Page

My Blog List

Saturday, September 21, 2013

হেডফোনে উপভুগ করুন দারুন সাউন্ড। surround সাউন্ড সিস্টেম 7.1

আপনি হেডফোন ব্যবহারকারিদের মধ্যে একজন? আপনার কি দামি সাউন্ড সিস্টেম কেনার সামর্থ্য নাই, অথবা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি জায়গার অভাবে বসাতে পারছেন না? তাহলে আপনার দরকার Razer Surrond সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার হেডফোনে উপভোগ করতে পারবেন ৭.১ surround সাউন্ড। আপনার surround সাউন্ড উপভোগ করার জন্য দরকার নাই দামি সাউন্ড সিস্টেম।
আপনি এই ফ্রী সফটওয়্যার ইন্সটল করে তৎক্ষণাৎ উপভোগ করতে পারবেন যে কোন দামি সাউন্ড সিস্টেম এর অনুরূপ সাউন্ড আপনার হেডফোন এ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
http://goo.gl/vuUEie
এখানে আপনি ফ্রী রেজিস্ট্রেশান এর পর ডাউনলোড করতে পারবেন। (রেজিস্ট্রেশান আবশ্যক সফটওয়্যারটি চালানোর জন্য)

তারাতারি ডাউনলোড করে নিন ২০১৪ সালের আগে। ২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০। সফটওয়্যার ইন্সটলের পর একবার ব্যবহার করলে আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন বিনা খরচে।
ইন্সটল এর পর লগিন করুন এবং নির্দেশনা অনুযায়ী আপানার হেডফোন কনফিগার করে নিন।

কোন ফুল ইন্সটলার এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। কারন এই সফটওয়্যার ওয়েব ইন্সটলার ভিত্তিক এবং এটি আপানার হার্ডওয়্যার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিবে।
পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।


পোষ্ট টি পর্বে প্রকাস করেছেন  samxl001

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম