Page

My Blog List

  • F- Key Tool (Free Download) - F-Key Tool is a third-party tool for unlocking Xiaomi FRP lock using sideload mode. The tool supports almost every Xiaomi device and the latest security ...
    3 weeks ago

Friday, July 25, 2014

কিছু ইউনিক ফানি গুগল ট্রিক্স যা আপনি কখনোই জানতেন না। সেই সাথে একটা অনুরোধ

গুগল কি? 
এই প্রশ্নটা পড়ে হয়ত আপনি ভাবছেন আমি পাগল কি না! না,যতদূর মনে পড়ে আমি এখনও পাগল হই নি। । গুগল একটা সার্চ ইঞ্জিন সেটা আমরা সবাই জানি।কিন্তু গুগল শুধু একটা সার্চ ইঞ্জিন নয়। একই সাথে অনেক কাজ করা যায় একে দিয়ে।যার মধ্যে কিছু কিছু ফিচার যেমনঃCalculator,google gravity,Epic Google ইত্যাদি নিয়ে আমাদের টিউনার ভাইগণ অসংখ্য টিউন করেছেন। তাই আশা করি আপনি এখনও ভাবছেন আমিও সেগুলোই রিপিট করব কিনা!
না, গুগল এর এছাড়াও অসঙ্খ্য ফিচার আছে, যেগুলো আমরা জানি না। তো তার কিছু ফিচার আজ আমি শেয়ার করছি। তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি , আপনি যদি এগুল ট্রাই করেন, তবে একটু হলেও 'টাস্কি' খাবেন। এই টাস্কি টা কি জিনিস, গুগল এ সার্চ দিয়েই দেখেন না!পেয়ে যাবেন।  :D

গুগল এর সার্চ পেজ টা ঘোরাতে টাইপ করুন "do a barrel roll"[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

http://www.google.com.bd তে গিয়ে টাইপ করেই দেখুন, পেজটা কেমন চক্কর দেয়!

গুগল এর বিল্ট ইন গেমটি খেলতে পারেন “Zerg Rush" টাইপ করে[উদ্ধৃতি চিহ্ন ছাড়া]

কিছু "o" এসে আপনার সার্চ পেজ এর লেখা গুল মুছতে থাকবে, দেখতে চাইলে লিখে ফেলুন।

নিজের নামে হোম পেজ বানাতে চলে যানঃ http://funny-google.com/ এ!

নিজের নামেই হবে! তবে এজন্য আপনাকে ফানি গুগল ডট কম ব্যবহার করতে হবে। তবে ভুলেও অভ্র দিয়ে লিখেন না। লিখলে কি হয় দেখেই নিয়েন।

Pac Man গেমটির নাম শুনেছেন?? হুম, এটিও খেলতে পারবেন এখানেঃ


রুবিক'স কিউব মিলানোর চেষ্টাও চালাতে পারেন ভারচুয়ালি এখানে Keyboard Shortcut দেখতে এখানে ক্লিক করুন।

গুগল ম্যাপ্সে এইটা কি দেখলাম?? মানুষ, এলিয়েন না অন্য কিছু?নিজের চোখে দেখতে এখানে;

২০১০ সালের দিকে গুগল ম্যাপ্সে ধরা পরা এই  ছবিটা নিয়ে ব্যাপক আলোড়ন হয়। আসলে এইটা কি? আকাশে মানুষ কিভাবে? তাইলে কি এলিয়েন ? কোন উত্তর এখনও পাওয়া যায় নি।

Google হয়ে যাবে G  gle! এখানেঃ   

লিঙ্কে গিয়ে যেকোনো "OO" এর অপর ক্লিক করে ২-৩ সেকেন্ড দেরি করুন, ব্যস, "OO" ভ্যানিস!

"Annoying Google" দেখতে এখানে ক্লিক করুনঃ 

লিঙ্কে গিয়ে সার্চ করার জন্য টাইপ করুন, দেখেন না কি হয়!

অনুরোধঃ 

মানছি, গুগল একটা সাধারণ সার্চ ইঞ্জিন। এর ফিচার অতুলনীয়। কিন্তু তারপরও এটি আমাদের দেশী নয়। আমরা প্রতিনিয়ত সার্চ করে এদের অ্থ যোগাই। কিন্তু আমাদের দেশেরও কিন্তু একটা মান সম্মত সার্চ ইঞ্জিন আছে।জানি, ৫০% মানুষ-ই আমরা জানি না। এর নামঃ পিপীলিকা। link: http://www.pipilika.com/

আমরা একটু এটা ব্যবহার করতে চেষ্টা করি। এতে Bangla এবং English তথ্য খোঁজার সুবিধা সহ সকল-
  • সংবাদ
  • ব্লগ
  • বাংলা উইকিপিডিয়া
  • জাতীয় ই-তথ্যকোষ
এর আলাদা ফিচার রয়েছে। চলুন না, এর ব্যবহার শুরু করে দেই । বুকমারক করতে গুগল ক্রোমে Ctrl+D চাপুন। হয়ত ধীরে ধীরে এটিও একদিন বাংলাদেশী গুগলে পরিণত হবে!

1 comment :

  1. http://allmoviedubbedmovies.blogspot.com/
    mobile movie download
    Mobile movies to your phone Download, 3gp Movies, Mobile 3gp Movies, HD Mp4 Movies, Mobile HD Mp4 Movies, HD Avi, 3gp Movies, HD, Mp4, 3gp, HD Mp4 Mobile Movies For Free

    ReplyDelete

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম