Page

My Blog List

Tuesday, August 27, 2013

শত্রুর কম্পিউটার ধংস (ফর্মেট) করুন এক ক্লিকে

আজ আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি। এটি হল একটি কোড। আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্স ড্রাইভ করে দিবে ফরম্যাট। হি হি হি। তবে এটির কোন খারাপ ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না।
ছোটবেলায় অনেক সাইবার ক্যাফের হার্ডডিক্স ফরমেট মেরে দিয়ে আসতাম এইটা দিয়ে!!!
কোডটি হল নিচের লাইনটি।

01001011000111110010010101010101010000011111100000 

 

কিভাবে ব্যবহার করবেন
> কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।

> এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।

> এবার এই ফাইলটি আপনার শত্রুর পিসির যে কোন ড্রাইভে রাখুন।

> এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।


> ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান।

> এখান থেকে Change Icon এ যান।

> এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।

> সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।
> আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম