Page

My Blog List

Monday, November 11, 2013

আপনার ব্লগ লোড হতে অনেক সময় লাগে ? Lazy Load সফটওয়্যার টি ব্যাবহার করুন আপনার ব্লগে। বারিয়ে নিন আপনার ব্লগের ব্রাউজিং স্পীড।

আজকে আমি ওয়ার্ডপ্রেস এর একটা সমস্যা নিয়ে ও তার সমাধান নিয়ে কথা বলব। আমরা যারা ওয়ার্দপ্রেসে ব্লগ চালাই তখন অনেক বড় বা ছোট ছবির অভাব থাকে না আর যার কারণে আমাদের ব্লগ অনেক স্লো বা ধীরো গতির হয়ে পাড়ে। এমন কি আমার নিজের ব্লগেও আমি এইটা ব্যবহার করি।
 download (2)
এর প্লাগিন এর নাম হল Lazy Load
এইটা কিভাবে কাজ করে
এই প্লাগিনটা  jQuery.sonar দিয়ে প্রস্তুত এবং এটি সেটাপের পর ব্লগে বা পোস্ট যেই ছবিটি ভিজিবল হবে সেটা তখনই যেখা যাবে অর্থাৎ আমরা যখন পোস্ট পোস্ট ওপেন করব তখন মাউস দিয়ে স্ক্লোল করলে নিচে আসলে যেই যেই ছবি গুলা দেখা যাবে সেই সেই গুলা দৃশ্যমান হবে নয়ত হবে না যার কারণে আমাদের ব্লগের স্পিড অনেক গুনে বেরে যাবে।
এইটা কিভাবে সেটাপ করবেন
প্রথমে এইখান থেকে প্লাগিনটি ডাউনলোড করে নিন তারপর এইটিকে আপনার CPanel এ গিয়ে প্লাগিন ডাইরেক্টরে আপলোড করে দিন এবং ওয়ার্ডপ্রেসের প্লাগিন অপশনে এসে এটিকে একটিভ করে দিন।
নয়ত আপনার ওয়ার্ডপ্রেসে লগইন করুন তারপর plugins থেকে Add New তারপর সেখান থেকে Upload এ ক্লিক করে সেখানে আপলোড করে দিন এবং একটিভ করে দিন।  কাজ শেষ

এটির এডভান্স ভার্সনও আপনি ব্যবহার করতে পারেন
LL-Preview
তবে এটি ব্যবহার করতে হলে আপনাকে ক্রয় করে নিতে হবে নয়ত পারবেন না। ডাউনলোড করুন
Thanks For reading this Post

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম