Page

My Blog List

Saturday, September 7, 2013

মোবাইল ব্যাবহারের সতর্কতা। মোবাইল ব্যাবহারকারি হিশেবে অবশ্যই জানা দরকার।

আসাসালামু আলাইকুম। বর্তমানে প্রায় প্রতিটা ঘরেই মোবাইল ফোন ব্যাবহার করা হয়। অসতর্ক ভাবে মোবাইল ব্যাবহারের কারনে নানা
ধরনের ক্ষতি হতে পারে। আপনাদের মধ্যে তুলে ধরছি মোবাইল ফোন ব্যাবহারের ক্ষতিকারক দিক গুলি।











  • ফোন রিসিভ করুন বাম কানে।
  •   ব্যাটারীর চার্জ যখন এক পয়েন্ট বা কম তখন মোবাইল ব্যাবহার খুবই বিপদজনক। তখন রেডিয়েশন ১০০০গুন বেড়ে যায়।
  • মোবাইল চার্জে লাগিয়ে কথা বলবেন না এটি বিপদজনক।
  • বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাবেন না, এর ফলে রেডিয়েশন সরাসরি মস্তিষ্কে যায়। যা মস্তিষ্কের ক্ষতি/এফেক্ট করতে পারে।
  • সম্ভব হলে ফোন বন্ধ করে বা এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমাবেন।
  • সাবধান গাড়ি বা বাইক চালিয়ে ফোনে কথা বলবেন না, আপনার হয়ত ক্ষতি কম হবে দুর্ঘটনায় কিন্তু ঐ পথচারী কেন আপনার জন্য ভুক্তভোগী হবে।
  • মোবাইল বা স্মার্টফোন ব্যাবহারে সতর্ক থাকুন একটানা অনেক্ষন নেশার মত ব্যাবহারের ফলে বিভিন্ন মানসিক সমস্যা বা ডিপ্রেশনজনিত জটিলতা হতে পারে।
তাছাড়া অতিরিক্ত আসক্ত হয়ে পড়লে দেখবেন আপনার চারপাশের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে।

স্বাভাবিকভাবেই আমরা যারা প্রযুক্তিমনা মানুষ তাদের সামাজিক যোগাযোগটা অনেকটাই ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। যদি ও জিনিসটা ভাল কিন্তু আপনি একটু
সতর্ক থাকুন যেন আপনার মা, বাবা, পরিবারের বা আপনার বাস্তবজগতের মানুষের সাথে যেন দূরত্ব সৃষ্টি না হয়।


 ভালভাল তথ্য পেতে মডার্ন টেকনোলজি সাইটটি ভিজিট করুন।
ভিজিট করতে এখানে ক্লিক করুন

 কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম