Page

My Blog List

Thursday, August 15, 2013

রবি সিমে আনলিমিটেড ইন্টারনেট ব্যাবহার করুন মাত্র 330 টাকায়

আসসালামু মুয়ালাইকুম।
আমাদের দেশের মোবাইল অপারেটর গুলোতো আমাদের রক্ত চুষে খাচ্ছে,
তাই আজ আপানাদের সাথে ছোট একটা টিপস শেয়ার করব,
বুঝানুর চেষ্টা করবো কি করে আপনি মাএ ৩৩০ টাকা দিয়ে রবি সিমে আনলিমিটেড নেট ইউস করতে পারবেন।

আর কথা না বাড়িয়ে সোজা পোস্ট টে চলে গেলাম।
এই বিশেষ সুবিধা ভোগ করতে আপনার যা যা লাগবেঃ
১। রবির পোস্টপেইড "উদয়" সিম, দাম ২৯৯ টাকা।
২। ডিপোজিড ৫০০ টাকা।
৩। মডেম অথবা মোবাইল।
কিভাবে শুরু করবেন?
১। প্রথমে নিজের ভার্সিটির বা ন্যাশনাল আইডি কার্ড ও ২ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে রবির কাস্টমার কেয়ারে চলে যান, আর নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে ২৯৯ বা ৩০০ টাকা দিয়ে উদয় সিম কিনে নিন।
২। সিম কিনে কাস্টমার ম্যানেজার কে ৫০০ টাকা দিন আপনার সিমে টাকা টা ডিপোজিড করে দিতে।
৩। সব প্রক্রিয়া শেষ করে কাঃ ম্যা কে বলুন আপনি ওদের আনলিমিটেড নেট ইউস করতে চান, তবে উনি আপনার সিমে নেট একটিভ করে দিবে ফলে যখন সিম টা একটিভ হবে সাথে সাথে নেট ও একটিভ হয়ে যাবে, আর যদি এটা নিজে নিজে করতে চান তবে আপনার ২৪ ঘন্টা বেশি সময় লাগবে।
৪। সিম ২৪-৭২ ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে নেট ইউস করা শুরু করে দিন।
খরচপাতিঃ
১। সিম+ডিপোজিড=৩০০+৫০০=৮০০ টাকা।
২। প্রথম মাস নেট ব্যবহার করলে আপনার বিল হবে ৪৮৭ বা ৪৯০ টাকা, এই টাকা আপনার সিমের ক্রেডিট লিমিট (৮০০ টাকা) থেকে কেটে নিবে। কেটে নিলে আপনার অবশিষ্ট থাকে ৩১০ টাকা।
৩। ৬০ দিন পর, মানে আপনি ২য় মাস শেষ করলেন, এবার ও আপানার বিল আসবে পূর্বের মত ৪৯০ টাকা, কিন্তু আপনার ক্রেডিট লিমিট তো ছিল ৩১০ টাকা, সুতরাং আপনার ক্রেডিট লিমিট অতিক্রম করে অতিরিক্ত ১৮০ টাকা বিল হয়েছে, তাই আপানার সংযোগটি স্থগিত করা হবে। সিম টা পুনঃ চালু করতে ১৯০ টাকা রিচার্জ করুন।
৪। রিচার্জ শেষে ৩য় মাসের মত পুনঃ নেট ইউস করুন, মাস শেষে আবার বিল আসবে ৪৯০ টাকা। সুতরাং আপনার মোট বিল হবে ১২৮০ টাকা (আগের অপরিশোধিত বিল ৭৯০ টাকা আরেই মাসের ৪৯০ টাকা)
৫। এবার সিম টা চিরদিনের জন্য অফ করে দিন বা ফেলে দিন।
৬। ৩ মাসে আপনার মোট খরচ হল (সিম খরচ ৮০০+রিচার্জ ১৯০) ৯৯০ টাকা। তাহলে প্রতি মাসে আপনার খরচ ৩৩০ টাকা (৯৯০/৩=৩৩০ টাকা)।

এবার সিমটা ফেলেদিতে পারেন।

কি ভাই খুশি তো? আপনি চাইলে সিম না ফেলে দিয়ে প্রতি মাসে ৪৯০ টাকা করে দিয়ে প্রথম ৬ মাস ৪০% ছাড়ে নেট ইউস করতে পারেন। কোন সমস্যা হলে রবির কাস্টকার কেয়ার ১২৩ তে কল দিন, ১০-২০ সেকেন্ডে আপনার কল রিসিভ করবে, যত সমস্যা হবে সব ওদের বলুন ওরাই সমাধান করে দিবে, কোন টাকা চার্জ বা কাটবে না এই কল এর জন্য।


 

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম