Page

My Blog List

Tuesday, April 29, 2014

এবার আপনার ডেস্কটপেই আসবে আপনার ফেসবুকের সব নোটিফিকেশন

আমরা সবাই জানি যে, ফেসবুক বর্তমান বিশ্বের অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন যোগাযোগ কমিউনিটি ওয়েবসাইট। কিন্তু এখানে তো আর সবসময় থাকা হয়ে ওঠে না অনেকেরই তাদের কাজের জন্য। যাই হোক, আপনার অনেক সময় নোটিফিকেশন চেক করার জন্য ফেসবুকে প্রবেশ করতে বা ব্রাউজারে বার বার ডু মার হয় – মাঝে-মাঝেই যা সত্যিই একটা বিরক্তকর ব্যাপার। তাই আজ গুগল ক্রোম ব্যবহারকারীর জন্য নিয়ে এলাম এমন একটি এক্সটেনশন যেটির দ্বারা আপনি একবার ব্রাউজার দিয়ে ফেসবুকে লগইন করে থাকলেই চলবে। এরপর Fruumo Notifier প্লাগইন আপনার ক্রোমে ইনস্টল করার পর থেকে আপনার ফেসবুকের সব নোটিফিকেশন পাবেন আপনার পিসির ডেস্কটপে।
http://www.a2zsof.blogspot.com
এছাড়াও রয়েছে এই এক্সটেনশনটির আরো অনেক অনেক ফিচার যা, আপনি ইনস্টল করার পরেই পাবেন। বিস্তারিত পাবেন এখানে
Download This Extension From Chrome Web Store
তাহলে এবার এটি তাড়াতারি ইনস্টল করে নিন আপনার গুগল ক্রোম ব্রাউজারে আর উপভোগ করুন এর মজা। আজ আর কিছু বলবো না, সবাই ভাল থাকবেন এই প্রত্যাশাই করি।
এছাড়া আমি নিজে একটা বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট খুলেছি মন চাইলে ভিজিট করে আসতে পারেন। আশা করি ভাল লাগবে! কোন সমস্যা বা ভুল ত্রুটি অবশ্যই জানাবেন সাইটটি নতুন তাই আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। টিটির সকল এডমিন, মডারেটর ও সকল সদস্যকে আমার পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। সাইট লিংক Click Here

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম