Page

My Blog List

Saturday, September 14, 2013

আসুন কিছু বিশ্ব শেরা ব্লগার সম্পর্কে জানি

সারা বিশ্বে ব্লগিং খুব জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি ব্লগারদের বিশেষ সুনাম তো রয়েছেই। বর্তমান সময়ে অনলাইনে আয়ের অন্যতম উত্স হিসেবে ব্লগার.. পেশা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমরা অনেকেই ব্লগারদের এসব বিষয়ে অবগত নেই।

আমি আজ ৫ জন বিশ্বসেরা ব্লগারদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করব। এতে আপনারা তাদের পরিচিতি সহ অন্যান্য তথ্য জানতে পারবেন।
চলুন শুরু করা জাক........................

1. Mashable.com


ব্লগের মালিক : Pete Cashmore
আনুমানিক মাসিক ভিজিটর : 42,000,000
Alexa Rank : 271
Link এর সংখ্যা : 102,359
আয় : $ 10,00,000 (মাসিক)

2. Techcrunch.com


ব্লগের মালিক : Michel Arrington
আনুমানিক মাসিক ভিজিটর : 32,000,000
Alexa Rank : 409
Link এর সংখ্যা : 95,003
আয় : $ 9,00,000 (মাসিক)

3. Tutsplus.com


ব্লগের মালিক : Collis Taeed
আনুমানিক মাসিক ভিজিটর : 22,000,000
Alexa Rank : 670
Link এর সংখ্যা : 23,160
আয় : $ 5,00,000 (মাসিক)

4. Perezhilton.com


ব্লগের মালিক : Mario Lavandeira
আনুমানিক মাসিক ভিজিটর : 1,000,000
Alexa Rank : 1,302
Link এর সংখ্যা : 17,651
আয় : $ 4,00,000 (মাসিক)

5. Gothamist.com


ব্লগের মালিক : Jake Dobkin
আনুমানিক মাসিক ভিজিটর : 900,000
Alexa Rank : 11,5878
Link এর সংখ্যা : 13,435
আয় : $ 2,00,000 (মাসিক)
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, Modern technology এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
Modern technology
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম