Page

My Blog List

Wednesday, February 5, 2014

আসুন মোবাইল এর কিছু জানা অজানা টিপস জেনেনিই

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, মোবাইলে ফোন এর জন্য কিছু টিপ্স/কোড এই কোড গুলো আমাদের অনেক সময় কাজে লাগবে। তাহলে আসুন কোড গুলো জেনে নিই।
* মোবাইলের Power মেনু ।

১। রবিঃ *140#

২। গ্রামীনফোনঃ *111#

৩। এয়ারটেলঃ *121#

৪। বাংলালিংকঃ *789#

**মোবাইলে কোন সিমটি ব্যবহার করছেন তা জানার নিয়মঃ

১। গ্রামীণফোনঃ *2#
২। বাংলালিংকঃ *511#
৩। রবিঃ *140*2*4#
৪। এয়ারটেলঃ *121*6*3#
৫। টেলিটকঃ tar লিখে send করুন 222 তে চার্জ প্রয্যোজ্য!
মোবাইলের IMEI কোড দেখার নিয়মঃ

*#06#
***মোবাইলে সিমের ব্যালেন্স দেখার নিয়মঃ

১। গ্রামীণফোনঃ *566#
২। রবিঃ *222#
৩। বাংলালিংকঃ *124#
৪। এয়ারটেলঃ *778#
৫। সিটিসেলঃ *811 *3#
*** আপনাকে কেউ কল করে বিরক্ত করলে আপনি যা করবেন :
*21*770# ডায়াল করুন বন্ধ করতে হলে ডায়াল করুন #21#

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম