Page

My Blog List

Saturday, August 24, 2013

ফ্রী কল দিন ২৪ ঘনটা

প্রথমেই বলেন বন্ধুরা সাবাই
কেমন  আছেন, আশাকরি সবাই ভাল থাকেন। বেশ কয়েকটি টিউনস করেছি FM নিয়ে
আজকে আর FM ট্রান্সমিটর নয় , আজ আপনাদের কে উপহার দিব ওয়ারলেস
ট্রান্সমিটর+রিসিভার এক সাথে । আপনি আউটডোর এন্টেনা ব্যবহার করলে
হাফ কিলোমিটরের মধ্যে কথা রিসিভ এবং ট্রান্সমিট করতে পারবেন খুব ভাল করে।
বিনা পয়সা কথা বলুন রাত দিন ২৪ ঘন্টা, মোবাইল ফোনের টাকা বাছান ।
আসুন এবার সারকিটটির
ব্যবহার কিত ট্রান্জেষ্টর
গুলির সাথে পরিছয় হয়ে নেই।

BF 194 ট্রান্জেষ্টর সারকিটটি তে  বেশী ব্যবহার করা হয়েছে,
এ জন্যই আমরা ট্রান্জেষ্টরটি ভাল করে দেখে নেই , আমি
আগেও বলেছি একই নাম্বারের ট্রান্জেষ্টর বিভিন্ন কম্পানি
তৈয়ার করে যে কারণে ট্রান্জেষ্টর এর বেইজ,কালেক্টর,
ইমির, এ গুলি টিক থাকে না ,এভো মিটরদিয়ে B-C-E
বের করতে হয়। এভো মিটর দিয়ে B পা টি বের করা সহজ
কিন্তু C=E এভো মিটর দিয়ে নুতন দের জন্য বের করা কঠিন,
এ জন্য ট্রান্জেষ্টরটির দুইটি ছবি দিয়েছি । এবারে নিচের ছবিটি দেখুন।

ভাল করে লক্ষ্য করুন , যদি BF 194  ট্রান্জেষ্টরের বেইজ মাঝকানে থাকে
তাহলে ডানের পা টি কালেক্টর, বামের পা টি ইমিটর হবে ।
BF 194 ট্রান্জেষ্টর এর বামের পা টি বেইজ থাকে তাহলে ডানের পা টি
কালেক্টর, মাঝকানের পা টি ইমিটর হবে।এ ভাবেই ট্রান্জেষ্ট এর পা গুলি ছিনে নিব।

এবারে আসুন  BC 148 ট্রান্জেষ্টর, এই ট্রান্জেষ্টরটি মিটর দিয়ে না মাপলে ও
চলবে কারন  BC গ্রোপের সব ট্রান্জেষ্টটর এর মাঝে বেইজ ডানে ইমিটর
বামে কালেক্টর থাকে । এবারে আসুন সারকিটটি রিসিভার অংশ টুকু দেখি

Q1 থেকে Q3 =BF194 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। Q4 = BC 148 , Q5=SL100 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে 12 টি
3টি 10.7 মেগাহার্স সিরামিক ফিল্টার ব্যবহার করা হয়েছে । কেপাসিটর 6 টি ডায়ড 1 টি ভেরিএবল রেজিষ্টর 1 টি। এবারে আসুন রিসিভার এবং ট্রান্সমিটর এক সাথে দেখে নেই।

আইসিটির নাম্বার  CD4011 । 6 পিনের একটি পুশ সুইচ ছবিটিতে যেমন দেখানু হয়েছে টিক এই রকম সাইজ দেখে কিনে নিবেন । ওয়ারলেস টান্সমিটর মানেই একাদিক কয়েলের ঝামেলা
এই সারকিটটিতে একটি কয়েল ও ব্যবহার করা হয় নাই, এ জন্যই আমি মনে করি সারকিটটি নুতন দের জন্য তৈয়ার করতে সহজ হবে । ধর্য সহকারে চেষ্টা করুন । আশাকরি হয়ে যাবে।
এবার আসুন সারকিটটি কি ভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে এ রকম দুইটি সারকিট তৈয়ার করতে হবে । কথা বলার সময় পুশ সুইছটি চাপ দিয়ে কথা বলবেন , কথা বলা শেষ হলে সুইচ টির চাপ ছেড়ে দিবেন। এ ভাবেই সরকিটটি
ব্যবহার করবেন। সারকিটটিতে Dc 6 v পাওয়ার সাপ্লাই দিবেন । আশাকরি সবাই সরকিটটি তৈয়ার করবেন। মজার বিষয় হল টিক এ রকম সারকিট যত গুলিই তৈয়ার করবেন সব সারকিট
গুলির সাথে । এক সাথে কথা বলা যাবে, পুশ সুইচ টি চাপ দিয়ে কথা বললে সব সারকিটেই কথা শুনা যাবে।
আজকের মত বিদায় নিলাম। 


Google প্রতি সেকেন্ডে কত টাকা আয় করছে ? না জানলে জেনে নিন।

 GP সিম দিয়ে আবার ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন আপনা কম্পিউটারে 

 যাদুকরের মতো হাত দিয়ে ধুঁয়া বেরকরুন। ম্যাজিক দেখান বন্ধুদের



পোস্টটি প্রথম মোঃ লিখেছিলেন সেন্টু খা
 তাই উনার কাছে আমরা কৃতজ্ঞ

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম