Page

My Blog List

Monday, January 6, 2014

অ্যান্ড্রয়েডের মোবাইল দিয়ে এবার ফ্রি কল করার দারুন অ্যাপ- Viber ব্যাবহার করুন আপনিও



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
অ্যান্ড্রয়েডের মাধ্যমে সহজেই থ্রিজি (3G) অথবা ওয়াইফাইয়ের (WiFi) মাধ্যমে `ভাইবার’ (Viber) নামক এই অ্যাপটি দিয়ে যোগাযোগ করা যায়। যদিও অ্যাপটি অনেকটা স্কাইপি’র (Skype) মতো। যতই দিন যাচ্ছে, ততই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভাইবারে (Viber) আপনার ফোনটিই হবে আপনার নিজস্ব একমাত্র (ইউনিক) আইডি (ID)। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের মধ্যে যত কন্ট্যাক্ট (Contact) লিস্ট আছে, তার সবই সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম। অ্যাপটি রয়েছে আরো কিছু বৈশিষ্ট্য:-
১. ফ্রি কল এইচডি সাউন্ড কোয়ালিটি (HD Sound Quality)
২. গ্রুপ (Group) বা দল তৈরী করা যায় ৪০ জন পর‌্যন্ত
৩. স্টিকার (Sticker), ইমোটিকন (Emoticon)ও আছে এতে
৪. লোকেশন (Location) বা অবস্থান পাঠানোর সুযোগ আছে এতে,
৫. ভাইবার বন্ধ থাকলেও পুশ (Push) নোটিফিকেশনের মাধ্যমে এটি সহজেই জানান দেয়,
৬. ফোনের গ্যালারি (Gallery) থেকে সরাসরি ফটো (Photo) ও ভিডিও (Video) শেয়ার করা যায়,
এছাড়া অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম