Page

My Blog List

Monday, November 11, 2013

এন্ড্রয়েড ডিভাইস টি হারিয়েছে ? খুজে বের করুন একটি সফটওয়্যার এর মাধ্যমে

মাত্র কয়েকদিন আগে গুগল অফিসিয়ালি ঘোষণা করেছে তাদের নতুন ডিভাইস ট্র্যাকিং সিস্টেম এর। আপনারা অনেকে এই ব্যাপারে আগেই জেনেছেন। মুলত এই সিস্টেম এর মাদ্ধমে আপনি আপনার হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ডিভাইস টি অতি সহজে খুজে পাবেন এবং ডিভাইস টি কোথায় আছে তা অনলাইন এ রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন। এছারাও ডিভাইস এ থাকা সকল ডাটা মুছে দেয়া, ডিভাইস লক করা ও এলার্ম বাজাতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ডিভাইস এ । এক কথায় আপনার হারিয়ে যাওয়া ডিভাইস টি ফিরে পাবেনই এই গুগল এর নতুন সিস্টেম এর মাদ্ধমে। যদিও প্লে স্টোর এ এখন ও অ্যাপ টি আসেনি তবে অ্যাপ টি লিক হয়ে গেছে। তাই চলুন এখনই ডাউনলোড করে নেই অ্যাপ টি।
অ্যাপ টির স্ক্রিনশট
Screenshot_2013-08-03-12-47-26 Screenshot_2013-08-03-12-47-19
android device manager
চলুন কিভাবে এটি কাজ করে তার ভিডিও প্রিভিউ দেখে নেই
তো চলুন ডাউনলোড করে নেই—
Download

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম