Page

My Blog List

Wednesday, August 28, 2013

অবশেষে থ্রিজি ও ব্যান্ডউইথের মূল্য হ্রাস পাচ্ছে সেপ্টেম্বর মাসেই

আসসালামু আলাইকুম।
বাংলাদেশের কাঙ্ক্ষিত থ্রিজি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বিটিআরসি। আর তাই আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে আবারও চেয়ারম্যান সুনিল কান্তি বস বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসেই চালু হচ্ছে থ্রিজি। এদিকে একই অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন সেপ্টেম্বর মাসে আবারো ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন।
আজ ২০ আগস্ট রাজাধানীর একটি হোটেলে '১০ম এশিয়া প্যাসেফিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফোরাম (এডিএফ-১০)' শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এ সময় দেশে ইন্টারনেটের সহজলভ্যতাকে সরকার প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ইন্টারনেট সহজলভ্য করতে ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যকে আরো সহজলভ্য করতে সরকার কাজ করছে।
ইন্টারনেট সহজলভ্য করতে ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যকে আরও সহজলভ্য করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সাহারা খাতুন বলেন, প্রথাগত যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এসেছে।

ডিজিটাল ডিভাইস সবার হাতে হাতে। টেলিকম সেক্টরে বাংলাদেশ এগিয়ে গেছে। সরকারের আন্তরিকতার কারণে মোবাইল সহজলভ্য হয়েছে। এসব কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে যোগাযোগ সেক্টরে।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশের মানুষ থ্রিজি সেবার সুফল পেতে শুরু করবে। দেশের জনশক্তি উন্নয়নে থ্রিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
তিনি বলেছেন, থ্রিজি নিলামের পর দেশের প্রায় সবগুলি অপারেটর থেকেই এই সেবা চালু করা গেলে দেশের জনশক্তি উন্নয়নে থ্রিজি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে এই সেবা চালু করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সেক্রেটারি জেনারেল তসিউকি ইয়ামাদা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দেশি ও বিদেশি আইসিটি-টেলিকম বিশেষজ্ঞরা এতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, বিটিআরসির সহযোগিতায় এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি আয়োজনে ফোরাম চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। তিন দিনব্যাপী আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট সামিটে মোট ১০টি ওয়াকিং সেশন অনুষ্ঠিত হবে।
বিটিআরসির সূত্র জানিয়েছে, মোবাইল, ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস, টেলিকমিউনিকেশন ও আইসিটিখাতে এশিয়া অঞ্চলের উন্নয়নের জন্য সরকার, রেগুলেটরস, শিল্পমালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে একটি প্লাটফরম তৈরি করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
*********************************************************
টিউনটি করেছিলেন : Gameb0y                        *                                 www.technologyrbd.blogspot.com
Read more ...

gp সিম দিয়ে ফ্রী তে পৃথিবী ব্রমন করুন।

আসসালামু আলাইকু। কেমন আছেন? মনেহয় ভালো...... আরো ভালো রাখার জন্য হাজির হলাম ছুট একটা পোস্ট নিয়ে।

চলুন গ্রামীণ সিম লাগানো জাভা মোবাইল টা সাথে নিয়ে গুগল এর ম্যাপে চড়ে ফ্রী তে পৃথিবী ভ্রমন করে আসি।
  • আসলে গুগল ম্যাপ এত বেশী মেগাবাইট লাগে যে আমদের মিনিপ্যাক ব্যবহারকারীরা এর আশেপাশে যেতে পারে না তাই আমরা এটা ফ্রী চালাব। তো চলুন জানি এর জন্য আমাদের কি করতে হবে।



  • এই zip ফাইলটা ডাউনলোড করুন
            Google Maps By Ridowan.zip
  • এবার ব্লু এফ টি পি দিয়ে rename করে .zip কেটে দিয়ে ওকে করে বের হয়ে আসুন।
  • তারপর ম্যামরী কর্ডে গিয়ে rename করে .jar লাগিয়ে দিন ব্যাস কাজ শেষ।
  • gp mms সেটিং যদি না থাকলে ডাউনলোড করুন এখান থেকে
             GP MMS.prov
  • হারামীর ফোনকে আনলিমিটেড বাঁশ দিতে থাকুন।
Read more ...

Tuesday, August 27, 2013

শত্রুর কম্পিউটার ধংস (ফর্মেট) করুন এক ক্লিকে

আজ আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি। এটি হল একটি কোড। আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্স ড্রাইভ করে দিবে ফরম্যাট। হি হি হি। তবে এটির কোন খারাপ ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না।
ছোটবেলায় অনেক সাইবার ক্যাফের হার্ডডিক্স ফরমেট মেরে দিয়ে আসতাম এইটা দিয়ে!!!
কোডটি হল নিচের লাইনটি।

01001011000111110010010101010101010000011111100000 

 

কিভাবে ব্যবহার করবেন
> কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।

> এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।

> এবার এই ফাইলটি আপনার শত্রুর পিসির যে কোন ড্রাইভে রাখুন।

> এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।


> ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান।

> এখান থেকে Change Icon এ যান।

> এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।

> সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।
> আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..।

Read more ...

Jonom Jonom Video Song (2013 HD Exclusive) By Imran Ft Porshi

undefined

 

 

 

 

Full HD 1080p Jonom Jonom Imran Ft Porshi

Song: Jonom Jonom
Singer: PORSHI & IMRAN
Directed by : Rommo Khan
DOP : Arifuzzaman
Tune & Composed by : Imran
Lyric: Robiul Islam Jibon
Album: PORSHI 3
File: Jonom Jonom Imran Ft Porshi.mp4
Size: 232431210 bytes (221.66 MiB), duration: 00:05:46, avg.bitrate: 5374 kb/s
Audio: aac, 44100 Hz, stereo (und)
Video: h264, yuv420p, 1920×1080, 25.00 fps(r) (und)

Download Link 1080p HD 221 MB File

          ( Click on the link to download the Click here to skip )

Download Link 720p HD 121 MB File

 

 (Mobile Download)

Download Link 360P HDD 29 MB File

Read more ...

বাংলালিংক ফ্রী ইন্টারনেট ( Banglalink free internet )

আপনারা ইতিমধ্যে সকলে জানেন কিভাবে GP-MMS ট্রিক ইউজ করে ফ্রী ইন্টারনেট ইউজ করা যায়, আমি নিজের বাসায় গত ১ বছরে ইন্টারনেট সেবা গ্রহনের জন্য ১ টাকা ব্যয় করিনি। আমার বিরুদ্ধে হরেক প্রকার অপরাধ আরোপ করা যেতে পারে:
1. গ্রামীনফোনের ইন্টারনেট চুরি
2. বাংলালিঙ্ক এর ইন্টারনেট চুরি
3. প্রতিবেশীর ওয়াইফাই ব্যান্ডওয়াইথ চুরি ইত্যাদি ইত্যাদি,
বলে নেওয়া ভাল দুদিন আগে সখ করে একটা সস্তা ফোন কিনেছি Symphony D67, অভ্যাসবসতই আমি কখনো ইন্টারনেট ব্যাবহার করার জন্য নেটওয়ার্ক অপারেটর গুলোকে একটা পয়সা দেইনি এবং ভবিষ্যতেও দেওয়ার কোন প্রশ্ন আসে নাহ। কিন্তু প্রায় ৩ ঘন্টা গবেষণা চালানোর পরে অবশেষে বাংলালিঙ্ক, এয়ারটেল এবং গ্রামীনফোনের প্রক্সি নেট ব্যবহার করে এই সস্তা ফোনেও ফ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হলাম।
আপনারা সবাই Opera Mini তে ফ্রী নেটের ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু কখনো চিন্তা করেছেন, Facebook for Every Phone দিয়ে বিনামূল্যে ফেসবুক ইউজ করা যায় কিনা? Banglalink-MMS ট্রিক এ্যাপ্লাই করে Symphony D67 ফোনে খুব সহজে এবং কোন রকম ঝামেলা ছাড়াই ফেসবুক এর ডিফল্ট এ্যাপ ইউজ করা যায়।
এর জন্য বিশেষ কোন দক্ষতা জানা দরকার নেই, আপনি Connectivity তে গিয়ে কেবল ডিফল্ট কানেকশন হিসাবে Banglalink-MMS সিলেক্ট করুন, ধুমায়া ফেসবুক ইউজ করুন। ওহ, এই সিস্টেমে ডিফল্ট ব্রাউজার ইউজ করে
 ডাউনলোডও দিতে পারবেন, কোন প্রকার ডিসকানেক্ট হবে নাহ, বাংলালিঙ্ক এর MMS গ্রামীনের মত ডিসকানেক্ট খায় না ৩ মিনিট পর পর! কিন্তু ডিফল্ট অপেরা মিনি কাজ করবে নাহ। আপাতত ডিফল্ট ওপেরা মিনি কাজ করতেছে নাহ কিন্তু সমস্যা নাই আমি একটু গবেষনা করে নেই ওটাও কাজ করবে!


একটু সাহায্য চাই, যদি সিম্ফণী ফোনে বাংলালিঙ্ক এর এম এম এস ট্রিক এ্যাপ্লাই করে ফ্রী নেট চালানো যায় তবে এই নেট পিসিতে চালানো যাবেনা কেন যদি কেউ সাহায্য করতে পারেন তবে খুশি হবো, বাংলালিঙ্ক এর MMS-Trick এর একটা সুবিধা হলো এইটা গ্রামীনের মত বারবার ডিসকানেক্ট খায় নাহ। আমি আমার এ্যান্ড্রয়েড ফোনে চেষ্টা করে দেখলাম সেখানে এই পদ্ধতি কাজ করলো নাহ, আফসোস!




পোস্ট টি  জর্জ অলড্রিন ঘোষ এর প্রকাশিত
Read more ...

Sunday, August 25, 2013

এক শক্তিশালী সৌরঝড় আসছে আমাদের পৃথিবীরে দিকে ২,৪ দিনের মধ্যে। আসুন সবাই আল্লাহর কাচে মাথা নত করি

আসসালামু আলাইকুম।
নাসার বিজ্ঞানীগণ গত মঙ্গলবার সকালে সূর্যের চারদিক থেকে এক প্রকান্ড জ্যোতির্বলয় নির্গত হতে দেখেছেন। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো এটি থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৫৭০ মাইল বেগে মহাকাশে ছড়িয়ে পড়ছে বিলিয়ন বিলিয়ন টন বিভিন্ন ধরণের কণা। আর নাসার মতে, এই ঝড়টি এখন এগিয়ে আমাদের পৃথিবীর দিকেই।
নাসার পক্ষ থেকে জানানো হয়েছে- এই ঝড়টি আগামী এক থেকে তিন দিনের মাঝেই আঘাত হানবে আমাদের পৃথিবীতে এবং এর ফলে তৈরী হবে এক ভূচৌম্বকীয় ঝড়।

সুসংবাদ হলো এই সৌরঝড় নিয়ে আমাদের অর্থাৎ পৃথিবীর অধিবাসীদের দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীগণ। কারণ এই কণাগুলো বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে পৌঁছাতে পারবে না। তবে তারপরও পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। কারণ এই ঝড় আমাদের কোনো ক্ষতি না করলেও পৃথিবীর এবং স্যাটেলাইটের ইলেকট্রনিক সিস্টেম এর দ্বারা আক্রান্ত হবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। ফলে আমাদের পাওয়ার গ্রিড, মোবাইল ফোনের নেটওয়ার্ক ব্যবস্থা কিংবা জিপিএস এর মতো দৈনন্দিন অপরিহার্য বিষয়গুলো ব্যবহারে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
তবে এরকম সৌরঝড়ের কবলে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিকল হবার ঘটনা এটাই প্রথম নয়। এই বছরের শুরুতেই এরকম এক ঝড়ের কারণে কিছু সময়ের জন্য অচল হয়ে পড়েছিলো আমাদের রেডিও কমিউনিকেশন সিস্টেম।

‘সেকেন্ডে ৫৭০ মাইল’ কথাটা শুনতে খুব ভয়ংকর শোনালেও এই ব্যাপারে নাসার মতামত, এরকম সৌরঝড়গুলো সাধারণত এই মাত্রার গড় গতিবেগেরই হয়ে থাকে। আর এ ধরণের সৌরঝড়ে এর আগেও ক্ষয়-ক্ষতির পরিমাণ খুব একটা বেশি ছিলো না বলেই তাদের অভিমত।
এই তীব্র গতিশীল কণাগুলো আমাদের বায়ুমণ্ডল অতিক্রমের সময় পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। ফলে ছড়িয়ে পড়বে লাল, নীল এবং সবুজ রঙের চোখ ধাঁধানো আলোকচ্ছটা।
এই তথ্যটি জানা যায় এখানে : http://news.cnet.com/8301-11386_3-57599632-76/stormy-weather-on-the-sun-heading-toward-earth/

লিখায় ভুলত্রুটি হলে সুভ দৃষ্ট তে দেখবেন।
আল্লাহ হাফেজ।।
 
Read more ...

Saturday, August 24, 2013

USB দিয়ে তৈরি করুন Windows XP এবং পেন্ড্রাইভ দিয়ে সেটআপ দিন আপনার কম্পিউটার

শিরোনাম পড়েই হয়তো বুঝে গেছেন যে আমি কি বিষয়ে পোস্ট লিখতে চলেছি। বর্তমান জুগে ইউ এস বি (USB) এর প্রয়োজনিতা এত বেড়েছে তা বলে বা লিখে প্রকাশ করা যাবে না। তাই আজ আমি আপনাদের সাথে ইউ এস বি (USB) দিয়ে কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন তাই দেখাব।
অনেকের ল্যাপটপ অপটিক্যাল সিডি রোম বা ডেক্সটপ পিসির সিডি রোম নষ্ট হয়ে যাওয়ার কারনে উইন্ডোজ ইন্সটল করা অনেক ঝামেলার হয়ে যায়। তাই সেই ঝামেলা থেকে মুক্তি দিতে আপনাদের জন্য আমার এই পোস্ট।

প্রথম ধাপঃ ডাউনলোড

এখানে ক্লিক করে সফটওয়্যার টি জিপ (*.zip) আকারে ডাউনলোড করুণ এবং সেটি ওপেন করুণ। একটি ফোল্ডার পাবেন সেটাকে আপনার যেকোনো একটি ড্রাইভ যে ড্রাইভে ৭৫০ মেগাবাইট খালি আছে সেখানে রাখুন।

(Password: bdrong)

দ্বিতীয় ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক প্রয়োজন

এবার আপনার পিসিতে ৭৫০ মেগাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন একটা মেমোরি কার্ড বা যেকোনো USB ফ্ল্যাশ ডিস্ক প্রবেশ করান।
মনে রাখবেনঃ USB তে যে ডিভাইস টি প্রবেশ করিয়েছেন তার মধ্যে প্রয়োজনীয় কোন ফাইল থাকলে সরিয়ে রাখুন কারন সেটা ফরম্যাট করতে হবে।

তৃতীয় ধাপঃ ফরম্যাট ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক

মনে রাখবেনঃ নিচের সকল ধাপ গুলো উইন্ডোজ এক্সপি দিয়ে করতে হবে। অন্যান্য অপারেটিং সিস্টেম দিয়ে করলে হয়তো ছোট-খাটো সমস্যা হতে পারে। আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কোন সমস্যা নাই।
আপনার ডাউনলোড করা সেই ফোল্ডার টি অপেন করুণ এবং সেখানে USB_MultiBoot_10.cmd নামে একটি ফাইল আছে সেটা ওপেন করুণ
। দেখুন নিচের চিত্রের মত একটি উইন্ডো ওপেন হয়েছে।

কিবোর্ড থেকে যেকোনো একটি বাটন চাপ দিন। আবার আগের উইন্ডো তে নতুন ম্যাসেজ সেখানে ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য কয়েক ধরনের সফটওয়্যারের বর্ননা দেয়া আছে।
আমরা উপরের দেখা চিত্রের দেখানো ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক ফরম্যাট করার জন্য প্রথম সফটওয়্যার টা ব্যাবহার করব। তার জন্য কিবোর্ড থেকে P লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত নতুন উইন্ডো আসবে।
এবার সব কিছু বহাল রেখে স্টার্ট (Start) বাটনে ক্লিক করুণ।
ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ
আবারও ইয়েস (Yes)  বাটনে ক্লিক করুণ
এবার ওকে (OK) বাটনে ক্লিক করুণ
এবার PeToUSB সফটওয়্যার টি বন্ধ করলেই আগের উইন্ডোতে নিচের চিত্রের মত নতুন ম্যাসেজ আসবে।

চতুর্থ ধাপঃ ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এক্সপি ডাউনলোড

এখন আপনার পিসিতে উইন্ডোজ এক্সপির একটা সিডি প্রবেশ করান (কি? আপনার সিডি রোম নষ্ট? এক্ষনি কারও ধার করেন আনেন। বা আপনার হার্ড ডিস্ক এ যদি উইন্ডোজ এক্সপির সিডি কপি করা থাকলে সিডি রোমের প্রয়োজন নাই।) এক্সপির সিডিটা হয়তো অটমেটিক ওপেন হতে পারে সেটাকে বন্ধ করুণ।
উপরের দেখা চিত্রে দেখানো উইন্ডোতে কিবোর্ড থেকে ১ (1) লিখে এন্টার বাটনে চাপ দিন। নিচের চিত্রের মত আসবে।
এবার কোনটি আপনার প্রবেশ হওয়া উইন্ডোজ এক্সপির সিডি ড্রাইভ টি দেখিয়ে দিন বা আপনার হার্ড ডিস্ক এর কোন জায়গাই উইন্ডোজ এক্সপির সিডি কপি করা আছে তা দেখিয়ে দিয়ে ওকে (OK) করুণ। নিচের মত একটি উইন্ডো আসবে।
উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ। নিচের চিত্রের মত আসবে।
উপরে চিত্রের উইন্ডো তে ইয়েস (Yes) বাটনে ক্লিক করলে এখনি প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে এতে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কম সময় লাগবে ও অটোমেটিক ইন্সটল হবে। নো (No) বাটনে ক্লিক করলে এখন কিছু প্রয়োজনীয় তথ্য ও উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে উইন্ডোজ ইন্সটল করতে হবে। আর যদি ক্যানসেল (Cancel) করেন তাহলে উইন্ডোজ ইন্সটল হওয়ার সময় সকল তথ্য দিতে হবে।
আমার মতে সেখানে ইয়েস (Yes) করাটাই ভালো হবে। তাই ইয়েস করুণ এবং নিচের চিত্র অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্য দিন।
এখানে আপনার নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ Aminul Islam
এখানে আপনার অরগানাইজেশন এর নাম দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ যেমনঃ BD RONG DOT COM
এখানে উইন্ডোজ এক্সপির সিরিয়াল নং দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুণ। মনে রাখবেনঃ এখানে যে সিরিয়াল টি দেয়া আছে সেটা উইন্ডোজ ইন্সটল করার পর এক মাস মেয়াদ হবে। তাই আপনার সিডির সাথে দেয়া সিরিয়াল ব্যবহার করুণ।
এখানে আপনার পিসির কি নাম রাখবেন তা লিখুন। মনে রাখবেনঃ এমন একটি নাম ব্যবহার করুণ যে নামটি আপনার ফুল নেম ও ইউজার নেম এর সাথে হুবহু না মিলে যায়।
এখানে Administrator একাউন্টের জন্য পাসওয়ার্ড দিন। না দিতে চাইলে স্টার (*) লিখে ওকে করুণ।
এখানে আপনার টাইম জোন এর কোড দিন। এখানে বাংলাদেশ এর টাইমজোন নাই তাই বলে চিন্তার কোন কারন নাই। ২০৫ লিখে দিন এবং উইন্ডোজ ইন্সটল করার পর টাইম ঠিক করে নিবেন।
যারা ল্যান নেটওয়ার্ক ব্যবহার করেন তারা এখানে তাদের ওয়ার্কগ্রুপ  এর নাম দিন। আর যারা এই সম্বন্ধে বুঝেন না তারা WORKGROUP  লিখে ওকে করুণ।
এখানে আপনার ব্যবহারকারী নাম দিন যে নামটা স্টার্ট মেনুতে দেখা যাবে।
একবার চোখ বুলিয়ে দেখেনিন সব কিছু ঠিকঠাক আছে কি না। ঠিক থাকলে ওকে (OK) বাটনে ক্লিক করুণ। এবার আগের উইন্ডো তে নিচের মত নতুন ম্যাসেজ আসবে।
এবার এখানে ২ (2) লিখে এন্টার বাটনে চাপ দিন দেখুন নিচের মত একটা উইন্ডো আসবে।
এবার আপনার পিসিতে যুক্ত হয়ে থাকা আপনার ইউএসবি (USB) ফ্ল্যাশ ডিস্ক টি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করুণ। আগের উইন্ডো তে ফেরত যাবে। সেখানে ৩ (3) লিখে এন্টার বাটনে চাপ দিন তাহলেই আপনার USB ফ্ল্যাশ ডিস্ক এ উইন্ডোজ এর সেটাপ ফাইল গুলো কপি হওয়া সুরু করবে।

কপি চলাকালীন উইন্ডো টি উপরের চিত্রের মত স্ক্রলিং হতে থাকবে। কপি সুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে নিচের চিত্রের মত একটি ম্যাসেজ  আসতে পারে।
এখানে ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।
কপি হচ্ছে ………………………………… ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। এর মধ্যে আবারও নিচের মত একটি মাসেজ আসবে।
এখানেও ইয়েস (Yes) বাটনে ক্লিক করুণ।
ব্যাস হয়ে গেছে এবার যেকন একটি বাটনে চাপ দিন সাথে সাথে উপরের উইন্ডো টি বন্ধ হয়ে যাবে। হয়ে গেল আপনার বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ।

পঞ্চম ধাপঃ উইন্ডোজ ইন্সটল

এবার যে পিসিতে উইন্ডোজ টি ইন্সটল করবেন সেই পিসিতে আপনার বানানো বুটেবল USB ফ্ল্যাশ ড্রাইভ টি যুক্ত করে পিসি রিস্টার্ট করুণ|
বুট করার জন্য বায়োস সেটাপ থেকে  First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ।  কিছু কিছু পিসিতে F2,F9,F10,Del,Esc তে বুট মেনু আসে সেখানেও First Boot হিসেবে Removal Device সিলেক্ট করতে পারেন।
মনে রাখবেনঃ কিছু কিছু পুরাতন পিসিতে USB ফ্ল্যাশ ড্রাইভ থেকে বুট নাও হতে পারে সেক্ষেত্রে আমার কোন দোষ নাই।
উপরের সকল কাজ গুলি ঠিক-ঠাক ভাবে সম্পন্ন করতে পারলে বুট মেনু তে নিচের চিত্রের মত আসবে।
এই মেনু থেকে প্রথম অপশন (1. Begin TXR Mode Setup Windows XP, Never unplug USB-Drive Until Logon) নির্বাচন করে এন্টার বাতনে চাপ দিন।
নিচের উইন্ডোর মত উইন্ডোজ এর সকল সেটাপ ফাইল কপি হওয়া সুরু করবে।
এর পরে যেভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ। সেটাপ চলা কালীন প্রথম রিস্টার্ট হওয়ার পর আবার সেই বুট মেনু থকে First Boot হিসেবে Removal Device সিলেক্ট করুণ। এবং নিচের চিত্র অনুযায়ী দ্বিতীয় অপশন (2. and 3. Continue with GUI Setup Windows XP + Start XP From HD1 ) নির্বাচন করে এন্টার বাটনে চাপ দিন।
একই ভাবে উইন্ডোজ এর সিডি থেকে ইন্সটল করে থাকেন সেই সকল পদ্ধতি অনুসরণ করুণ।
মনে রাখবেনঃ উইন্ডোজ সেটাপ চলাকালীন ভুল করেও আপনার USB ফ্ল্যাশ ড্রাইভ আপনার পিসি থেকে ডিস্কানেক্ট করবেন না।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই উইন্ডোজ এক্সপি ইন্সটল হয়ে যাবে।
আমার লেখা প্রথম পোস্ট টি আপনাদের কেমন লেগেছে ও আপনার কি কি বুঝতে সমস্যা হচ্ছে তা আমাকে মন্তব্যের মাধ্যমে জানান।
    *********          ****************                         ***********


ফ্রী ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ( IDM 7.1 ) ডাউনলোড করুন। সিরিয়াল কীর ঝামেলা নেই


ঘুলা ছবি পরিস্কার করুন এক ক্লিকে 

Read more ...

ফ্রী কল দিন ২৪ ঘনটা

প্রথমেই বলেন বন্ধুরা সাবাই
কেমন  আছেন, আশাকরি সবাই ভাল থাকেন। বেশ কয়েকটি টিউনস করেছি FM নিয়ে
আজকে আর FM ট্রান্সমিটর নয় , আজ আপনাদের কে উপহার দিব ওয়ারলেস
ট্রান্সমিটর+রিসিভার এক সাথে । আপনি আউটডোর এন্টেনা ব্যবহার করলে
হাফ কিলোমিটরের মধ্যে কথা রিসিভ এবং ট্রান্সমিট করতে পারবেন খুব ভাল করে।
বিনা পয়সা কথা বলুন রাত দিন ২৪ ঘন্টা, মোবাইল ফোনের টাকা বাছান ।
আসুন এবার সারকিটটির
ব্যবহার কিত ট্রান্জেষ্টর
গুলির সাথে পরিছয় হয়ে নেই।

BF 194 ট্রান্জেষ্টর সারকিটটি তে  বেশী ব্যবহার করা হয়েছে,
এ জন্যই আমরা ট্রান্জেষ্টরটি ভাল করে দেখে নেই , আমি
আগেও বলেছি একই নাম্বারের ট্রান্জেষ্টর বিভিন্ন কম্পানি
তৈয়ার করে যে কারণে ট্রান্জেষ্টর এর বেইজ,কালেক্টর,
ইমির, এ গুলি টিক থাকে না ,এভো মিটরদিয়ে B-C-E
বের করতে হয়। এভো মিটর দিয়ে B পা টি বের করা সহজ
কিন্তু C=E এভো মিটর দিয়ে নুতন দের জন্য বের করা কঠিন,
এ জন্য ট্রান্জেষ্টরটির দুইটি ছবি দিয়েছি । এবারে নিচের ছবিটি দেখুন।

ভাল করে লক্ষ্য করুন , যদি BF 194  ট্রান্জেষ্টরের বেইজ মাঝকানে থাকে
তাহলে ডানের পা টি কালেক্টর, বামের পা টি ইমিটর হবে ।
BF 194 ট্রান্জেষ্টর এর বামের পা টি বেইজ থাকে তাহলে ডানের পা টি
কালেক্টর, মাঝকানের পা টি ইমিটর হবে।এ ভাবেই ট্রান্জেষ্ট এর পা গুলি ছিনে নিব।

এবারে আসুন  BC 148 ট্রান্জেষ্টর, এই ট্রান্জেষ্টরটি মিটর দিয়ে না মাপলে ও
চলবে কারন  BC গ্রোপের সব ট্রান্জেষ্টটর এর মাঝে বেইজ ডানে ইমিটর
বামে কালেক্টর থাকে । এবারে আসুন সারকিটটি রিসিভার অংশ টুকু দেখি

Q1 থেকে Q3 =BF194 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। Q4 = BC 148 , Q5=SL100 ট্রান্জেষ্টর ব্যবহার করা হয়েছে। কোয়াটার ওয়াট রেজিষ্টর ব্যবহার করা হয়েছে 12 টি
3টি 10.7 মেগাহার্স সিরামিক ফিল্টার ব্যবহার করা হয়েছে । কেপাসিটর 6 টি ডায়ড 1 টি ভেরিএবল রেজিষ্টর 1 টি। এবারে আসুন রিসিভার এবং ট্রান্সমিটর এক সাথে দেখে নেই।

আইসিটির নাম্বার  CD4011 । 6 পিনের একটি পুশ সুইচ ছবিটিতে যেমন দেখানু হয়েছে টিক এই রকম সাইজ দেখে কিনে নিবেন । ওয়ারলেস টান্সমিটর মানেই একাদিক কয়েলের ঝামেলা
এই সারকিটটিতে একটি কয়েল ও ব্যবহার করা হয় নাই, এ জন্যই আমি মনে করি সারকিটটি নুতন দের জন্য তৈয়ার করতে সহজ হবে । ধর্য সহকারে চেষ্টা করুন । আশাকরি হয়ে যাবে।
এবার আসুন সারকিটটি কি ভাবে ব্যবহার করবেন
প্রথমে আপনাকে এ রকম দুইটি সারকিট তৈয়ার করতে হবে । কথা বলার সময় পুশ সুইছটি চাপ দিয়ে কথা বলবেন , কথা বলা শেষ হলে সুইচ টির চাপ ছেড়ে দিবেন। এ ভাবেই সরকিটটি
ব্যবহার করবেন। সারকিটটিতে Dc 6 v পাওয়ার সাপ্লাই দিবেন । আশাকরি সবাই সরকিটটি তৈয়ার করবেন। মজার বিষয় হল টিক এ রকম সারকিট যত গুলিই তৈয়ার করবেন সব সারকিট
গুলির সাথে । এক সাথে কথা বলা যাবে, পুশ সুইচ টি চাপ দিয়ে কথা বললে সব সারকিটেই কথা শুনা যাবে।
আজকের মত বিদায় নিলাম। 


Google প্রতি সেকেন্ডে কত টাকা আয় করছে ? না জানলে জেনে নিন।

 GP সিম দিয়ে আবার ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন আপনা কম্পিউটারে 

 যাদুকরের মতো হাত দিয়ে ধুঁয়া বেরকরুন। ম্যাজিক দেখান বন্ধুদের



পোস্টটি প্রথম মোঃ লিখেছিলেন সেন্টু খা
 তাই উনার কাছে আমরা কৃতজ্ঞ
Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম