শিরুনাম দেখে কি চোখ কপালে উঠে পরেছে? না কপালে উঠার কিছু নেই। শুধু নিচের মত কাজ করুন আর ইন্টারনেট আছে এমন যে কোন মোবাইল দিয়ে আপনার কম্পিউটারে ইন্টারনেট চালান।
সর্বপ্রথমেই নিচের লিঙ্ক থেকে Symphony Modem Installer নামের মাত্র ৬ মেগাবাইটের সফটওয়ারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিঙ্ক
তারপর যথানিয়মে ইন্সটল করুন।
এখন আপনার মোবাইলকে ক্যাবল আপনার কম্পিউটারের সাথে যুক্ত করুন। যখন কানেক্ট করবেন তখন দেখুন মোবাইলের স্ক্রিনে ২-৩টি অপশন এসেছে। এখান থেকে Com port নির্বাচন করে দিন।
এখন Start – All program – Symphony Modem Connector – SymphonyDialler.exeতে ক্লিক করুন। সফটওয়ারটি ওপেন হবে। এখন File – Create New Connection অথবা Ctrl+ N এক সঙ্গে চাপুন। নিচের মত আসবে।
Next বাটনে ক্লিক করুন। তারপর কিছুক্ষন অপেক্ষা করুন। যখন Finish বাটন আসবে তখন Finish বাটনে ক্লিক করুন।
ড্রপডাউন মেনু থেকে আপনি যে সীম ইন্টেরনেট চালাবেন সেটি সিলেক্ট করুন। তারপর Connect Now বাটনে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
No comments :
Post a Comment