Page

My Blog List

Friday, November 24, 2017

ইন্টারনেট থেকে আয় করুন শুধু লিংক শেয়ার করে। লিংক শেয়ার করে আয় করার সবচেয়ে ভালো সাইট থেকে

 সুপ্রিয় মডার্ন টেকনোলজির বন্ধুরা আসাকরি ভালো আছেন। আমরা অনেকে জানি আবার অনেকে জানিনা ইন্টারনেটে হাজার কাজের ইনকামের সাইট আছে এর মধ্যে অনেক সাইট ই আছে প্রতারণা মূলক। আবার মনেক সাইট আছে যা ঝামেলার। আর আছে হাজার হাজার রকমের কাজ আর হাজার হাজার কাজের মধ্যে AdFly হল সহজ রাস্থায় ইনকাম করার একটি পদ্ধতি। এবং লিংক শেয়ার করে ইকাম এর সবচেয়ে ভালো সাইট।
যাকিনা শুধু মাত্র যেকোনো লিংক সেয়ার করেই আয় করা সম্ভব। তাহলে চলুন কিভাবে করা যায় দেখেনেই।
 
প্রথমে এখানে ক্লিক করুন এবং Join Now এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।










 রেজিস্ট্রেশন হলে আপনার মেইলে help নামে একটি ম্যাসেজ পাঠানু হবে। help মেইল টি ওপেন করন।
এবং মেইল টি পড়ে দেখুন এক অংশে লিখা আছে...............  If you are the creator of the adf.ly account, please copy-and-paste your activation key:
এর নিচের লাইনের কোড গুলু কপি করুন। আর একটু নিছে লিখা আছে  on to our confirmation webpage:
এই লাইনের নিছে একটি লিংক দেওয়া আছে । এই লিংকে প্রবেস করুন। এবং আপনার কপি করা কোড গুলু পেস্ট করুন। আপনাকে সাকসেস দেখালে আপনি AdyFly তে আপনার প্রোফাইল দেখতে পাবেন।

জেভাবে আয় করবেন
 আপনি মজার মজার সফটওয়্যার, গান, বা যেকোনো লিংক কালেকশন করুন। এবং আপনার AdFly প্রোফাইলে দেখুন Shrink নামে একটি বক্স আছে



এবার আপনার কালেকশন করা লিংকটি কপি করে Shrink বক্সে পেস্ট করুন এবং Shrink লেখার উপর ক্লিক করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। কি দেখছেন ? আপনার লাম্বা লিংকটি সট লিংকে পরিনত হয়েছে? হা আটাই মেইন পয়েন্ট ।  আপনি এই সট লিংক টা এবার বন্ধুদের কাছে সেয়ার করুন।  বেসি আয় করার জন্য আপনি আপনার যদি ব্লগ বা যে কোন সাইটে যখন আপনি কোন ডাউনলোড লিংক ব্যাবহার করবেন তখন Shrink দারা সর্ট লিংক ব্যাবহার করুন।


আয় পদ্ধতি 
আপনার দেয়া লিংক গুলুতে ক্লিক করেলে একটি পেজ আসবে এবং 6 সেকেন্ড অপেক্ষা করতে হবে।


অপেক্ষা করার পর Skip Ad> লিখা আসবে।
 
এবং Skip Ad> এ ক্লিক করলে আপনার দেয়া সফটওয়্যার বা গান (আপনি যে ফাইল দিয়েছেন) তা ডাউনলোড হবে। আর যখন কেউ ডাউনলোড করার জন্য আপনার দেয়া লিংক থেকে  Skip Ad>  এ ক্লিক করবে তখনি আপনার ইনকাম হবে। আপনার আকাউন্টে ডলার জমা হবে।
যত বেসি পচার করবেন তত বেসি ক্লিক পরবে, যত বেসি ক্লিক পরবে তত বেসি আয়। আপনি যদি ব্লগ লিখেন তাহলে ব্লগে নতুন নতুন পোস্ট লিখেন এবং ডাউনলোড লিংক হিসেবে আপনার সর্ট লিংক ব্যাবহার করুন। আপনার রেফারেল লিংক ব্যাবহার করেও আয় করতে পারেন। 
 

প্রেমেন্ট সিস্টেম
প্রেমেন্ট পদ্ধতি হিসেবে পেপ্যাল আর পাইজা (এলার্ট পে)  সাপোর্ট করে । 5 ডলার হলেই ওরা আপনার পেপ্যাল বা এলার্ট পে একাউন্টে টাকা পাঠিয়ে দিবেন। টাকা অটোমেটিক পাওয়ার জন্য আপনার Adf.ly একাউন্টের “withdraw”  লিংকে ক্লিক করে পেপ্যাল অথবা এলার্টপে একাউন্টের ইমেইল আইডি টি বসান। তাতেই প্রতি মাসের শেষের দিকে আপনার আয় করা টাকা চলে আসবে।
বিঃদ্রঃ কম্পিউটার দিয়ে চেষ্টা করবেন। ইমেইল হিসেবে জিমেইল আইডি ব্যবহার করবেন।
অনেক কস্ট করে লিখলাম। ভালো লাগ্লে বন্ধুদের সাথে সেয়ার করুন। আর বুজতে সমস্যা হলে নিছে কমেন্ট (মন্তব্য) এর ঘরে লিখুন।
মূল পোষ্ট মডার্ন টেকনোলজি সাইটে লিখা। দেখতে এখানে ক্লিক করুন
 
Read more ...

Monday, April 27, 2015

গ্রামীণফোনে ১মাস আনলিমিটেড ইন্টারনেট মাত্র ৫৭ টাকায় !

গ্রামীণফোনে মাত্র ৫৭ টাকায় কিনুন ১মাস আনলিমিটেড ইন্টারনেট প্যাক! এই অফার সকল প্রি-পেইড ও পোস্ট পেইড গ্রাহকদের জন্য বরাদ্দ। এই প্যাকেজটির ব্যবহারকাল রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত। ২জিবি ব্যবহার করতে পারবেন ১ এম বি পি এস স্পিড এ।
অফারটি পেতে হলে আপনার যা করতে হবে ঃ
১. এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।
২. বন্ধু প্যাকেজ এ মাইগ্রেট করতে B লিখে সেন্ড করুন 4444 নম্বরে ।
৩. মোবাইলে ৫৭ টাকা ব্যালেন্স রেখে ডায়াল করুন *৫০০*৩#

সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট চালাতে এই পোস্টটি দেখুন

(সকাল ১১ টা থেকে রাত ১১ টার মধ্যে কল করুন)
Call     : 01585876953
IMO    :  01633033707
যারা অনলাইনে মোবাইল ফ্লাশিং এর কাজ শিখতে চান তারা এখানে ক্লিক করুন
Read more ...

Monday, February 9, 2015

Unlimited gp free net for android user by gpwap,

আসসালামু আলাইকুম।

GP wap দিয়ে সিম্বিয়ান,পিসি ইউজার রা অনেক আগে থেকেই ফ্রী চালাচ্ছেন

এখন এন্ড্রয়েড ব্যবহার কারীদের পালা

প্রথমেই নিচের মতো সেটিংস করে নিন

Name: Trickbd.com
apn: gpwap
proxy: 10.128.1.2
port: 8080
home page: trickbd.com

তারপর নিচের ওপেরা টা নামান

Yandex_opera_Mini_APK_7.5d_ Handler_Ui_rev1_Android.apk (907.78 KB)

Unlock code:
www.nextwap.net
এইবার Front query তে লিখুন
zero.wikipedia.org @

(space before @)

gpwap.png

কাজ শেষ এইবার এই ওপেরা দিয়ে আনলিমিটেড ফ্রী চালান

Read more ...

কম্পিউটারের মাধ্যমে নষ্ট মেমরি ঠিক করার উপায় !!!!


বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।







এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:

মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministrator

নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড

প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
Read more ...

Sunday, February 8, 2015

এবার রবিতে উপভোগ করুন ২ মাস ফ্রি Facebook & Whatsapp সাথে সবচেয়ে সেরা কমরেট

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন?? আশা করি ভালই আছেন। আমি ও আল্লাহ পাকের রহমতে ভালো আছি।  যাই হোক চলুন মূল কথায় চলেজাই.........

এবার আপনি রবিতে মাত্র ৩১ টাকা রিচার্জে পাচ্ছেন ১ মাস আনলিমিটেড Facebook & Whatsapp ব্রাউজিং+ডাউনলোড একদমই ফ্রি!! আর সাথে থাকছে দেশের সবচেয়ে কমরেট ৩১ পয়সা/মিনিট ।

ভাল থাকবেন আর সাথেই থাকবেন॥

Read more ...

Friday, January 30, 2015

ফ্রী ইন্টারনেট। CGI PROXY কী আর কেমনে ব্যবহার করবেন। যারা এখনো CGI PROXY চালাতে পারেন না তাদের জন্য

সালাম নিবেন ।

এটা খুবই লজ্জাজনক ব্যপার যে এখনো বহু ভাইয়েরা CGI PROXY ব্যবহার করতে পারেন না ।
এখনো ইনবক্সে বলেন ,কেমনে ব্যবহার করবেন ,এটা খায় নাকি মাথায় দেয় ,প্রক্সি কি আরো কত যে প্রশ্ন তা হিসেব নাই ।

আর কেউ যদি না পারেন তাইলে বাংলা গালি যাকে বলে ।আসলে আপনাদের সমস্যা একটু কষ্ট করে খাবারটা মুখে নিবেন না ।আবার মুখে ঢুকায়া দিলেও চিবায়া খাইতে চান না ।

গুগল এমন একটা জিনিস যেখানে সব কিছু সার্চ করলে পাওয়া যায় ।গুগলিং করা ছাড়া আপনি কখনোই কোনো কাজ সহজে করতে পারবেন না ।তাছাড়া ইউটিউব এ সবধরনের টুট পাওয়া যায় ।

যাইহোক একটা সম্পূর্ন টুট আগে লেখছিলাম তা এখন আপডেট দিলাম ।যেইগুলা অতিরিক্ত পাকনা ঐগুলা দূরে থাক ।
আর কোন দরকারে
আমি ফেবুতে আছি ছেন ।

আজকের ধারাবাহিক চতুর্থ টিউন টি শেয়ার করব ।আজকের টিউনে থাকছে cgi কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।


.star. WHAT IS CGI PROXY?


এটা একটা ফ্রিনেট ব্যবহারের ট্রিক যা ফ্রী সার্ভার(0.fb.com) এর REPLACE INTERNET PROTOCOL অপশন টি খোলা থাকলে কাজ করবে ।এটা ফ্রী সার্ভার কে রিভার্স করে একটা সফট কে ফ্রী ব্যবহার করায় ।

.star.CGI এর গঠন :


.star.একটা CGI PROXY গঠন হয় এইভাবে

hostip/username/script name/language shortname/00/http/

এইরকম দাড়ায়

177.85.101.156/rosecf/index.pl/en/00/http/

OR

177.85.101.156/rosecf/nph-prox.cgi/en/00/http/

or

177.85.101.156/rosecf/cgi-bin/en/00/http/



.star. HOW TO USE IT?


এখানে প্রথমে যেই HOST IP টা থাকে এটাকেই প্রক্সি হিসেবে Prov/config এ রাখতে হবে ।

তারপর বাকি অংশটা HANDLER MENU এর .star.Frontqurey তে বসাতে হবে ঠিক এভাবে ,

freeserver/rosecf/index.pl/en/00/http/

ধরুন ফ্রি সার্ভার 0.facebook.com

তাহলে বুঝা গেল যে CGI PROXY টা ঠিক এভাবে

m.facebook.com/rosecf/index.pl/en/00/http/

HANDLER এর FRONT QUREY তে বসিয়ে ব্যবহার করবেন ।

আশা করি বুঝেছেন ।


Read more ...

Friday, September 12, 2014

সবসময় যেভাবে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করবেন। GP free internet / Banglalink Free Internet / Aritel Free internet / Robi free net

আসসালামু আলাইকুম। কেমন আছেন ??? আমিও আল্লাহ পাকের রহমতে ভাল আছি। ফ্রী ফ্রী ফ্রী চারিদিকে শুধু ফ্রী নেট এর পোস্ট। কিন্তু কাজ করে কটা??? অকার্যকর পোস্ট গুলো পরিক্ষা না করেই করে ফেলে বিভিন্ন সাইট গুলো। তাই আজ আপনাদের জন্য কার্যকর ফ্রী ইন্টারনেট এর পোস্ট গুলো নিয়ে হাজির হয়েছি।
এর মাধ্যমে সবসময় GP free net, Banglalink free net, Aritel Free net ইত্যাদি ফ্রী নেট এর কার্যকর পোস্ট গুলো সম্পর্কে জানতে পারবেন এবং ব্যাবহার করতে পারবেন। তাহলে চলুন সুরুকরি
ফ্রী ইন্টারনেট জিপি, বাংলালিংক, এয়ারটেল..........

 তাহলে জারা এখনো ফ্রী তে ইন্টারনেট চালাচ্ছেন ণা তারা এখনি Modern Technology তে উপরের যেকোনো একটি লিংকে ক্লিক করে চালানু শুরু করুন ফ্রী ইন্টারনেট
সবাই কে ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
 
Read more ...

Wednesday, August 27, 2014

পিসিতে থ্রিজি গতিতে জিপি সিম দিয়ে ফ্রি ইনটারনেট ব্যবহার করুন।

আমি আজ আপনাদেরকে জিপি সিম দিয়ে থ্রিজি গতিতে কিভাবে ফ্রি ইনটারনেট ব্যবহার করতে হয় সে সম্পর্কে বলব । নতুনদের বোঝার সুবিধার্থে আমি আজ মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমি এটি নিজে ব্যবহার করি । প্রথমে আপনার জিপি সিম এ যে কোন একটি প্যাকেজ একটিভ করেন । আর যাদের প্যাকেজ একটিভ করা আছে তাদের নতুন করে প্যাকেজ একটিভ করতে হবে না । আপনি চাইলে 4MB এর ছোট প্যাকেজটা একটিভ করে নিতে পারেন একটিভ করার জন্য *500*80# ডায়াল করুন খরচ ২.৩০টাকা  ।  তারপর মডেম এ gpwap দ্বারা কানেক্ট করুন । নিচের ছবির মত


এবার update এই লিংক  এ ক্লিক করে ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন । তারপর TG HTTP সফটা instail দিন ।  instail হয়ে গেলে নিচের ছবির মত করে ছেটিংস করে নিন ।



 তারপর TG HTTP এর start বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।


তারপর By soft stay alive Software টা ওপেন করে নিচের ছবির মত করে ছেটিংস করে নিন ।



তারপর on বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।


 তারপর বাউজারের network setting এ গিয়ে proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।


তারপর বাউজ করুন ইচ্ছা মত । বাউজ করার সময় সিমে টাকা রাখবেন না তাহলে টাকা কেটে নিতে পারে ।
অনুরুপভাবে IDM এ proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।


এরপর ইছামত ডাউনলোড করুন । নিচে আমার ডাউনলোডের স্কিনসট দেওয়া হলো ।





আজ এ পযন্তই, আল্লাহ হাফেজ।
আর নতুন নতুন পোস্ট এর জন্য এখানে দেখুন
Read more ...

Thursday, August 7, 2014

নিয়ে নিন AVG Internet Security 2014 সাথে দিচ্ছি 2018 পর্যন্ত সিরিয়াল কী

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।


আজ আপনাদের মাঝে এলাম AVG Internet Security 2014 সাথে 2018 পর্যন্ত সিরিয়াল কী নিয়ে!!
 তাহলে চলুন ডাউনলোড করা শুরু করি পছন্দ অনুজায়ি।

Take it now latest AVG Antivirus And AVG Antivirus Universal Keygen !!!

অথবা নিচের গুলো থেকে ডাউনলোড করুন।

১. ডাউনলোড করে নিন AVG Anti-Virus 2014

32 বিট - এখান থেকে [ ১৪৪ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ১৫৬ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৪ এম বি]

২. ডাউনলোড করে নিন AVG Internet Security 2014

32 বিট - এখান থেকে [ ১৩৭ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ১৫০ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৪ এম বি]

৩. ডাউনলোড করে নিন AVG Free Anti-Virus 2014

32 বিট - এখান থেকে [ ১৪৯ এম বি]

৬৪ বিট - এখান থেকে [ ১৬০ এম বি]

ওয়েব সেটআপ - এখান থেকে [ ৪ এম বি]

৪. Keygen ডাউনলোড করে নিন [এটার প্রয়োজন নাই কিন্তু যখন লাগবে তখন নাও পেতে পারেন তাই এটাও ডাউনলোড করে নিন। সাবধানের মাইর নাই]

এখান থেকে [ ২৭৫.৭৫ কে বি]

এখন Trial কে Pro করবেন যেভাবেঃ

১. ইন্সটল AVG ২০১৪ যেকোনো একটির Official Trial।
২. ইন্সটল করার পর রান করুন ।
৩. Activation Window ওপেন করুন নিচের থেকে যেকোনো একটা সিরিয়াল কী  বসিয়ে দিন । Activate ক্লিক করুন। কাজ শেষ ।
Serial Keys (২০১৮ পর্যন্ত)
8MEH-RU7JQ-ACDRM-MQEPR-G3S23-FEMBR-ACED
8MEH-RW2ZU-29S4F-26QCR-WT482-BEMBR-ACED
8MEH-RNZLL-2Y4QX-79PPA-MMOKE-AEMBR-ACED
8MEH-RREY3-L2LQA-LUMOR-UDTZ4-6EMBR-ACED
8MEH-RF3MY-BZ7CJ-9LUAR-ST99N-CEMBR-ACED
8MEH-RMXLW-HN44A-BABPA-S9NQF-PEMBR-ACED
8MEH-RGM33-K474L-6FGRR-8RR7K-UEMBR-ACED
8MEH-RREY3-L2LQA-LUMOR-UJXN3-6EMBR-ACED
8MEH-RJXR4-2CKYP-2GB3A-DBMAD-PEMBR-ACED
8MEH-RU7JQ-ACDRM-MQEPR-G3S23-FEMBR-ACED
8MEH-RGM33-K474L-6FGRR-8NVPP-UEMBR-ACED
8MEH-RXYFD-JUV72-8922R-F283Z-QEMBR-ACED
8MEH-RNHNX-A4CNU-49DOA-3DB2F-9EMBR-ACED
8MEH-RQX93-WYZKW-BE2FR-QOJPE-PEMBR-ACED




এখন প্রশ্ন হল  এতগুলা কোড দিলাম Active ও হল তাহলে Keygen কেন? কারণ আছে ভাই শুধু শুধু আপনার এমবি নষ্ট করবনা।
ওপরের সিরিয়াল কী দিয়ে অ্যাক্টিভ করলে "illegal software of AVG" দেখার সম্ভাবনা আছে।
ভাগ্য ভাল হলে কোনদিনই দেখবেন না আর যদি খারাপ হয় তাহলেই লাগবে Keygen টা।
কি করবেন "illegal software of AVG" দেখলে?
১. আনইন্সটল করে দিন AVG এবং পিসি Restart দিন।
২. আবার ইন্সটল করুন AVG ২০১৪ যেকোনো একটির Official Trial।
৩. এবার যে Serial Key টা আপনার লাগবে সেটা Keygen এর কাছ থেকে ধার নিয়ে কাজ চালান।
৪. AVG আপডেট দিন।

আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।
Read more ...

Wednesday, August 6, 2014

ফেসবুক ফটো ভেরিফিকেশন চিন্তা এবার সারা জীবনের জন্য বিদায় করুন সহজ একটি উপায়ে

ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন।
আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে।
এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে।
যাইহোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে। তাহলে নিয়ে নিন সল্যুশন। (অনেকে এই নিয়ে আমাকে অনেক ম্যাসেজ করছে জানার জন্য)

পদ্ধতি-

  • প্রথমে আপনি আপনার ফেসবুকের Setting এ যান।
  • তারপর Security অপশনে প্রবেশ করুন। (নিচের ছবির মতো)
  • সেখান থেকে Trusted Contacts এ যান। 
  • তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন।

  • সেখানে আপনী আপনার তিন/পাচঁজন জন খুব কাছের এবং  পরিচিত বন্ধুর নাম লিখুন এবং Select করুন । (তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে)

  • তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানে Select করছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকে Verification করতে হবে।

  • তারপর Confirm এ ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত।
ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।
কোন সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

Read more ...

Friday, July 25, 2014

কিছু ইউনিক ফানি গুগল ট্রিক্স যা আপনি কখনোই জানতেন না। সেই সাথে একটা অনুরোধ

গুগল কি? 
এই প্রশ্নটা পড়ে হয়ত আপনি ভাবছেন আমি পাগল কি না! না,যতদূর মনে পড়ে আমি এখনও পাগল হই নি। । গুগল একটা সার্চ ইঞ্জিন সেটা আমরা সবাই জানি।কিন্তু গুগল শুধু একটা সার্চ ইঞ্জিন নয়। একই সাথে অনেক কাজ করা যায় একে দিয়ে।যার মধ্যে কিছু কিছু ফিচার যেমনঃCalculator,google gravity,Epic Google ইত্যাদি নিয়ে আমাদের টিউনার ভাইগণ অসংখ্য টিউন করেছেন। তাই আশা করি আপনি এখনও ভাবছেন আমিও সেগুলোই রিপিট করব কিনা!
না, গুগল এর এছাড়াও অসঙ্খ্য ফিচার আছে, যেগুলো আমরা জানি না। তো তার কিছু ফিচার আজ আমি শেয়ার করছি। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি , আপনি যদি এগুল ট্রাই করেন, তবে একটু হলেও 'টাস্কি' খাবেন। এই টাস্কি টা কি জিনিস, গুগল এ সার্চ দিয়েই দেখেন না!পেয়ে যাবেন।  :D

গুগল এর সার্চ পেজ টা ঘোরাতে টাইপ করুন "do a barrel roll"[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

http://www.google.com.bd তে গিয়ে টাইপ করেই দেখুন, পেজটা কেমন চক্কর দেয়!

গুগল এর বিল্ট ইন গেমটি খেলতে পারেন “Zerg Rush" টাইপ করে[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

কিছু "o" এসে আপনার সার্চ পেজ এর লেখা গুল মুছতে থাকবে, দেখতে চাইলে লিখে ফেলুন।

নিজের নামে হোম পেজ বানাতে চলে যানঃ http://funny-google.com/ এ!

নিজের নামেই হবে! তবে এজন্য আপনাকে ফানি গুগল ডট কম ব্যবহার করতে হবে। তবে ভুলেও অভ্র দিয়ে লিখেন না। লিখলে কি হয় দেখেই নিয়েন।

Pac Man গেমটির নাম শুনেছেন?? হুম, এটিও খেলতে পারবেন এখানেঃ


রুবিক'স কিউব মিলানোর চেষ্টাও চালাতে পারেন ভারচুয়ালি এখানে Keyboard Shortcut দেখতে এখানে ক্লিক করুন।

গুগল ম্যাপ্সে এইটা কি দেখলাম?? মানুষ, এলিয়েন না অন্য কিছু?নিজের চোখে দেখতে এখানে;

২০১০ সালের দিকে গুগল ম্যাপ্সে ধরা পরা এই  ছবিটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়। আসলে এইটা কি? আকাশে মানুষ কিভাবে? তাইলে কি এলিয়েন ? কোন উত্তর এখনও পাওয়া যায় নি।

Google হয়ে যাবে G  gle! এখানেঃ   

লিঙ্কে গিয়ে যেকোনো "OO" এর অপর ক্লিক করে ২-৩ সেকেন্ড দেরি করুন, ব্যস, "OO" ভ্যানিস!

"Annoying Google" দেখতে এখানে ক্লিক করুনঃ 

লিঙ্কে গিয়ে সার্চ করার জন্য টাইপ করুন, দেখেন না কি হয়!

অনুরোধঃ 

মানছি, গুগল একটা সাধারণ সার্চ ইঞ্জিন। এর ফিচার অতুলনীয়। কিন্তু তারপরও এটি আমাদের দেশী নয়। আমরা প্রতিনিয়ত সার্চ করে এদের অ্থ যোগাই। কিন্তু আমাদের দেশেরও কিন্তু একটা মান সম্মত সার্চ ইঞ্জিন আছে।জানি, ৫০% মানুষ-ই আমরা জানি না। এর নামঃ পিপীলিকা। link: http://www.pipilika.com/

আমরা একটু এটা ব্যবহার করতে চেষ্টা করি। এতে Bangla এবং English তথ্য খোঁজার সুবিধা সহ সকল-
  • সংবাদ
  • ব্লগ
  • বাংলা উইকিপিডিয়া
  • জাতীয় ই-তথ্যকোষ
এর আলাদা ফিচার রয়েছে। চলুন না, এর ব্যবহার শুরু করে দেই । বুকমারক করতে গুগল ক্রোমে Ctrl+D চাপুন। হয়ত ধীরে ধীরে এটিও একদিন বাংলাদেশী গুগলে পরিণত হবে!
Read more ...

মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়, জেনে রাখুন আশাকরি কাজে লাগবেই।

মশা!!! যার নাম শুনলেও সবার মনে আতঙ্কের সৃষ্টি হয়। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার কামড়ে হতে পারে ম্যালেরিয়া বা ডেঙ্গুর মত মারাত্মক রোগ। একে প্রতিকার করার জন্য কতই না পদ্ধতি গ্রহণ করতে হয়। যেমন- মশারি, কয়েল, এরোসল ইত্যাদি। তবে কয়েল কিংবা এরোসল মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর কয়েকটি উপায় জেনে নিন-

১। মোশা তাড়াতে ফ্যান এর ব্যবহারঃ মশার থেকে ফ্যানের বাতাস অনেক বেশি হওয়াতে মশা ফ্যানের বাতাসের সাথে নিজেকে শূন্যে ভাসিয়ে রাখতে পারেনা। এতে করে মশাকে ফ্যানের পাখা বিভিন্ন দিকে ছিটকে ফেলে। মশা এতে আপনার কানের কাছে খুব কম উপদ্রপ করতে পারে।
২। মশাদের গরম প্রিয়ঃ মশারা সেখানেই যাবে যেখানে একটু গুমোট এবং গরম আবহাওয়া। অতএব ঘর শীতল রাখার চেষ্টা করুন। আপনার ঘর যদি শীতল থাকে তবে নিশ্চিত থাকতে পারেন মশার উৎপাত অনেকটাই কমে যাবে।
৩। সুগন্ধির ব্যবহারঃ মশারা সুগন্ধি থেকে দূরে থাকে। সুতরাং রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর, সুগন্ধি, কিংবা লোসন মেখে শুতে পারেন। নিশ্চিত করে বলা যায় এতে মশা সাধারণ থেকে অনেক কম দেখা যাবে।
৪। মশাদের আকৃষ্ট করে এমন রঙ পরিহারঃ মশাদের ভিজুয়াল শক্তি রয়েছে। এরা কিছু রঙের প্রতি বিশেষ আকর্ষী, ফলে আপনাকে এসব রঙ পরিহার করতে হবে। মশারা সাধারণত কালো, নীল আর লাল এই তিন রঙ খুব পছন্দ করে। আপনি রাতে ঘুমাতে গেলে এই তিন রঙ পরিহার করে চলুন।
৫। লেমন গ্রাসঃ লেমন গ্রাস একধরণের উদ্ভিদ, এসব উদ্ভিদ থেকে সাইট্রোনেলা অয়েল নামের একধরনের শক্তিশালী সুগন্ধ নির্গত হয়। এই সুগন্ধ মশাদের জম। মশারা লেমন গ্রাস সব সময় এড়িয়ে চলে। অতএব বাড়িতে লেমন গ্রাস লাগান এবং মশা থেকে দূরে থাকুন।
৬। নিম তেল: নারকেল তেলের সাথে নিমের তেল ভালভাবে মিশিয়ে গায়ে দিলে মশা আট ঘন্টা আর জ্বালাবে না।
৭। কর্পূর: রুমে কর্পূর জ্বালিয়ে বিশ মিনিট রাখলে মশা পালিয়ে যাবে।
৮। তুলসি: জালানার পাশেই তুলসি গাছ লাগালে এটি মশা তাড়াতে সাহায্য করবে অনেক বেশি।
৯। রসুন: রসুনকে পানিতে ফুটিয়ে ফুটন্ত পানি রুমের চারদিকে ছিটিয়ে দিলে মশা আর থাকবে না।
১০। চা গাছের তেল: এই তেল স্প্রে করে ঘরের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিলে মশা আর থাকবে না।
Read more ...

Saturday, July 19, 2014

GP সিম দিয়ে ফ্রি লাইভ টিভি দেখুন আপনার কম্পিউটারে

এখন জিপি দিয়ে পিসি এ ফ্রি লাইভ টিভি দেখুন। প্রথমে অব্যশই আপনাকে একটা 3G প্যাকেজ নিতে হবে । মডেম এ নেট কানেকশন দিন ।
apn:gpinternet
MB/টাকা না রাখাই ভালো কারণ জিপির বিশ্বাস নাই। Modern Technology
Gp free tv
  • VLC player ওপেন করুন ।
  • এবার menu তে ক্লিক করে Preferences এ যান ।
  • এবার Input & Codecssection এ ক্লিক করুন ।
  • Live555 stream এ ক্লিক করুন । transportoptionRTP over RTSP (TCP)
  • Save এ ক্লিক করুন ।
ব্যাস আমাদের কন্ফিগার করা হয়ে গেল। এখন ক্যাচটা ঠিক করে প্লে করার পালা।
  • আবারও VLC ওপেন করুন।
  • এবার menu থেকে Media: Open Network Stream এ যান।
  • Show more options এ টিক দিন।
  • Cachingvalue সেট করুন যেমনঃ 1200 ms
  • এবার নিচের থেকে আপনার পছন্দের Link টা কপি করে ওখানে পেস্ট করে Play তে ক্লিক করুন।

চ্যানেল লিস্ট

Read more ...

Wednesday, July 16, 2014

ইসরাইলের বুকে কাঁপন ধরালেন স্টিফেন হকিং

ইসরাইলের জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের একটি কনফারেন্সে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বর্তমান বিশ্বের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং। ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আগ্রাসী ও জবর-দখলমূলক নীতির কারণেই এ কনফারেন্স প্রত্যাখ্যান করেন বলে তিনি জানিয়েছেন। রবিবার এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।
স্টিফেন হকিংয়ের এ সিদ্ধান্ত ইসরাইলের জন্যে এক বড় ধরনের আঘাত বলে গার্ডিয়ানের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
images
কেননা, স্টিফেন হকিংয়ের পথ ধরে আরও অনেক বিজ্ঞানী এই কনফারেন্সে যোগ দিতে অস্বীকৃতি জানান। এমনকি হকিংয়ের পথে হেঁটে সঙ্গীত শিল্পী, চিত্রকর ও লেখকরাও কনফারেন্সে যোগ দেননি।
ইসরাইলের অর্থনীতি ও সামরিক শক্তি মূলত বিজ্ঞাননির্ভর। আর ইসরাইলের বিজ্ঞান ও গবেষণার প্রায় সবই জড়িত ইউরোপ ও আমেরিকার বিভ্ন্নি সংস্থার সাথে। স্টিফেন হকিংয়ের এ প্রত্যাখ্যানের ঘটনা ইউরোপ ও আমেরিকার বিজ্ঞানীরা ব্যাপকভাবে অনুসরণ করতে পারেন। ইসরাইলের জন্যে এখন এই হুমকিটা অপেক্ষা করছে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। ইসরাইলকে একটি অবৈধ রাষ্ট্র ভেবে এর সাথে সব ধরনের সহায়তা প্রত্যাখ্যান করতে পারেন তারা।
স্টিফেন হকিংয়ের এ প্রত্যাখ্যানের ঘটনা বেশ আলোড়নের সৃষ্টি করেছে। রবিবার গার্ডিয়ানে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার দিন কয়েক ঘণ্টার মধ্যেই এটি ফেইসবুকে এক লক্ষ বারের বেশি শেয়ার হয়েছে। ফিলিস্তিনের প্রতি ইসরাইলের আগ্রাসী নীতির কারণে হকিং স্পষ্টভাবে কনফারেন্স প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তার এপ্রত্যাখ্যান বেশ উত্তেজনার সৃষ্টি করেছে।
স্টিফেন হকিং ছিলেন এ কনফারেন্সের মূল আকর্ষণ। সাংবাদিকরা তাঁকে ‘দি পোস্টার বয় অব দি অ্যাকাডেমিক বয়’ বলে আখ্যায়িত করেছেন। অর্থ্যাৎ ইসরাইলের অ্যাকাডেমিক বিষয় প্রত্যাখ্যানের জন্য এখন হকিং আদর্শ হয়ে গেলেন। তাঁরই পথ ধরে ইউরোপ-আমেরিকার অন্য বিজ্ঞানীরাও হাঁটবেন বলে ভাবা হচ্ছে।
হকিংয়ের এ প্রত্যাখ্যানকে উদযাপন করেছেন ‘বয়কট, ডিভেস্টম্যান্ট এন্ড স্যাঙ্কশন’ (বিডিএস) এর সমর্থকরা। বিডিএস-এর সমর্থকরা ইসরাইলকে বয়কট ও নিষিদ্ধ করার পক্ষপাতী। এদিকে, বিডিএস-এর সমর্থকদেরকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেছে ইসরাইলি ওই কনফারেন্সের আয়োজকরা। তাদের এই অশ্রাব্য ভাষার কটূক্তির বিষয়টি ফুটিয়ে তুলেছে ইসরাইলেরই বহুল প্রচারিত পত্রিকা ‘হারেৎজ’।
স্টিফেন হকিং ফিলিস্তিনিদের ন্যায়ের পক্ষে অব্স্থান নিয়েছেন। তাঁর এ অব্স্থান বিডিএস-এর ক্যাম্পেইনের জন্য একটি টার্নিং পয়েন্ট। বিডিএস-এর ক্যাম্পেইনের পক্ষে অর্থ্যাৎ ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের আগ্রাসী নীতি, জোর-জবরদস্তি ও ভূমি আগ্রাসের বিরুদ্ধে এখন জনমত তৈরি হয়েছে। গার্ডিয়ানের এক জরিপে দেখা গেছে, স্টিফেন হকিংয়ের বয়কটের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুই-তৃতীয়াংশ মানুষ।
ইসরাইল মধ্যপ্রাচ্যে অবস্থিত হলেও এটি ইউরোপিয়ান রিসার্চ অ্যারিয়া (ইআরএ)-এর সদস্য। এই সদস্যপদের সুবাদে ইউরোপের গবেষণাগারগুলোর সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ সংযোগ রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর পার্লামেন্ট সদস্যরা ইসরাইলের এই সদস্যপদের বিরোধিতা করে আসছেন। কারণ, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার নীতিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ইসরাইল। ইউরোপিয়ান কমিশনও তাদের এ দাবির পক্ষে সাড়া দিয়েছে। কমিশন বলেছে, গবেষণাগারের গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার তথা মানব কল্যাণ, যা ইসরাইলের আচরণের পরিপন্থী।
ইসরাইলের গবেষণাগারগুলোর সাথে দেশের সামরিক শক্তি, অর্থনীতি উৎপ্রোতভাবে জড়িত। ইসরাইল তার প্রতিরক্ষা বাহিনীর সামাজিক, মনস্তাত্তিক ও প্রযুক্তিগত শক্তির উৎস গবেষণাগার ও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানগুলো থেকেই নিয়ে থাকে। ইউরোপ ও আমেরিকার সাথে যদি অ্যাকাডেমিক, গবেষণা ও বৈজ্ঞানিক সহায়তা বন্ধ হয়ে যায় তাহলে ইসরাইল নিশ্চিত দুর্বল হয়ে পড়বে। আর এটি যদি সত্যিই হয়, তাহলে বলা যায় অবৈধ এই রাষ্ট্রটির বুকে কাঁপন লাগিয়ে দিয়েছেন স্টিফেন হকিং।
Read more ...

হ্যাক করুন বাংলালিংক সিম থেকে আনলিমিটেড SMS

আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি। বাংলালিংক সিমে আনলিমিটেড এস.এম.এস আনার সিস্টেমটা আশা করি সবাই জানেন,তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি। *132*1#লিখে ডায়াল করে Reply এ আবার 1প্রেস
http://news.amarbill.com/wp-content/uploads/2012/05/sms_promotion.jpg 
করলেই৫.৭৫ টাকা কাটবে। এবং আপনি একদিনের জন্য ৫০০ এস এম এস পাবেন। এভাবে প্রতিদিন ৫ টাকা দিয়ে এস এম এস কিনলে পোষায় না। তাই আমি আজ আপনাদেরকে এমন একটি উপায় বলব যার মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ কিংবা যত খুশি  এস. এম.এস পেতে পারেন একদম ফ্রী। অর্থাৎ কোন টাকা কাটবেনা। এইবার আসি কাজের কথায়।

প্রথমে আসুন দেখি যা যা লাগবেঃ
১। একটি বাংলালিংক সিম।
২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা। তবে ৭ টাকার বেশি হলে হবে না। অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে।
৩। নোকিয়ার একটি Simple মোবাইল। যেমনঃ ১২০২,১২০৮,১২০৯,১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয়। তবে চায়না ফোনে হবে না।
৪। অন্য আরেকটি মোবাইল ( যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে )।
http://www.thinksms.co.uk/filestore/image/sms_message.jpg
এইবার আসুন কিভাবে কাজটি করতে হবে তা দেখে নেইঃ
১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন।
২। কল টা রিছিভ করবেন না।
৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন *132*1#
এবং পরে Reply এ 1প্রেস করেOk চাপুন।
৪। Request not completed দেখাবে।
৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬। এবার*124# ডায়ালকরে আপনার ব্যালেন্সদেখুন। ( দেখবেন অপরিবর্তিত আছে )।
৭। এখন *124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এম এস এর ব্যালেন্স দেখে নিন।
এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে।

বিশেষ দ্রষ্টব্যঃ ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে। এই এসএমএস আপনি শুধু Banglalink to Banglaink নাম্বারে পাঠাতে পারবেন।
http://static.clickbd.com/global/classified/item_img/1002279_0_original.jpg 
আরো বিভিন্ন ধরনের ফ্রী ইন্টারনেট বা এই জাতীয় নতুন নতুন টিকস পেতে Modern Technology তে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।

Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম