Page

My Blog List

  • F- Key Tool (Free Download) - F-Key Tool is a third-party tool for unlocking Xiaomi FRP lock using sideload mode. The tool supports almost every Xiaomi device and the latest security ...
    3 weeks ago

Monday, November 11, 2013

আপনার ব্লগে যেভাবে YouTube এর ভিডিও প্রদর্শন করাবেন

আমি মনে করি এটা প্রতিটি ব্লগার ব্যবহার কারির কাছে খুব গুরুত্ব পূর্ণ একটি বিষয় । আশাকরি আমার এই টিপস থেকে আপনাদের উপকার হবে । তাহলে দেখে নিন কিভাবে কাজ করবেন ।








>> নিয়ম নাম্বার ১  ঃ 


প্রথমে আপনি এখানে ক্লিক করুন তারপর আপনি যে ভিডিও আপনার ব্লগে পোস্ট করেতে চান তার লিঙ্ক সেখানে কপি করে বসান । নীচের চিত্রে দেখুন ।


এবার যে কোড গুলি পাবেন সেগুলকে পোস্ট করার সময় HTML হিসেবে পোস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 



>> নিয়ম নাম্বার ২  ঃ 

প্রথমে এখানে ক্লিক করুন তারপর যে পেজ আসবে এখানে Get Embed code এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।



এবার যে পেজ আসবে সেখানে আপনি যে ভিডিও যেমন ইউটিউব ইত্যাদি Url কপি করে পেস্ট করুন নীচের চিত্রে দেখুন ।





এবার উপরের চিত্রের ডান পাসের এরও তে ক্লিক করুন । তাহলে নীচের মতো ভিডিও সহ Copy Embed Code অপশন পাবেন সেখানে ক্লিক করে সেই কোড প্রথম নিয়ম অনুযায়ী HTML হিসবে কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন ।





==> আশাকরি বুজতে কোন সমস্যা হল না কোন সমস্যা হলে আমাকে জানবেন আমি হেল্প করবো । এই পোস্ট  আপনাদের ভাল লাগলে একটি কমেন্ট করে
এই ধরনের আর সুন্দর সুন্দর পোস্ট পেতে এখানে ক্লিক করুন।
জানাবনে । ভাল থকাবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফহে ।
Read more ...

আপনার এন্ডয়েড মোবাইল এর পাসওয়ার্ড ভুলে গেছেন ? পাসওয়ার্ড খুলুন খুব সহজে

এন্ডয়েডের প্যাটার্ণ লক ভূলে গেছেন বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড আপনার মনে পড়ছে না?
প্যটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে? আজ ২টি সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য।

সমাধান-১ :

এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। ৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern? এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ। সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে। তাই ২য় সমাধান আপনাদের জন্য শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।

সমাধান-২:

ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না। এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,
1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।
2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে
রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
  • ১. Volume Down + Volume Up + Power button.
  • ২. Volume Down + Power button.
  • ৩. Volume Up + Power button.
  • ৪. Volume Up + Home + Power button.
  • ৫. Volume Up + Camera button.
  • ৬. Home + Camera button.
  • ৭. Home + Power button
আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:
  • কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন
  • “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ,
  • এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।
  • এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
  • সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/ হোম বাটন কাজ করতে পারে।
সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।
আশা করছি এই অনুসরণের মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলতে পারবেন।

 আরো বিস্তারিত ও সুন্দর ভাবে জান্তে এখানে ক্লিক করুন
Read more ...

ব্লগ বা ওয়েব সাইটের ভিজিটর বাড়িয়ে নিন অসাধারণ কিছু উপায়ে

যারা ব্লগিং করে বা যাদের নিজস্ব ওয়েব সাইট আছে তাদের প্রথম চিন্তাই হল কিভাবে নিজের সাইটে বেশি-বেশি ভিজিটর বৃদ্ধি করা যায়৷ কারণ একটা ব্লগে ভিজিটরই প্রাধান। তো, আপনাদের এই চিন্তার সমাধানটা আমি দিয়ে দিচ্ছি। ভিজিটর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে। এইসবের মধ্যে আমি খুঁজে বের করেছি কিছু সহজ ও সঠিক উপায়। টিপস্‌ গুলি অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারলে অবশ্যই আপনি পাবেন অসংখ্য ভিজিটর। ব্লগিং করার ক্ষেএেও এসব আপনার কাজে লাগবে।
 নিচে আমি আপনাদের সাথে টিপস্‌গুলো শেয়ার করলাম যা, মনোযোগ সহকারে পড়ুন ও সেইভাবে কাজ করুন।
১. আপনার সাইটটি তৈরী করার পর তা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করুন যেমন: (Goolge, Yahoo, Bing) ইত্যাদি।এতে করে সার্চ ক্রল বার আপনার পোস্টগুলিকে সহজেই খুজে পাবে৷
২. আপনার ব্লগে নিয়মিত ইউনিক আর্টিকেল লিখুন এবং তা সাইটে সবার মাঝে ফ্রীতে শেয়ার করুন। মনে রাখবেন টিউটোরিয়াল/পোস্টগুলো যেন মানসম্মত ও বড় আকারের হয়, আজে-বাজে এবং ভুল কোন তথ্য দেবেন না।
৩. বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনার ব্লগ ও ব্লগের পোস্টগুলি লিংক আকারে শেয়ার করুন। এতে করে ঐসব ওয়েবসাইটের কিছু ট্রাফিক লিংকে ক্লিক করার মাধ্যমে আপনার ব্লগে চলে আসবে।
৪. সোশ্যাল বুকমার্কিং সাইটে আপনার পোস্টগুলি সাবমিট করুন। এটির মাধ্যমেও বেশ-সংখ্যক ভিজিটর পাবেন।
৫. বিভিন্ন ফোরামে অংশগ্রহন করুন এবং সিগনেচারে আপনি আপনার ব্লগের ব্যাকলিংকটি দিয়ে আসুন।
৬. আপনার ব্লগের সঙ্গে রিলেটেড সাইট গুলিতে কমেন্ট করুন এবং কমেন্টে ওয়েবসাইটের জায়গাতে আপনার ব্লগের ঠিকানাটি দিয়ে দিন। তবে, অবশ্যই মনে রাখবেন সাইটগুলো যেন ভালো মানের হয়।না হলে আপনার ব্লগের মান ভাল না হয়ে আস্তে-আস্তে নিন্ম মানের হয়ে যাবে। যা আপনি অবশ্যই চান না।
৭. সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর পাওয়ার জন্য যেসব কি এর গুরুত্ব ও সার্চ বেশি সেসব কই ওয়ার্ড ব্যবহার করে পোস্ট লিখুন। আর কই ওয়ার্ড নির্বাচন করার জন্য গুগলের ব্যবহার করতে পারেন গুগল আ্যডওয়ার্ড টুলসটি।
৮. আপনার ব্লগের আরএসএস ফিড যুক্ত করুন। এটিও আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধিতে সহায়তা করবে।
৯. বিভিন্ন কমিউনিটি ব্লগে গিয়ে গেস্ট ব্লগিং করুন। পাশাপাশি আপনার সাইটে গেস্ট ব্লগিংয়ের সুযোগ রাখুন।
১০. ইয়াহু আ্যনসার সাইটে অংশগ্রহনের মাধ্যমেও আপনার সাইটে ভিজিটর বৃদ্ধি করতে পারেন। এটি একটি ভিজিটর বৃদ্ধির অন্যতম উপায়।
১১. আপনার সাইটটি জন্য বেশি করে এসইও করুন। কিন্তু মনে রাখবেন ভুলেও যেন ব্ল্যাক এসইও করবেন না।
১২. আপনার ওয়েবসাইট এর জন্য ফেসবুকে ফ্যান পেজ খুলুন এবং যেসব পোষ্ট নতুন আপনার ব্লগে পাবলিশ হচ্ছে তা আপনার ফেসবুক ফ্যান পেজে দিন।
১৩. যথাসম্ভব আপনার ব্লগসাইটটা সিএমএস এ করার চেষ্টা করুন। যেমনঃ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় CMS হচ্ছে জুমলা ও ওয়ার্ডপ্রেস।
উপরোক্ত টিপস গুলো অনুসারে ভালভাবে কাজ করতে পারলে আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধি সহ সাইটের এসইও এর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে বাধ্য৷

এ সম্পর্কে আরো বিভিন্ন তথ্য পেতে মডার্ন টেকনোলজি এর ওয়েব স্কুল লেবেলটি পড়তে পারেন। এখানে ক্লিক করে ওয়াব স্কুল এর সকল তথ্য পেতে পারেন।
আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ।
Read more ...

আপনার ব্লগ লোড হতে অনেক সময় লাগে ? Lazy Load সফটওয়্যার টি ব্যাবহার করুন আপনার ব্লগে। বারিয়ে নিন আপনার ব্লগের ব্রাউজিং স্পীড।

আজকে আমি ওয়ার্ডপ্রেস এর একটা সমস্যা নিয়ে ও তার সমাধান নিয়ে কথা বলব। আমরা যারা ওয়ার্দপ্রেসে ব্লগ চালাই তখন অনেক বড় বা ছোট ছবির অভাব থাকে না আর যার কারণে আমাদের ব্লগ অনেক স্লো বা ধীরো গতির হয়ে পাড়ে। এমন কি আমার নিজের ব্লগেও আমি এইটা ব্যবহার করি।
 download (2)
এর প্লাগিন এর নাম হল Lazy Load
এইটা কিভাবে কাজ করে
এই প্লাগিনটা  jQuery.sonar দিয়ে প্রস্তুত এবং এটি সেটাপের পর ব্লগে বা পোস্ট যেই ছবিটি ভিজিবল হবে সেটা তখনই যেখা যাবে অর্থাৎ আমরা যখন পোস্ট পোস্ট ওপেন করব তখন মাউস দিয়ে স্ক্লোল করলে নিচে আসলে যেই যেই ছবি গুলা দেখা যাবে সেই সেই গুলা দৃশ্যমান হবে নয়ত হবে না যার কারণে আমাদের ব্লগের স্পিড অনেক গুনে বেরে যাবে।
এইটা কিভাবে সেটাপ করবেন
প্রথমে এইখান থেকে প্লাগিনটি ডাউনলোড করে নিন তারপর এইটিকে আপনার CPanel এ গিয়ে প্লাগিন ডাইরেক্টরে আপলোড করে দিন এবং ওয়ার্ডপ্রেসের প্লাগিন অপশনে এসে এটিকে একটিভ করে দিন।
নয়ত আপনার ওয়ার্ডপ্রেসে লগইন করুন তারপর plugins থেকে Add New তারপর সেখান থেকে Upload এ ক্লিক করে সেখানে আপলোড করে দিন এবং একটিভ করে দিন।  কাজ শেষ

এটির এডভান্স ভার্সনও আপনি ব্যবহার করতে পারেন
LL-Preview
তবে এটি ব্যবহার করতে হলে আপনাকে ক্রয় করে নিতে হবে নয়ত পারবেন না। ডাউনলোড করুন
Thanks For reading this Post
Read more ...

এন্ড্রয়েড ডিভাইস টি হারিয়েছে ? খুজে বের করুন একটি সফটওয়্যার এর মাধ্যমে

মাত্র কয়েকদিন আগে গুগল অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের নতুন ডিভাইস ট্র্যাকিং সিস্টেম এর। আপনারা অনেকে এই ব্যাপারে আগেই জেনেছেন। মুলত এই সিস্টেম এর মাদ্ধমে আপনি আপনার হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ডিভাইস টি অতি সহজে খুজে পাবেন এবং ডিভাইস টি কোথায় আছে তা অনলাইন এ রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন। এছারাও ডিভাইস এ থাকা সকল ডাটা মুছে দেয়া, ডিভাইস লক করা ও এলার্ম বাজাতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ডিভাইস এ । এক কথায় আপনার হারিয়ে যাওয়া ডিভাইস টি ফিরে পাবেনই এই গুগল এর নতুন সিস্টেম এর মাদ্ধমে। যদিও প্লে স্টোর এ এখন ও অ্যাপ টি আসেনি তবে অ্যাপ টি লিক হয়ে গেছে। তাই চলুন এখনই ডাউনলোড করে নেই অ্যাপ টি।
অ্যাপ টির স্ক্রিনশট
Screenshot_2013-08-03-12-47-26 Screenshot_2013-08-03-12-47-19
android device manager
চলুন কিভাবে এটি কাজ করে তার ভিডিও প্রিভিউ দেখে নেই
তো চলুন ডাউনলোড করে নেই—
Download
Read more ...

Sunday, November 3, 2013

জেনেনিন আপনার সাইটের লোডিং টাইম

আপনার ব্লগ ‍/ সাইটটি দেখছেন দ্রুত লোড হচ্ছে, কিন্তু অন্যের বেলায় তা নাও হতে পারে। কারন আপনি যেহেতু সাইটটি তুলনামূলকভাবে বেশী ব্যবহার করেন সেহেতু আপনার সাইটটি আপনার ব্রাউজারে তাড়াতাড়ি লোড হবে এটাই স্বাভাবিক। কারন ব্রাউজার গুলো আপনার সাইটের ফাইলগুলো প্রথম ভিজিটেই ক্যাশ করে রাখে। যত সমস্যা সব ফার্স্ট টাইম ভিজিটরদের তাই না? আপনি সারাক্ষণ ফেসবুক চালান, আর তাই আপনার কাছে মনে হয় ফেসবুক অনেক ফাস্ট। কিন্তু আসলে তা ঠিক ধারণা না।
আপনার সার্ভার, নেটওয়ার্ক আপটাইম ও পারফরমেন্স চেক করতে সাহায্য করবে। আপনার ইমেজ ফাইল গুলো, জাভা স্ক্রিপ্ট ও অন্যন্য সকল ফাইল কত সময় নিয়েছে কানেক্ট ও লোড হতে, কত সাইজ সেগুলোর সবই জানতে পারবেন এই টুলটির মাধ্যমে। আপনার ব্লগ বা সাইটটির পুরো পেজটি লোড হতে কত সময় নিয়েছে, তার সাইজ কত ইত্যাদি অনেক তথ্য প্রদানের সুবিধা থাকছে এতে। আপনার সাইটের ডিএনএস হেল‍্থ ও চেক করতে পারবেন। তাছাড়াআপনার স্ক্যান রিপোর্ট যে কাউকে মেইল করা ও সংরক্ষণ করার সুবিধা দিচ্ছে এই ওয়েব সাইটটি। সাইটটির এড্রেস হলো http://tools.pingdom.com/
কষ্ট করে ব্লগ বা সাইট বানালেন, কিন্তু ভিজিটররা আপনার ব্লগ বা সাইটটি লোড হতে দিয়ে ঘুমাবে। আর ঘুম থেকে উঠে দেখবে যে আপনার সাইটটি লোড হয়েছে। এরকম ভিজিটর আদৌ পাবেন কিনা সন্দেহ থেকে যায়। ভিজিটরের এত সময় নেই যে আপনার সাইট লোড হবার জন্য অনেক্ষণ অপেক্ষা করবে।
আপনার ব্লগকে আরো সুন্দর করতে এখানে দেখতে পারেন বা এখানে ক্লিক করুন
Read more ...

Free robi internet



আসসালামু আলাইকুম। কেমন আছেন? বেসিরভাগ মানুষই এখন ফ্রী তে ইন্টারনেট চালায় তবে রবি সিম দিয়ে। আপনি কখনো ফ্রী ইন্টারনেট চালিয়েছেন কি?
এই প্রথম বাংলাদেশ রবি সিম দিয়ে ফ্রী ইন্টারনেট চালানু যাচ্ছে এবং খুব সহজ পদ্ধতিতে। কোন প্রকার ডিসকানেক্ট সমস্যা ছাড়া। তাই আপনার যদি একটি রবি সিম থাকে তাহলে আপনিও পারবেন এই ফ্রী ইন্টারনেট উপভুগ করতে।
ফ্রীতে রবি ইন্টারনেট ব্যাবহার করতে ও বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন। এবং ফ্রী রবি ইন্টারনেট ব্যাবহার করুন।

আর নতুন নতুন টিকস গুলো দেখতে Free Internet এ ক্লিক করুন।
পোস্ট টি পরার জন্য ধন্যবাদ।

Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম