Page

My Blog List

Tuesday, April 29, 2014

আপনার ল্যাপটপকেই বানিয়ে ফেলুন ভার্চুয়াল রাউটার !

আপনি চাইলে আপনার ল্যাপটপ কেই ভার্চুয়াল রাউটার বানিয়ে ফেলতে পারেন আর সবাইকে দিতে পারেন ইন্টারনেট ইউজের সুযোগ WIFI এর মাধ্যমে। আপনি যদি আপনার ডেস্কটপ পিসিকে ভার্চুয়াল রাউটার বানাতে চান তাহলে তা করার জন্য Wireless Device লাগবে । যদি পিসি তে একটা Wifi Device লাগিয়ে নিন, তাহলেই কেল্লা ফতে। আর আজকাল তো সব লেপটপ গুলোতেই Wifi থাকে। শুধু দরকার একটা সফটওয়্যার । :P
সাইজ মাত্র ৯ এমবি , এটা এক্সপি, সেভেন এবং Win 8 এ করে , এটা ফ্রী লাইসেন্স তাই রেজিঃ করার কোন জামেলা নেই ।
প্রথমে এখানে থেকে ডাউনলোড করুন ।
D O W N L O A D L I N K
নরমাল ভাবেই ইন্সটল করুন । ইন্সটল করা শেষ হলে,নিচের ছবির মতো পেজ ওপেন হবে , তারপর

Network name: আপনার সুবিধামত WiFi এর নাম দিন, যা মনে চায়
Password: যা মনে চায় (তবে আট ডিজিটের হতে হবে)
shared Connection: কিছু করার  দরকার নেই ।
যদি কোন সময় কাজ না করে , অথবা ইরর আসে ,তাইলে একবার shared Connection পাসে থাকা রিফ্রেশ বাটন টা ক্লিক করে, রিফ্রেশ করে নিবেন :) ,তাইলেই কাজ করবে ।
এখন Start Virtual Router Plus লেখাটার উপরে ক্লিক করুন আর উপভোগ করুন ওয়াই-ফাই ইন্টারনেট ।
তাহলে আজ আর নয় ,সবাই ভালো থাকুন ,আল্লাহ হাফেয ।

Read more ...

এবার আপনার ডেস্কটপেই আসবে আপনার ফেসবুকের সব নোটিফিকেশন

আমরা সবাই জানি যে, ফেসবুক বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন যোগাযোগ কমিউনিটি ওয়েবসাইট। কিন্তু এখানে তো আর সবসময় থাকা হয়ে ওঠে না অনেকেরই তাদের কাজের জন্য। যাই হোক, আপনার অনেক সময় নোটিফিকেশন চেক করার জন্য ফেসবুকে প্রবেশ করতে বা ব্রাউজারে বার বার ডু মার হয় – মাঝে-মাঝেই যা সত্যিই একটা বিরক্তকর ব্যাপার। তাই আজ গুগল ক্রোম ব্যবহারকারীর জন্য নিয়ে এলাম এমন একটি এক্সটেনশন যেটির দ্বারা আপনি একবার ব্রাউজার দিয়ে ফেসবুকে লগইন করে থাকলেই চলবে। এরপর Fruumo Notifier প্লাগইন আপনার ক্রোমে ইনস্টল করার পর থেকে আপনার ফেসবুকের সব নোটিফিকেশন পাবেন আপনার পিসির ডেস্কটপে।
http://www.a2zsof.blogspot.com
এছাড়াও রয়েছে এই এক্সটেনশনটির আরো অনেক অনেক ফিচার যা, আপনি ইনস্টল করার পরেই পাবেন। বিস্তারিত পাবেন এখানে
Download This Extension From Chrome Web Store
তাহলে এবার এটি তাড়াতারি ইনস্টল করে নিন আপনার গুগল ক্রোম ব্রাউজারে আর উপভোগ করুন এর মজা। আজ আর কিছু বলবো না, সবাই ভাল থাকবেন এই প্রত্যাশাই করি।
এছাড়া আমি নিজে একটা বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট খুলেছি মন চাইলে ভিজিট করে আসতে পারেন। আশা করি ভাল লাগবে! কোন সমস্যা বা ভুল ত্রুটি অবশ্যই জানাবেন সাইটটি নতুন তাই আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। টিটির সকল এডমিন, মডারেটর ও সকল সদস্যকে আমার পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। সাইট লিংক Click Here
Read more ...

Qubee কি এই মাসেও আনলিমিটেড দিচ্ছে ??

গত মাসে কিউবি পোস্টপেইডে আনলিমিটেড ইউজেস অফার দিয়েছিল আপনারা সবাই জানেন। এই মাসে আবার আছে ডাবল স্পীড অফার। কিন্তু খোদার কি রহমত, কোন এক বিচিত্র কারনে আমি এই মাসেও আনলিমিটেড চালাচ্ছি সাথে ডাবল স্পীডতো আছেই !
মানে আমার 512 sky প্যাকেজে 30 GB Fair Usages Limit। কিন্তু এইমাসে আমি আজকে পর্যন্ত 40.291 জিবি ইউজ করেছি স্পীড 1 Mbps. FUP ক্রস করার কারনে তো এত দিনে স্পীড 128 হয়ে যাওয়ার কথা।
Usages Screen Shot:

Speed Test:

যেসব ভাইয়েরা কিউবি পোষ্টপেইড চালান তারা সবাই কি এই মাসেও আনলিমিটেড পাচ্ছেন ? কমেন্টে জানালে টেনশন মুক্ত হতাম। জালিম কিউবি কোম্পানি মনে হয় সামনে আমারে বড়সড় বাঁশ দেওনের ধান্দায় আছে
Read more ...

Thursday, April 24, 2014

একই সাথে চার্জ হবে ৪০ টি মোবাইল তাও আবার তারহীন উপায়ে

দক্ষিণ কোরিয়ার এক দল উদ্ভাবক  এমন একটি যন্ত্র উদ্ভাবিত করেছে যার মাধ্যমে একই সঙ্গে ৪০টি মোবাইল ফোন চার্জ দেয়া যাবে তাও আবার তারহীন উপায়ে। এই যন্ত্রটি স্বয়ংক্রিয় ভাবে ৪০টি মোবাইল ফোন চার্জ করতে পারে কোন প্রকার তার ছাড়া।
A2Z Software
তবে কি তারযুক্ত চার্জার এর চার্জিং এর দিন কি শেষ? তারহীন চার্জিং ব্যবস্থা কতটুকু নিরাপদ? এমন প্রশ্ন সকলেরই মনে উকি দিচ্ছে কিন্তু তারহীন চার্জিং পদ্ধতি সম্পুর্নই নিরাপদ এমনই দাবী করছে দক্ষিণ কোরিয়ার গবেষকরা। তবে দক্ষিণ কোরিয়ার গবেষকেদের এই চার্জিং ব্যবস্থার উদ্ভাবন যে খুব দ্রুতই ইলেকট্রনিক সামগ্রী চার্জ দেয়ার ক্ষেত্রে তারযুক্ত চার্জার ব্যবহারের দিন শেষ করে দিবে বলে মনে হচ্ছে না। এ ক্ষেত্রে আমার মতে আরও অনেক সময় লাগবে। গবেষকদের বরাতে বুধবার ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে আরও জানান হয়েছে তারা পরীক্ষামূলকভাবে তারহীন চার্জিং ব্যবস্থা উদ্ভাবন করার দাবি করেছেন এবং তারা এর সফল পরীক্ষামূলক ব্যবাহারও করেছে!
http://media.gadgetsin.com/2013/01/qimini_ultra_portable_wireless_charger_3.jpg
তারহীন এই চার্জিং ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’-ডিসিআরএস। ডিসিআরএস প্রযুক্তি পাঁচ মিটার দূরত্বের মধ্যে মুঠোফোনসহ যেকোনো ইলেকট্রনিক যন্ত্র তারের সংযোগ ছাড়াই চার্জ দিতে পারে। এটি এতই শক্তিশালী যে, তা টেলিভিশনের কিংবা কম্পিউটারের শক্তির উৎস হিসেবেও কাজ করতে পারে। কেএআইএসটি এর গবেষকেরা বলছেন, ক্যাফে, অফিস বা বাসায় ডিসিআরএস প্রযুক্তি ব্যবহার করা যাবে। প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

‘ডিপোল কয়েল রিজোনেন্ট সিস্টেম’-ডিসিআরএস এর ভাল খারাপ কয়েকটি দিকঃ

  • ভাল দিকঃ বিদ্যুত খরচ কম হবে!
  • খারাপ দিকঃ অনেক ব্যয়বহুল!
  • ভাল দিকঃ ক্যাফে, অফিস বা বাসায় ব্যবহার উপযোগী!
  • খারাপ দিকঃ কিন্তু বিদ্যুৎ চুরি হওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে!
  • ভাল দিকঃ প্রচন্ড শক্তিশালী! তা টেলিভিশনের শক্তির উৎস হিসাবেও ব্যবহার করা সম্ভব!
  • খারাপ দিকঃ নিরাপত্তার ব্যাপারটা নিয়ে এখনও রয়েছে কিছু প্রস্ন!
  • ভাল দিকঃ রেঞ্জ অনেক বেশী!
  • খারাপ দিকঃ আঁকারে বড়!
The experimental Dipole Coil Resonant System can charge 40 smart phones simultaneously, even if the power source is 5 meters away.</p> <p> IMAGE: A prototype of the Dipole Coil Resonant System, developed by a KAIST research team, turns a LED television on at a 5-meter distance.<br /> Click here for more information.</p> <p>Daejeon, Republic of Korea, April 17, 2014 – The way electronic devices receive their power has changed tremendously over the past few decades, from wired to non-wired. Users today enjoy all kinds of wireless electronic gadgets including cell phones, mobile displays, tablet PCs, and even batteries. The Internet has also shifted from wired to wireless. Now, researchers and engineers are trying to remove the last remaining wires altogether by developing wireless power transfer technology.</p> <p>Chun T. Rim, a professor of Nuclear & Quantum Engineering at KAIST, and his team showcased, on
তবে আমি যদি কখনও এই চার্জার কিনি তবে কিপটামি করমু না সবাইরে ফ্রি ফ্রি মোবাইল চার্জ করতে দিমু! সেই পর্যন্ত কস্ট করে বেঁচে থাকুন এবং নিজের মোবাইল নিজের বাসার বিদ্যুৎ খরচ করেই চার্জ করুন! ধন্যবাদ কস্ট করে পড়ার জন্য আশা করি আবার দেখা হবে খুব দ্রুত!
Read more ...

Friday, April 18, 2014

আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ও ট্যাব এর কিছু নিরাপদ ব্যাবহার বিধি যেনে রাখুন।

কেমন আছেন সবাই। আশা করছি ভাল। আপনার পছন্দের স্মার্ট ফোনটির সুরক্ষা নিয়ে কিছু কথা বলব আজ।
আপনার দামি অ্যান্ড্রয়েড ফোন ট্যাবের ওপর এখন চোখ রাখছে দুর্বৃত্তরা। কীভাবে দুর্বৃত্তদের হাত থেকে সুরক্ষিত রাখবেন আপনার প্রিয় মোবাইল ফোনটি?
প্রযুক্তি গবেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েড এখন অন্যতম জনপ্রিয় মোবাইল প্ল্যাটফর্ম। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার একটি মূল কারণ হচ্ছে সহজ  কাস্টমাইজেশানের নানারকম অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। কিন্তু অ্যান্ড্রয়েডে অনেক সমস্যার একটি হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন। অনেক সময় গুগলের প্লে স্টোরের বাইরে থেকেও অ্যাপ ডাউনলোড করা হয় যা অ্যান্ড্রয়েডকে ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকির মুখে ফেলে দেয়।
ইন্টারনেট সুরক্ষা পণ্য নির্মাতা ইসেটের গবেষকেদের মতে, স্মার্টফোন ট্যাবলেটে মানুষের নির্ভরতা বেড়েই চলেছে। ধরনের যন্ত্রে আমরা ব্যক্তিগত তথ্য বেশি বেশি করে সংরক্ষণ করে রাখছি যা আমাদের ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি বাড়িয়ে তুলছে।


ব্যবহার করুন স্ক্রিন লক 
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে নিরাপত্তা হিসেবে স্ক্রিন লক করার সুবিধা রয়েছে। পিন, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন লক পদ্ধতির মাধ্যমে আপনার পণ্যটিকে লক করে রাখতে পারেন। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংসে গিয়ে লক সক্রিয় করা যায়। স্বয়ংক্রিয় বা নির্দিষ্ট সময় অন্তর লক করা বিষয়টিও সেট করা যায়
ডিভাইস এনক্রিপ্ট করুন
আপনার পণ্যের সব ডাটা এনক্রিপ্ট করার সুবিধা দেয় অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সেটিংস থেকে ডাটা এনক্রিপ্ট করা যায়। এতে মোবাইল বা ট্যাব প্রতিবার চালু করার সময় ডাটা বা তথ্যে ঢুকতে আলাদা করে পাসওয়ার্ড পিন দেওয়ার প্রয়োজন পড়ে। এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে এবং একবার বন্ধ করে তা আবার চালু করে তবে পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না। ডাটা এনক্রিপশন করলে ফোনের গতি কিছুটা কমে যেতে পারে
অফিসের কাজে নিজের পণ্য নয়
আপনার নিজের মোবাইল বা ট্যাব কী অফিসের কাজে ব্যবহার করেন। ইন্টারনেট নিরাপত্তা পণ্য নির্মাতা ইসেটের গবেষকেরা বলছেন, অফিসের কাজে নিজের পণ্য ব্যবহার করার সময় ঝুঁকি সম্পর্কে সচেতন না থাকার কারণে ৩০ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রেই ভাইরাস আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নিজের পণ্যটি অফিসের কাজে যখন ব্যবহার করা হবে তখন অফিসের তথ্যপ্রযুক্তি দল বা কর্মকর্তাদের কাছে পরামর্শ নিন এবং তাদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য আপনার ফোনে জমা রাখুন
সচল করুন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
যদি আপনার মোবাইল ফোনটি বেহাত হয়ে যায় তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ফিচারটির কল্যাণে আপনার পণ্যটিকে গুগল ম্যাপে ট্র্যাক করতে পারবেন। ছাড়াও মোবাইল ফোনটি চালু থাকলে পূর্ণ ভলিউমে টানা পাঁচ মিনিট কল দিতে পারবেন। এমনকি দূর থেকেই আপনার সব তথ্য মুছে দিতে পারবেন। আপনার মোবাইল ফোনে ডিভাইস ম্যানেজার চালু রয়েছে কিনা তা পরীক্ষা করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটি সেটিংসের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনি ডিভাইস ম্যানেজার চালু করতে পারেন। 
স্পর্শকাতর তথ্য এসডি কার্ডে নয়
এসডি কার্ডে আপনার মোবাইলের ব্যক্তিগত কিংবা আর্থিক তথ্য জমা রাখার বিষয়ে সতর্ক থাকুন। এসডি কার্ডের তথ্য সহজে মুছে ফেলা এবং হাতিয়ে নেওয়া সহজ বলে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে এসডি কার্ডে ভরসা না করাই ভালো। কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ যদি করতেই হয় তবে তা ইন্টারনাল মেমোরিতেই করুন
অ্যাপ ডাউনলোড যেখান সেখান থেকে নয়
অপিরিচিতি কোনো উত্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অ্যান্ড্রয়েডের জন্য গুগলের প্লে স্টোরের অ্যাপসই ডাউনলোড করুন। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, কেবল উত্স নিশ্চিত হয়ে এবং পরিচিত প্ল্যাটফর্ম থেকেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে আপনার অনুমতি চাওয়া হচ্ছে কিনা তা খেয়াল করুন এবং অনুমতি দেওয়ার আগে অ্যাপসটির উত্স সম্পর্কে নিশ্চিত হন
তালা লাগান অ্যাপসের জন্যও
আপনার স্মার্টফোন বা ট্যাবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অ্যাপস লক ব্যবহার করতে পারেন। গ্যালারি কিংবা মেসেজিংয়ের সুরক্ষা হিসেবে গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নিতে পারেন। ধরনের অ্যাপ ব্যবহার করলে আপনাকে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে যাতে কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন চালু করতে গেলে আগে পাসওয়ার্ড খুলে তারপর ঢুকতে হয়
অ্যান্ড্রয়েড ফোন রুট করবেন না
ফোন রুট করা হলে কাস্টম অ্যান্ড্রয়েড রমের পাশাপাশি ক্ষতিকর অ্যাপসও ইনস্টল হয়ে যেতে পারে। রুট অ্যাকসেস সুবিধার অ্যাপ পণ্যের ফাইল সিস্টেমকে অন্যান্য ক্ষতিকর অ্যাপসের জন্য উন্মুক্ত করে দিতে পারে। ছাড়াও ফোন রুট করার বিষয়টি ফোন ওয়্যারেন্টির লঙ্ঘন হতে পারে
ব্রাউজিং করুন ছদ্মবেশে
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ট্যাব থেকে ব্রাউজ করার সময় ছদ্মবেশে ব্রাউজ করুন। যদি ক্রোম দিয়ে ব্রাউজ করেন তবে অবশ্যই গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট হয়ে ব্রাউজ করবেন। আপনার পণ্যটি যদি একাধিকজন ব্যবহার করেন তবে ইনকগনিটো মোড বা পরিচয় গোপন রেখে ব্রাউজ করাটাই হবে বুদ্ধিমানের কাজ। ক্রোম ব্রাউজার আপনার সার্চ ব্রাউজিংয়ের ইতিহাস সংরক্ষণ করে এবং আপনার সাইন- থাকা অন্যান্য ডিভাইসেও তা সিনক্রোনাইজ করে
অ্যান্ড্রয়েড সফটওয়্যার হালনাগাদ রাখুন
গুগল সফটওয়্যার আপডেট উন্মুক্ত করে যার মধ্যে বেশ কিছু নিরাপত্তা প্যাচ দেওয়া থাকে। ডিভাইস সেটিংস থেকে সফটওয়্যার আপডেটের বিষয়টি দেখে নেওয়া যেতে পারে। সেটিংসের  অ্যাবাউট ডিভাইস মেনু থেকে সিস্টেম আপডেটের বিষয়টি দেখে নেওয়া যায়
পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।

যেকোনো সফটওয়্যার ডাউনলোড করুন A2Z Software থেকে
Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম