Page

My Blog List

Monday, January 6, 2014

আপনার Nokia N8 মোবাইল hard reset দিন খুব সহজে

আসসালামু আলাইকুম | আশাকরি সবাই আল্লাহ্‌র রহমতে সবাই  ভাল আছেন | আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখন আর কথা  না বাড়িয়ে চলুন কাজের কথায় যাই , স্মার্ট ফোন উল্টাপাল্টা চালাতে চালাতে বা ভুল অপারেটিং করতে করতে ফাংসন বা প্রোগ্রাম এলোমেলো হযে যায় বা লক হযে যায় তখন প্রয়োজন হয় ফোন টি মাস্টার রিসেট দিতে| আজকে আমি দেখাবো কিভাবে নকিয়া  n8 ফোন মাস্টার রিসেট বা হার্ড রিসেট দিতে হয় |
  1. প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন তারপর
  2. একসাথে কামেরা বাটন , মেনু বাটন , ভলিয়ম - বাটন  চাপ দিয়ে ধরে রেখে পাওয়ার বাটন চাপ দিয়ে  কিছুক্ষণ   একসাথে  ধরে রাখতে হবে
  3. পাওয়ার বাটন চাপ দেওয়ার পর  ফোনটি ভাইব্রেশন হওয়ার সাথে সাথে শুধু পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে এরপর
  4. যখন পিন কোড চাইবে তখন বাকি  তিনটি  বাটন ছেড়ে দিন
  5. এখন পিন কোড দিয়ে ok চাপুন বাস আপনার কাজ শেষ

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম