Page

My Blog List

Saturday, August 3, 2013

যেকোনো মোবাইলে ফ্রী SMS পাঠান আপনার Gmail একাউন্ট থেকে

সবাই আশা করি ভালই আছেন। আজকে যেই বিষয়ে লিখব অর্থাৎ জিমেইল আইডি দিয়ে যেকোনো মোবাইল নাম্বারে কিভাবে ফ্রী এসএমএস পাঠানো যায় সেটা হয়ত অনেকেই আগে থেকে জেনে থাকবেন। যারা জানেন না এটা শুধু তাদের জন্য। তাহলে দেখে নিন কিভাবে আপনার জিমেইল আইডি দিয়েই পৃথিবীর যেকোনো মোবাইল নাম্বারে ফ্রী মেসেজ পাঠাতে পারবেন। তবে এটা Limited.
  • প্রথমে আপনি আপনার জিমেইল আইডিতে  করুন। তারপর বামপাশে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এবং আপনার নাম্বারটি লিখুন যে নাম্বারে ম্যাসেজ পাঠাতে চান।

  • নাম্বারটি লেখার পর সেন্ড ম্যাসেজ এ ক্লিক করুন।

  • তারপর যে পপআপ বক্স আসবে সেখানে ''কন্টাক্ট নেম'' এ আপনি কি নামে সেভ করতে চান সেই নাম দিন। আমি আমার নাম্বার দিলাম। সব ঠিকঠাক করে তারপর "সেভ" এ ক্লিক করুন।

  • সেভ করার পর ডানপাশে দেখবেন একটা চ্যাট বক্স এসেছে। তারপর আপনি চ্যাট বক্স এ যা খুশি তা লিখে পাঠিয়ে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে। যেই নাম্বারে পাঠিয়েছেন সেই নাম্বার চেক করে দেখুন আপনার ম্যাসেজ টি সফলভাবে পৌঁছে গিয়েছে।
  • No comments :

    Post a Comment

    এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম