ্যক ভিজিটর পাবেন।
৫. বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন এবং সিগনেচারে আপনি আপনার ব্লগের ব্যাকলিংকটি দিয়ে আসুন।
৬. আপনার ব্লগের সঙ্গে রিলেটেড সাইট গুলিতে কমেন্ট করুন এবং কমেন্টে ওয়েবসাইটের জায়গাতে আপনার ব্লগের ঠিকানাটি দিয়ে দিন। তবে, অবশ্যই মনে রাখবেন সাইটগুলো যেন ভালো মানের হয়।না হলে আপনার ব্লগের মান ভাল না হয়ে আস্তে-আস্তে নিন্ম মানের হয়ে যাবে। যা আপনি অবশ্যই চান না।
৭. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার জন্য যেসব কি এর গুরুত্ব ও সার্চ বেশি সেসব কই ওয়ার্ড ব্যবহার করে পোস্ট লিখুন। আর কই ওয়ার্ড নির্বাচন করার জন্য গুগলের ব্যবহার করতে পারেন গুগল আ্যডওয়ার্ড টুলসটি।
৮. আপনার ব্লগের আরএসএস ফিড যুক্ত করুন। এটিও আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধিতে সহায়তা করবে।
৯. বিভিন্ন কমিউনিটি ব্লগে গিয়ে গেস্ট ব্লগিং করুন। পাশাপাশি আপনার সাইটে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
১০. ইয়াহু আ্যনসার সাইটে অংশগ্রহনের মাধ্যমেও আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি করতে পারেন। এটি একটি ভিজিটর বৃদ্ধির অন্যতম উপায়।
১১. আপনার সাইটটি জন্য বেশি করে এসইও করুন। কিন্তু মনে রাখবেন ভুলেও যেন ব্ল্যাক এসইও করবেন না।
১২. আপনার ওয়েবসাইট এর জন্য ফেসবুকে ফ্যান পেজ খুলুন এবং যেসব পোষ্ট নতুন আপনার ব্লগে পাবলিশ হচ্ছে তা আপনার ফেসবুক ফ্যান পেজে দিন।
১৩. যথাসম্ভব আপনার ব্লগসাইটটা সিএমএস এ করার চেষ্টা করুন। যেমনঃ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় CMS হচ্ছে জুমলা ও ওয়ার্ডপ্রেস।
উপরোক্ত টিপস গুলো অনুসারে ভালভাবে কাজ করতে পারলে আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধি সহ সাইটের এসইও এর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে বাধ্য৷

এ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য পেতে মডার্ন টেকনোলজি এর ওয়েব স্কুল লেবেলটি পড়তে পারেন। এখানে ক্লিক করে ওয়াব স্কুল এর সকল তথ্য পেতে পারেন।
আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।
Read more ...

আপনার ব্লগ লোড হতে অনেক সময় লাগে ? Lazy Load সফটওয়্যার টি ব্যাবহার করুন আপনার ব্লগে। বারিয়ে নিন আপনার ব্লগের ব্রাউজিং স্পীড।

আজকে আমি ওয়ার্ডপ্রেস এর একটা সমস্যা নিয়ে ও তার সমাধান নিয়ে কথা বলব। আমরা যারা ওয়ার্দপ্রেসে ব্লগ চালাই তখন অনেক বড় বা ছোট ছবির অভাব থাকে না আর যার কারণে আমাদের ব্লগ অনেক স্লো বা ধীরো গতির হয়ে পাড়ে। এমন কি আমার নিজের ব্লগেও আমি এইটা ব্যবহার করি।
 download (2)
এর প্লাগিন এর নাম হল Lazy Load
এইটা কিভাবে কাজ করে
এই প্লাগিনটা  jQuery.sonar দিয়ে প্রস্তুত এবং এটি সেটাপের পর ব্লগে বা পোস্ট যেই ছবিটি ভিজিবল হবে সেটা তখনই যেখা যাবে অর্থাৎ আমরা যখন পোস্ট পোস্ট ওপেন করব তখন মাউস দিয়ে স্ক্লোল করলে নিচে আসলে যেই যেই ছবি গুলা দেখা যাবে সেই সেই গুলা দৃশ্যমান হবে নয়ত হবে না যার কারণে আমাদের ব্লগের স্পিড অনেক গুনে বেরে যাবে।
এইটা কিভাবে সেটাপ করবেন
প্রথমে এইখান থেকে প্লাগিনটি ডাউনলোড করে নিন তারপর এইটিকে আপনার CPanel এ গিয়ে প্লাগিন ডাইরেক্টরে আপলোড করে দিন এবং ওয়ার্ডপ্রেসের প্লাগিন অপশনে এসে এটিকে একটিভ করে দিন।
নয়ত আপনার ওয়ার্ডপ্রেসে লগইন করুন তারপর plugins থেকে Add New তারপর সেখান থেকে Upload এ ক্লিক করে সেখানে আপলোড করে দিন এবং একটিভ করে দিন।  কাজ শেষ

এটির এডভান্স ভার্সনও আপনি ব্যবহার করতে পারেন
LL-Preview
তবে এটি ব্যবহার করতে হলে আপনাকে ক্রয় করে নিতে হবে নয়ত পারবেন না। ডাউনলোড করুন
Thanks For reading this Post
Read more ...

এন্ড্রয়েড ডিভাইস টি হারিয়েছে ? খুজে বের করুন একটি সফটওয়্যার এর মাধ্যমে

মাত্র কয়েকদিন আগে গুগল অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের নতুন ডিভাইস ট্র্যাকিং সিস্টেম এর। আপনারা অনেকে এই ব্যাপারে আগেই জেনেছেন। মুলত এই সিস্টেম এর মাদ্ধমে আপনি আপনার হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ডিভাইস টি অতি সহজে খুজে পাবেন এবং ডিভাইস টি কোথায় আছে তা অনলাইন এ রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন। এছারাও ডিভাইস এ থাকা সকল ডাটা মুছে দেয়া, ডিভাইস লক করা ও এলার্ম বাজাতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ডিভাইস এ । এক কথায় আপনার হারিয়ে যাওয়া ডিভাইস টি ফিরে পাবেনই এই গুগল এর নতুন সিস্টেম এর মাদ্ধমে। যদিও প্লে স্টোর এ এখন ও অ্যাপ টি আসেনি তবে অ্যাপ টি লিক হয়ে গেছে। তাই চলুন এখনই ডাউনলোড করে নেই অ্যাপ টি।
অ্যাপ টির স্ক্রিনশট
Screenshot_2013-08-03-12-47-26 Screenshot_2013-08-03-12-47-19
android device manager
চলুন কিভাবে এটি কাজ করে তার ভিডিও প্রিভিউ দেখে নেই
তো চলুন ডাউনলোড করে নেই—
Download
Read more ...

Sunday, November 3, 2013

জেনেনিন আপনার সাইটের লোডিং টাইম

আপনার ব্লগ ‍/ সাইটটি দেখছেন দ্রুত লোড হচ্ছে, কিন্তু অন্যের বেলায় তা নাও হতে পারে। কারন আপনি যেহেতু সাইটটি তুলনামূলকভাবে বেশী ব্যবহার করেন সেহেতু আপনার সাইটটি আপনার ব্রাউজারে তাড়াতাড়ি লোড হবে এটাই স্বাভাবিক। কারন ব্রাউজার গুলো আপনার সাইটের ফাইলগুলো প্রথম ভিজিটেই ক্যাশ করে রাখে। যত সমস্যা সব ফার্স্ট টাইম ভিজিটরদের তাই না? আপনি সারাক্ষণ ফেসবুক চালান, আর তাই আপনার কাছে মনে হয় ফেসবুক অনেক ফাস্ট। কিন্তু আসলে তা ঠিক ধারণা না।
আপনার সার্ভার, নেটওয়ার্ক আপটাইম ও পারফরমেন্স চেক করতে সাহায্য করবে। আপনার ইমেজ ফাইল গুলো, জাভা স্ক্রিপ্ট ও অন্যন্য সকল ফাইল কত সময় নিয়েছে কানেক্ট ও লোড হতে, কত সাইজ সেগুলোর সবই জানতে পারবেন এই টুলটির মাধ্যমে। আপনার ব্লগ বা সাইটটির পুরো পেজটি লোড হতে কত সময় নিয়েছে, তার সাইজ কত ইত্যাদি অনেক তথ্য প্রদানের সুবিধা থাকছে এতে। আপনার সাইটের ডিএনএস হেল‍্থ ও চেক করতে পারবেন। তাছাড়াআপনার স্ক্যান রিপোর্ট যে কাউকে মেইল করা ও সংরক্ষণ করার সুবিধা দিচ্ছে এই ওয়েব সাইটটি। সাইটটির এড্রেস হলো http://tools.pingdom.com/
কষ্ট করে ব্লগ বা সাইট বানালেন, কিন্তু ভিজিটররা আপনার ব্লগ বা সাইটটি লোড হতে দিয়ে ঘুমাবে। আর ঘুম থেকে উঠে দেখবে যে আপনার সাইটটি লোড হয়েছে। এরকম ভিজিটর আদৌ পাবেন কিনা সন্দেহ থেকে যায়। ভিজিটরের এত সময় নেই যে আপনার সাইট লোড হবার জন্য অনেক্ষণ অপেক্ষা করবে।
আপনার ব্লগকে আরো সুন্দর করতে এখানে দেখতে পারেন বা এখানে ক্লিক করুন
Read more ...

Free robi internet



আসসালামু আলাইকুম। কেমন আছেন? বেসিরভাগ মানুষই এখন ফ্রী তে ইন্টারনেট চালায় তবে রবি সিম দিয়ে। আপনি কখনো ফ্রী ইন্টারনেট চালিয়েছেন কি?
এই প্রথম বাংলাদেশ রবি সিম দিয়ে ফ্রী ইন্টারনেট চালানু যাচ্ছে এবং খুব সহজ পদ্ধতিতে। কোন প্রকার ডিসকানেক্ট সমস্যা ছাড়া। তাই আপনার যদি একটি রবি সিম থাকে তাহলে আপনিও পারবেন এই ফ্রী ইন্টারনেট উপভুগ করতে।
ফ্রীতে রবি ইন্টারনেট ব্যাবহার করতে ও বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন। এবং ফ্রী রবি ইন্টারনেট ব্যাবহার করুন।

আর নতুন নতুন টিকস গুলো দেখতে Free Internet এ ক্লিক করুন।
পোস্ট টি পরার জন্য ধন্যবাদ।

Read more ...

Sunday, October 27, 2013

ফ্রী জিপি ইন্টারনেট

পিডিপ্রক্সি দিয়ে দুমচে ফ্রী ইন্টারনেট চলছিল, অনেকদিন চলার পর gp কম্পানি শেটি বন্ধ করে দেয়। সর্বশেষ যখন gpmms দ্বারা ফ্রী ইন্টারনেট ব্যাবহার শুরু করল সবাই জিপি মামা সেটিও বন্ধ করে দেয়।
তাইবলে কি আমরা টাকা দিয়ে ইন্টারনেট ব্যাবহার করব?
না ফ্রী চলবেই। ওরা বন্ধ করবে...... আমরা নতুন নতুন পদ্ধতি বেরকরব এবং ফ্রী ইন্টারনেট চালাবই।
বর্তমানে কয়েক টি পদ্ধতি তে ফ্রী ইন্টারনেট চালানু যায়।

তবে সবচেয়ে ভাল পদ্ধতি টি 1 নাম্বার 2 নাম্বারে দিলাম। বাকিগুলি আপনি দেখে যেটা সহজ মনেহয় ব্যাবহার করতে পারেন।
  1. এখন যে ভাবে জিপি ফ্রী ইন্টারনেট চালাবেন
  2.  গ্রামীণফোনে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন আর একটি ভিন্ন পদ্ধতি তে 
  3. PC তে Gp Internet ফ্রী ব্যাবহার করুন ফুল স্পীডে। Disconnection সমস্যা ছাড়া 
  4.  gpmms ফ্রী ইন্টারনেট বন্ধ ? এই নিন সমাধান
আরো নতুন নতুন পোস্ট পেটে আমাদের ব্লগে চোখ রাখুন
Read more ...

ব্লগস্পট ব্লগে রিলেটেড পোস্ট যুক্ত করুন

ব্লগস্পট ব্লগে রিলেটেড পোস্ট যুক্ত করুন Html কোডের মাধ্যমে। এই রিলেটেড পোস্ট আপনার ব্লগের হোম পেজে আসবেনা, সুধু সম্পূর্ণ পষ্টের নিচে আসবে। বিভিন্ন সাইটে এ সম্পর্কে নানান পষ্ট আছে। শেসব নিয়ম ব্যাবহার করলে হোম পেজেও রিলেটেড পোষ্ট চলেআসে এতে আপনার ব্লগের হোম পেজ টি বড় হয়েজায় লোড হতে অনেক সময় লাগে। আমি নিচে যে নিয়মটি দিলাম এই নিয়ম টি আপনি ব্লগস্পট ব্লগে ব্যাবহার করলে হোম পেজে রিলেটেড পোস্ট প্রদর্শিত হবেনা। ভিজিটর যখন সম্পূর্ণ পোস্ট টি পড়তে পষ্ট এ ক্লিক করবে এবং সম্পূর্ণ পষ্টটি দেখবে তখন নিচে এই জাতীয় আপনার ব্লগ থেকে আর পোস্ট এর শিরোনাম দেখাবে।


এর মাধ্যমে একজন পাঠক ঐ পোষ্টগুলো পড়তে উৎসাহিত বোধ করে যা পাঠকের জন্য উপকারী আবার ব্লগটিকেও করে তুলে জনপ্রিয়। আপনিও ইচ্ছে করলে সে রকম Related Psts এর জন্য নিজের পছন্দ অনুযায় আপনার ব্লগে Widget যুক্ত করতে পারেন। কাজটি মোটেই কঠিন নয় এবং একজন সাধারণ ইউজারও তা করতে পারেন কোন ঝামেলা ছাড়াই। 

  এ জন্য দুটি কোড আপনার টেমপ্লেটে এড করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহযে আপনি কাজটি করতে পারবেন।
 
  1. প্রথমে blogger.com এ গিয়ে লগিন করে আপনার ব্লগে ঢুকুন।
  2. এরপর Template থেকে ক্লিক করুন।
  3. এবার যে পেজটি আসল তার ডানপাশে Backup / Restore তে ক্লিক করুন এবং Download Full Template এর মাধ্যমে আপনার Present Template এর একটা Backup নিন যাতে আপনি ইচ্ছে করলে  Template টি রিপ্লেস করে আগের অবস্থায় ফিরে যেতে পারেন।
  4. ডাউনলোড করা শেষ হলে Close লিখায় ক্লিক করে ছুট উইন্ডোজ টি কাটুন এবং Edit HTML এ ক্লিক করুন।
  5. এবার /head কোডটি খুঁজে বের করুন। এ জন্য Ctrl+F চেপে Find এর ঘরে /head  লেখাটি পেষ্ট করে এন্টার চাপুন। 
  6. এখন নিচের কোডটি শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে ঠিক <  /head  > এর উপরে/আগে পেষ্ট করুন। প্রথম কোডের কাজ শেষ। এবার দ্বিতীয় কোডের জন্য 7 নাম্বারে চলে যান।
<!--RelatedPostsStarts -->
<script language='JavaScript'>
//<![CDATA[
var relatedTitles = new Array();
var relatedTitlesNum = 0;
var relatedUrls = new Array();
function related_results_labels(json) {
for (var i = 0; i < json.feed.entry.length; i++) {
var entry = json.feed.entry[i];
relatedTitles[relatedTitlesNum] = entry.title.$t;
for (var k = 0; k < entry.link.length; k++) {
if (entry.link[k].rel == 'alternate') {
relatedUrls[relatedTitlesNum] = entry.link[k].href;
relatedTitlesNum++;
break;
}
}
}
}
function removeRelatedDuplicates() {
var tmp = new Array(0);
var tmp2 = new Array(0);
for(var i = 0; i < relatedUrls.length; i++) {
if(!contains(tmp, relatedUrls[i])) {
tmp.length += 1;
tmp[tmp.length - 1] = relatedUrls[i];
tmp2.length += 1;
tmp2[tmp2.length - 1] = relatedTitles[i];
}
}
relatedTitles = tmp2;
relatedUrls = tmp;
}
function contains(a, e) {
for(var j = 0; j < a.length; j++) if (a[j]==e) return true;
return false;
}
function printRelatedLabels() {
var r = Math.floor((relatedTitles.length - 1) * Math.random());
var i = 0;
document.write('<ul>');
while (i < relatedTitles.length && i < 6) {
document.write('<li><a href="' + relatedUrls[r] + '">' + relatedTitles[r] + '</a></li>');
if (r < relatedTitles.length - 1) {
r++;
} else {
r = 0;
}
i++;
}
document.write('</ul>');
}
//]]>
</script>
<!--RelatedPosts End-->





  1.  আবার 5 নাম্বার নিয়মের মত করে data:post.body/ কোডটি খুঁজে বের করুন। এখন নিচের কোডগুলো সব কপি করে ঠিক <   data:post.body/   > এর নিচে (আগের 6 নাম্বার নিয়মের মত) পেষ্ট করুন। হয়ে গেল আপনার কাজ।
 
 
<!--RELATED-POSTS-STARTS -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<font face='SolaimanLipi, Arial, Times New Roman,' size='4'><b>এ সম&#2509;পর&#2509;ক&#2503; আর&#2507; পড়&#2497;ন&#2435; </b></font><font color='#FFFFFF'><b:loop values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>,</b:if><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'> <script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=5&quot;' type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels(); </script></div></b:if>
<!--RELATED-POSTS-STOPS-->

আপনি ইচ্ছে করলে Related Posts এর সংখ্যা বাড়াতে পারেন। এ জন্য max-result=xx x এর জায়গায় আপনার পছন্দের সংখ্যাটি বসান যতটা পোস্ট আপনি দেখতে চান। আমি 5বসিয়েছি। তাছাড়া Font এর জায়গায় আপনার পছন্দের ফন্টটিও বসাতে পারেন। আমি বাংলার জন্য SolaimanLipi বসিয়েছি। এবার Prevew দেখুন। তারপর সেভ দিন ভাল লাগলে।
বিঃদ্রঃ কোন Post পাবলিশ করার সময় Post টিতে Labels যুক্ত করতে ভুলবেন না। কারণ Labels এর উপর ভিত্তি করেই আপনার Related Posts গুলো দেখাবে। আর কোডগুলো কোনভাবে কাজ না করলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। আমি ওখানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ একটি ফাইলে করে দিয়েছি।

ডাউনলোডঃ মিডিয়াফায়ার
Read more ...

Thursday, October 10, 2013

ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন বৈধ ভাবে। গড় Speed 6MB/s

আমরা অনেকেই ইন্ডিয়ান Tata Sky, Airtel এবং Videocon দিয়ে স্যাটেলাইট টিভি ব্যবহার করি। বর্তমানে এগুলো দিয়ে আমরা HD চ্যানেল গুলোও দেখতে পারি। বাংলাদেশে HD উন্মুক্ত থাকার কারণে আমরা Tata Sky, Airtel এবং Videocon এদের মাধ্যমে উন্নত গতি সম্পন্ন ইন্টারনেট পেতে পারি। এগুলো সবার না জানলেও চলবে, সুতরাং কাজের কথায় আসি।
এভাবে ইন্টারনেট চালানোর জন্য আমাদেরকে অনেকগুলো ইকুইপমেন্টস এর সংযোগ করতে হবে।

যেগুলি লাগবেঃ

  • Tata Sky, Airtel বা Videocon এর ডিস এবং LNB
  • স্পিলেটার(যদি এক সংযোগ এ টিভি দেখতে চান শুধু মাত্র সেক্ষত্রে)
  • কো অক্সিয়াল ক্যাবল
  • ইথারনেট ক্যাবল
  • ক্যাবল মডেম
  • ইথারনেট কনভার্টার

ইন্সটলেসানঃ

Tata Sky, Airtel বা Videocon এর ডিস এবং LNB:
প্রথমে  Tata Sky, Airtel বা Videocon এর ডিস দক্ষিন পশ্চিম দিকে বসাতে হবে অবশ্যই ক্লিয়ার ভিউ থাকতে হবে। তার পরে সঠিক ভাবে LNB টা বসাতে হবে।এক্ষত্রে ডিসটা সঠিক ভাবে বসানোর জন্য মিটার এর সাহায্য নিতে পারেন। এটা অবশ্যই সঠিক ভাবে না বসালে আপনি ইন্টারনেট চালাতে পারবেন না।
একটা কথা LNB টা অবশ্যই Twin LNB হতে হবে। Twin LNB না হলে HD আসবে না,আর HD না হলে এটা কাজ করবে না।

কো অক্সিয়াল ক্যাবল:

Twin LNB থেকে দুইটা কো অক্সিয়াল ক্যাবল বের হয় যদি ক্যাবল মডেম ব্যবহার করেন তাহলে মডেমের TX Port এ একটা এবং RX Port এ একটা ক্যাবল সংযুক্ত করুন এবং মডেমের LAN Port সরাসরি আপনার পিসির ইথারনেট Port এ যুক্ত করুন ।আর যদি ইথারনেট কনভার্টার ব্যবহার করেন সেক্ষত্রে কনভার্টারের Connector এর সাথে কো অক্সিয়াল ক্যাবল দুটি সংযুক্ত করুন ইথারনেট কনভার্টার থেকে একটা ইথারনেট ক্যাবল বের হয় সেটা আপনার আপনার পিসির ইথারনেট Port এ যুক্ত করুন করুন,
ব্যাস আপনার কাজ মোটামুটি হয়ে গেছে এবার বলি পিসির ইন্সটলেসানঃ

আপনার পিসি অন করুন এবং নিচের ধাপ গুল অনুসরন করুনঃ

Start button> control panel> Network connection> Create a new Network> Connect to the Internet Radio> Choose from the a list of Internet Service providers>Finish
আপনার কাজ শেষ এবার যেকোন Browser ওপেন করুন আর ব্যবহার করুন  4MB/S গতি।
অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কে বিশ্বাস করবেন করবেন আর কে করবেন না সেটা আপনারদের বিষয়।সব কিছুতেই ভয়ঙ্কারী বিদ্যা ধারন কারি থাকেন, গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরছে কিন্তু ভয়ঙ্কারী বিদ্যা ধারন কারিরা বলেছিলেন সুর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, বাকিটা বললাম না।আমি প্রথমেই বলেছিলাম এটা পরীক্ষীত,
যদি কারো সমস্যা হয় তাহলে যোগাযোগ করতে পারেন।
enamul_k@live.com অথবা ০১৭৬১৫৭৮৪২৯

জানি এই পদ্ধতি সবাই ব্যাবহার করতে পারবেনা। তাও জানাছিল শেয়ার করলাম।
তবে যে পদ্ধতি তে সবাই ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন সেটি দেখার জন্য এখানে ক্লিক করুন। তবে এত স্পীড পাবেন না।

Read more ...

ইন্টারনেট এর গতি বাড়িয়ে নিন দুটি উপায়ে।

বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আমাকে রীতিমতো নেশায় পেয়ে বসেছে। নেশাটা কীসের শোনবেন না? নেশাটা অবশ্যই লেখালিখির।আপনাদের ভালোবাসার ফলে আরও বেশি বেশি লেখার ইচ্ছে জাগছে, যদিও অনেক লেখাই হয়তো আপনারা আগে পড়েছেন। ইউনিক হচ্ছে না মনে হয়। কিন্তু আমি অনেক চেষ্টা করে আপনাদের জন্য সহজ কিছু টেকি টিপ্স বের করছি। আশা করি কাজে লাগবে। কোনো ভুল হলে মাফ করবেন। আপনারা জানেন, উইন্ডোজ তার সিস্টেমকে আপগ্রেড রাখার জন্য স্বাভাবিক ভাবে অতিরিক্ত ২০% রিজার্ভ ব্যান্ডউইডথ সব সময় ধরে রাখে। আমরা খুব সহজে এই অতিরিক্ত রিজার্ভ ব্যান্ডউইডথের সঠিক ব্যবহার করে আমাদের ইন্টারনেটের গতি বাড়াতে পারি।
আজ আপনাদের আমি দুটি উপায় জানাবো--- কীভাবে আপনার কম্পিউটারে যুক্ত ইন্টারনেটের গতি বাড়াবেন। তাহলে চলুন দেখে নিই পদ্ধতিগুলো কী কী...
এ ক্ষেত্রে অবশ্যই পিসিতে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে।

পদ্ধতি : 1
My Computer>Manage>Device Manager>Ports (Com & LPT) এর উপর ডাব্‌ল ক্লিক করুন। Communication Port এর উপর ডাব্‌ল ক্লিক করুন। | Port Settings = ১২৮০০০ থেকে Bit per second= 128000 করে দিন।
দেখবেন আগের চেয়ে ইন্টারনেটের গতি বেড়েছে।

পদ্ধতি : 2
>> স্টার্ট মেনু থেকে রান এ ক্লিক করুন। gpedit.msc টাইপ করে এন্টার দিন।
>> তারপর Group Policy Editor ওপেন হবে. এখন, Local Computer Policy >> Computer Configuration >> Administrative Templates >>Network >> QOS Packet Scheduler >> Limit Reservable Bandwidth এ যান।
>> Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
>> এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
>> OK করে বের হয়ে আসুন।
>> এখন আর আপনার কম্পিউটারে আর ২০% গতি রিজার্ভ করা থাকবে না।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এরই মধ্যে আপনারা হয়তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট গতি বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট গতি বাড়লেও পিসি অনেকটা স্লো হয়ে যায়। কিন্তু এখন আর তা হবে না। আরেকটি কথা, এই পদ্ধতিগুলো সবক্ষেত্রে সমান কাজ নাও করতে পারে।
Read more ...

Sunday, October 6, 2013

New gpmms Free Internet For PC. জিপি ফ্রী ইন্টারনেট নতুন সিস্টেমে।

 Computere free internet calan opera mini diye. gpmms free internet new tiks.

আসসালামু আলাইকুম। আজ তিনদিন যাবত gpmms ফ্রী ইন্টারনেট বন্ধ। তাই আজ আপনাদের জন্য একটি নতুন পদ্ধতিতে ফ্রী ইন্টারনেট চালানুর জন্য পোস্ট নিয়ে হাজির হয়েছি।

 এটা মডার্ন টেকনোলজি তে পূর্বে প্রকাশিত হয়েছে।
কম্পিউটারে ফ্রী ইন্টারনেট চালানুর জন্য আপনাকে একটি opera mini ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করতে এবং আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এটা পরিক্ষিত এবং ১০০% কাজ করে।
Read more ...

Saturday, October 5, 2013

Computer ba Mobile Bangla dekte somossa? Tahole akhoni thik kore nin. ব্রাউজারে বাংলা দেখা সমস্যার সমাধান।

Complete Solution: Bangla Font Setup for Mobile & PC (বাংলা ফন্ট সেটাপ - মোবাইল ও কম্পিউটার)

 

mobile theke bangla dekhte holey :

1. go to : http://operamini.com/
2. download operamini and install
3. now, open operamini & write in address bar ..... opera:config 
4. look at option 3 (use bitmap fonts for complex scripts). make it "yes"



___________________________________________________________
Font Set-up For Desktop or Laptop Computer ( Windows Operating System )
___________________________________________________________

_____________
unicode setup :
_____________

1. Download IComplex 2.0.0 from http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe
2. Install it (click Install Complex Script Button)



_________
font setup :
_________

1. download solaimanlipi font   from http://downloads.sourceforge.net/ekushey/SolaimanLipi_20-04-07.ttf
2. go through  Start menu → Run... [write FONTS & Press Enter key]
3. A window containing hundreds of fonts will open
4. copy ur downloaded Solaimanlipi font and Paste in this Window


__________________________________
Making fonts Smooth and nice-looking :
__________________________________

for firefox browser :

1. go to :  tools → options → content → default font : select solaimanlipi
2. click  advanced
3. here , select "bengali" in fonts for AND select Solaimanlipi in serif, sans-serif & monospace
4. default character encoding : select Unicode (UTF-8)



















______________
Font Smoothing :
______________


@  go to ur desktopright click mouse and go to Properties  →  Appearance →  Effects → select "clear type" in use the following method to smooth edges of screen fontsapply and ok

@ now restart PC


Read more ...

Monday, September 30, 2013

এখন Talking tom cat 2 এর সাথে ফাজলামি করুন আপনার কম্পিউটার থেকে।

আসসালামু আলাইকুম,
ভাবছেন হয় তো? Talking tom cat 2 এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে এবার পিসিতে এল কিভাবে? অনেকের কাছে এটা আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় বাস্তব!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন PC ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি। অনেক ধ্যান-ধারনা করে ফ্ল্যাশ বিল্ট ইন  Talking tom cat 2 বানিয়েছি। আর এতে কোন ইন্সটল ঝামেলা নেই, আর কোন প্রকার এক্সট্রা সফটওয়্যারও লাগবে না। জাস্ট! এক ক্লিক করে ডাউনলোড করবেন আরেকটি ক্লিকে ওপেন করবেন আর, সর্বশেষ ক্লিকে Talking tom cat 2 এর সাথে দুষ্টু-মিষ্টি শয়তানি করবেন!!! আর কি চাই বলুন তো!!!!

Talking tom cat-2 (1)

Talking tom cat 2 তে মজার টম মামা ইতি মধ্যেই সকল এন্ড্রোয়েড প্রেমীর জনপ্রিয় তার শীর্ষে! এমন বেকুব লোক খুঁজে পাওয়া মুশকিল যার, এন্ড্রোয়েড টম মামা নাই! তাই বলে কম্পিউটার ব্যবহারকারী গণ এর মজা লুফে নিতে পারবেন না, তা কি কখনও হতে পারে!   তাই আপনাদের দুঃখের শোক ভোলাতে আমার এই ছোট্ট উপহার দিলাম। আশা করি খুশি প্রিয় ভিসিটরগণও!!!
আমি অনেকদিন ধরে ভাবছি যে, এন্ড্রোয়েড কোম্পানির ব্যবসায় আগুন ধরিয়ে দেবো! ভাবলাম যে জনপ্রিয় অ্যাপসগুলার PC ভার্সন বের করবো। আর আমার চিন্তায় সবচেয়ে ভালো সুযোগ এসেছে Flash Player কে যথার্থ ভাবে কাজে লাগানোর। যেমন Talking tom cat 2 তৈরিতে বিল্ট ইন Flash Player 10 ব্যবহার করেছি। এতে হুবাহুব APK সফটের মত কাজ এবং স্বাদ পাওয়া যাবে! ফলে আপনাকে আলাদাভাবে কোন সফট বা Flash Player ইন্সটলের ঝামেলা নেই! শুধু ক্লিক করেই কথা বলবেন আর মজা লুফে নিবেন!!!

.

লক্ষ করুন... পিসির উইন্ডোজ থেকে তোলা কিছু Snap Shots দিলাম

Talking tom cat-2 (4)

Talking tom cat-2 (2)  Talking tom cat-2 (3)

Talking tom cat 2 এর পিসি ভার্সনের সাইজ হল– ১০.৩ এমবি। অর্থাৎ- APK-6.3MB + Build-in Flash-4MB = 10 MB হচ্ছে। এটি কোন APK বা, SWF ফাইল নয়, এটি খাঁটি .EXE ফ্ল্যাশ বিল্ট ইন  সফট। একেবারে HD মানের কোয়ালিটি পাবেন! আপনারা যারা দীর্ঘদিন ধরে শখ করে বসে আছে যে, উইন্ডোজে Talking tom cat 2 এর টম মামার সাথে ফাজলামি করে কথা বলবেন তাদের আশা আজ পূরণ হতে যাচ্ছে বটে। এটি উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট এর যেকোনো 32bit/64bit সহ সব জায়গায় চলবে। আরেকবার বলি এটার জন্য এক্সট্রা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না, এমন কি ফ্ল্যাশ প্লেয়ারও ইন্সটল লাগবে না। শুধু ক্লিক করে টম মামার সাথে কথার অনুকরন করাবেন আর ফাজলামি করবেন!!!


Talking tom cat 2 || 10.3 MB

…:::DOWNLOAD:::…

or

Download

আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
কম্পিউটার এর আরো মজার মজার পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

পোস্টটি কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ। Have Fun!!!
Read more ...

Saturday, September 21, 2013

হেডফোনে উপভুগ করুন দারুন সাউন্ড। surround সাউন্ড সিস্টেম 7.1

আপনি হেডফোন ব্যবহারকারিদের মধ্যে একজন? আপনার কি দামি সাউন্ড সিস্টেম কেনার সামর্থ্য নাই, অথবা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি জায়গার অভাবে বসাতে পারছেন না? তাহলে আপনার দরকার Razer Surrond সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার হেডফোনে উপভোগ করতে পারবেন ৭.১ surround সাউন্ড। আপনার surround সাউন্ড উপভোগ করার জন্য দরকার নাই দামি সাউন্ড সিস্টেম।
আপনি এই ফ্রী সফটওয়্যার ইন্সটল করে তৎক্ষণাৎ উপভোগ করতে পারবেন যে কোন দামি সাউন্ড সিস্টেম এর অনুরূপ সাউন্ড আপনার হেডফোন এ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
http://goo.gl/vuUEie
এখানে আপনি ফ্রী রেজিস্ট্রেশান এর পর ডাউনলোড করতে পারবেন। (রেজিস্ট্রেশান আবশ্যক সফটওয়্যারটি চালানোর জন্য)

তারাতারি ডাউনলোড করে নিন ২০১৪ সালের আগে। ২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০। সফটওয়্যার ইন্সটলের পর একবার ব্যবহার করলে আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন বিনা খরচে।
ইন্সটল এর পর লগিন করুন এবং নির্দেশনা অনুযায়ী আপানার হেডফোন কনফিগার করে নিন।

কোন ফুল ইন্সটলার এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। কারন এই সফটওয়্যার ওয়েব ইন্সটলার ভিত্তিক এবং এটি আপানার হার্ডওয়্যার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিবে।
পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।


পোষ্ট টি পর্বে প্রকাস করেছেন  samxl001
Read more ...

Monday, September 16, 2013

বুলেটের মত চালান আপনার কম্পিউটার। বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের স্পীড

আসসালামু আলাইকুম। কেমন আছেন মডার্ন টেকনোলজির বন্ধুরা ? আজ আপনাদের উপহার দিব কাজের একটা সফটওয়্যার।
আমরা কম্পিউটারে উইন্ডোজ দেয়ারপর অনেকদিন কম্পিউটার চালালে বিভিন্ন কারনে কম্পিউটার স্লো হয়ে জায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা সফটওয়্যার। জাকিনা আপনার কম্পিউটার কে রাখবে সবসময় ফাস্ট ও হাই স্প্রিড গতির। সফটওয়্যার টি নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে সফটওয়্যার টি আপনার কম্পিউটার স্কেন করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিতে পারবেন।
যাদের দরকার নিচের লিংক থেকে ডাউনলোড করেনিতে পারেন।

সফটওয়্যার টি ব্যাবহার করার নিয়মঃ
প্রথমে কম্পিউটারে সফটওয়্যার টি ইন্সটল করুন।
এরপর সফটওয়্যার টি ওপেন করুন। দেখতে নিচের চিত্রের মত দেখাবে।
সব গুলু বক্সে টিক মার্ক দিন এবং Start smart Cleaning Process এ ক্লিক করুন।
একটি ম্যাসেজ আসবে, Yes দিন।
এবার দেখুন সবগুলো ফাইলকে স্কেন করে ক্লিন করা শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করুন 100% হওয়া পর্যন্ত। নিচের চিত্রটি লক্ষ করুন............
এবার দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত ও ফাস্ট হয়ে গেছে।


সফটওয়্যার টি ডাউনলোড করতে প্রথমে এখানে ক্লিক করুন
নতুন পেজ টি থেকে To download it, click here এ ক্লিক করুন।
এরপর একটি নতুন পেজ আসবে। পেজের ডানপাশ থেকে Skip লিখায় ক্লক করুন।

এবার আপনার কম্পিউটার কে হাই স্পীডে ব্যবহার করুন।

নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
লিখায় ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।
Read more ...

Saturday, September 14, 2013

আসুন কিছু বিশ্ব শেরা ব্লগার সম্পর্কে জানি

সারা বিশ্বে ব্লগিং খুব জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি ব্লগারদের বিশেষ সুনাম তো রয়েছেই। বর্তমান সময়ে অনলাইনে আয়ের অন্যতম উত্স হিসেবে ব্লগার.. পেশা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমরা অনেকেই ব্লগারদের এসব বিষয়ে অবগত নেই।

আমি আজ ৫ জন বিশ্বসেরা ব্লগারদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করব। এতে আপনারা তাদের পরিচিতি সহ অন্যান্য তথ্য জানতে পারবেন।
চলুন শুরু করা জাক........................

1. Mashable.com


ব্লগের মালিক : Pete Cashmore
আনুমানিক মাসিক ভিজিটর : 42,000,000
Alexa Rank : 271
Link এর সংখ্যা : 102,359
আয় : $ 10,00,000 (মাসিক)

2. Techcrunch.com


ব্লগের মালিক : Michel Arrington
আনুমানিক মাসিক ভিজিটর : 32,000,000
Alexa Rank : 409
Link এর সংখ্যা : 95,003
আয় : $ 9,00,000 (মাসিক)

3. Tutsplus.com


ব্লগের মালিক : Collis Taeed
আনুমানিক মাসিক ভিজিটর : 22,000,000
Alexa Rank : 670
Link এর সংখ্যা : 23,160
আয় : $ 5,00,000 (মাসিক)

4. Perezhilton.com


ব্লগের মালিক : Mario Lavandeira
আনুমানিক মাসিক ভিজিটর : 1,000,000
Alexa Rank : 1,302
Link এর সংখ্যা : 17,651
আয় : $ 4,00,000 (মাসিক)

5. Gothamist.com


ব্লগের মালিক : Jake Dobkin
আনুমানিক মাসিক ভিজিটর : 900,000
Alexa Rank : 11,5878
Link এর সংখ্যা : 13,435
আয় : $ 2,00,000 (মাসিক)
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, Modern technology এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
Modern technology
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
Read more ...

Tuesday, September 10, 2013

ফ্রী ইন্টারনেট চালান আপনার Airtel সিম দিয়ে।

এয়ারটেলে ফ্রী নেট ২ দিন আগে বন্ধ করে দিয়েছে এয়ারটেল।বর্তমানে যে ট্রিক টা দিচ্ছি সেটা অনেক আগের ট্রিক এবং আমিই সর্বপ্রথম শেয়ার করেছিলাম ।

এবং এটা ১০০ পার্সেন্ট ওয়াকিং।।

বর্তমানে অপেরা দিয়েই কাজ চালান খুব শীঘ্রই অন্যন্য সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছি।
প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন।
আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্য।কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121*7#

তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের Prov file টা ডাওনলোড করে নিন।
Opera mini.prov

এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে।যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না।
তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে Rana নামের সেটিংস টা ডিফল্ট করুন।
তারপর নিচের Active default in all app option টায় ক্লিক করুন।

সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ
Name: airTel free
proxy:141.0.11.253
port:80
apn:internet
home page:trickbd.com

তারপর নিচ থেকে আপনার চাহিদা অনুযায়ী ওপেরা মিনি ডাওনলোড করুন।

Get all opera for airTel free net

NB:Big file download হয়ার কথা।যদি না হয় তবে ওপেরা দিয়ে যেকোন প্রক্সি সাইট ex:http://zacebook.org তে গিয়ে যে সাইট থেকে ডাওনলোড করবেন সে সাইট এ যান।।অন্য প্রক্সি সাইট ও ব্যবহার করতে পারেন।

এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টা ডাওনলোড করুন।
Opera handler.apk

তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন
Front query:
0.facebook.com/["/" দিতে ভুলবেন না]

অথবা এন্ড্রয়েড এবং সিম্বিয়ান ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে যেকোন হ্যান্ডেলার এ Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন।
Proxy type: real host
proxy server:0.facebook.com

আর কি ফ্রী চালান এয়ারটেল দিয়ে।খুব শীঘ্রই Uc সহ বাকী সব সফট আসছে।তাই ট্রিকবিডি এর সাথেই থাকুন। ;)
Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে।সেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন।
Read more ...

UC Browser দিয়ে Android মোবাইলে আনলিমিটেড ফ্রী ডাউনলোড করুন

আসসালা মুয়ালাইকুম।
Android UC টা নিচের থেকে ডাউনলোড করুন।
তারপর gpmms সেটিং একটিভ করুন।
যাদের তৈরি করা নেই তারা এভাবে তৈরি করুন =>>
name : gpfree
apn : gpmms
proxy : 10.128.1.2
port : 80.

তারপর ইউছি ওপেন করুন। অপসান বাটনে চাপুন । ystem menu > setting useproxy
তে টিক চিনহ দিতেহবে। proxy host ip = 10.128.1.2 proxy port = 8080 তারপর
ব্যাক করুন। এবার ফ্রন্ট কুয়ারিতে দেন 10.102.61.249.8002 @ [ ভালোভাবে লক্ষ করে দেখুন @ এর আগে স্পেস আছে ] স্পেস দিতে ভুল করবেন না।











 ইন্সটল করে বাঁশ দেয়া শুরু করে দিন জিপিকে। ইউছি দিয়ে কোন সিমা নাই ডাউনলোড এর জন্য।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অথবা (সমস্যা থাকলে)

এখানে ক্লিক করুন

Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম