Page

My Blog List

Wednesday, August 27, 2014

পিসিতে থ্রিজি গতিতে জিপি সিম দিয়ে ফ্রি ইনটারনেট ব্যবহার করুন।

আমি আজ আপনাদেরকে জিপি সিম দিয়ে থ্রিজি গতিতে কিভাবে ফ্রি ইনটারনেট ব্যবহার করতে হয় সে সম্পর্কে বলব । নতুনদের বোঝার সুবিধার্থে আমি আজ মূলত এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব । আমি এটি নিজে ব্যবহার করি । প্রথমে আপনার জিপি সিম এ যে কোন একটি প্যাকেজ একটিভ করেন । আর যাদের প্যাকেজ একটিভ করা আছে তাদের নতুন করে প্যাকেজ একটিভ করতে হবে না । আপনি চাইলে 4MB এর ছোট প্যাকেজটা একটিভ করে নিতে পারেন একটিভ করার জন্য *500*80# ডায়াল করুন খরচ ২.৩০টাকা  ।  তারপর মডেম এ gpwap দ্বারা কানেক্ট করুন । নিচের ছবির মত


এবার update এই লিংক  এ ক্লিক করে ফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে রাখুন । তারপর TG HTTP সফটা instail দিন ।  instail হয়ে গেলে নিচের ছবির মত করে ছেটিংস করে নিন ।



 তারপর TG HTTP এর start বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।


তারপর By soft stay alive Software টা ওপেন করে নিচের ছবির মত করে ছেটিংস করে নিন ।



তারপর on বাটনে ক্লিক করুন নিচের ছবির মত ।


 তারপর বাউজারের network setting এ গিয়ে proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।


তারপর বাউজ করুন ইচ্ছা মত । বাউজ করার সময় সিমে টাকা রাখবেন না তাহলে টাকা কেটে নিতে পারে ।
অনুরুপভাবে IDM এ proxy তে 127.0.0.1 এবং port 8080 দিন  নিচের ছবির মত ।


এরপর ইছামত ডাউনলোড করুন । নিচে আমার ডাউনলোডের স্কিনসট দেওয়া হলো ।





আজ এ পযন্তই, আল্লাহ হাফেজ।
আর নতুন নতুন পোস্ট এর জন্য এখানে দেখুন

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম