Page

My Blog List

Monday, January 27, 2014

বাংলা নামায শিক্ষা সফটওয়্যার Java মোবাইলের জন্য ডাউনলোড করুন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সমস্থ প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন ও তাঁর হাজারও নিয়ামত দিয়ে আমাদের দুনিয়ায় কিছুটা সময় বসবাস করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করতেন না, যার মাধ্যমে আল্লাহ তায়ালা ইসলাম কে পরিপূর্ণ দ্বীন হিসাবে মনোনীত করেছেন,  যিনি আমাদের মুক্তির এক মাত্র কাণ্ডারি যার সুপারিশ আমাদের উপর বিশেষ রহমত তিনি হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই বলি (সাঃ)। আসুন সবাই একবার কালেমা পাঠ করি "লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ" । অর্থ আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত রাসুল।
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই হুকুম পালন ইবাদত করার জন্য, আর প্রতিটি নেক আমলই ইবাদত, সুবহানাল্লাহ ব্যবসা, বাণিজ্য, চলা-ফেরা, খাওয়া-দাওয়া কথা বলা ঘুমানো সবই ইবাদত হবে যখন আপনি এসব কাজ আল্লাহ তায়ালা নবী রাসূলদের দিয়ে যেভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন ও হাদিস কোরআন এ এসব বিষয় সম্পর্কে যেভাবে  লিপিবদ্ধ করেছেন ঠিক সে নিয়মে পালন করলে।
আল্লাহ তায়ালার সকল হুকুম পালন করা প্রতিটি মুসলিম নারী ও পুরুষের অবধারিত।  অন্য সব হুকুম এর মধ্যে নামায এর গুরুত্ব অত্যাধিক।  অবশ্যই আমাদের এই হুকুম অমান্য করা যাবে না। নবী করিম সাঃ যেভাবে নামায আদায় করেছেন ও তার সাহাবা গন দের  যে ভাবে শিক্ষা দিয়েছেন আমাদের নামায যেন ঐ রুপ হয়। আল্লাহু আমাদের সে তৌফিক দান করুন। আমিন
আমরা কিভাবে এই হুকুম এর সঠিক আমল করতে পারি তার জন্য তৈরি করা হয়েছে নামায শিক্ষা। এই নামায শিক্ষা  মূল বই "তালিমুস সালাত" এর বাংলা অনুবাদ। এখানে খুব সল্প পরিসরে দ্বান্দিক মাসায়েল এর আলোচনা না করে সহজ-সরলভাবে সংক্ষিপ্ত অথচ তথ্য সমৃদ্ধ আঙ্গিকে লেখা হয়েছে।
আর আমি এই বই জাভা সাপোর্টেড মোবাইল এর জন্য প্রকাশ করার উদ্যোগ নিই। কিন্তু বইটি বাংলা লেখায় হবে আর সব মোবাইলে বাংলা সাপোর্ট করেনা সে কথা মাথায় রেখে চিন্তা ভাবনা শুরু করি ও আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করি যেন আমি এ বিষয়ে সফল হয়।
খুজে পাই বাংলা পকেট কোরআন "সাইফ বিন মহাম্মাদ" ভাই এর ডেভেলপড  করা জাভা সফটওয়্যার আর সে সফটওয়্যার এ বাংলা ফন্ট সংযুক্ত  করা এর ফলে যাদের মোবাইলে বাংলা নেই তারাও বাংলা পড়তে পারবে, আর সফটওয়্যার টি প্রায় সকল জাভা সাপোর্টেড মোবাইলে ব্যবহার করা যায়।
সাইফ বিন মহাম্মাদ ভাইয়ের অনুমতি নিয়ে আমি বাংলা পকেট কোরআন সফটওয়্যার টি মডিফাই করে নামায শিক্ষায় রুপান্তর করতে সক্ষম হয়। তাই সাইফ বিন মহাম্মাদ ভাই কে আন্তরিক ভালবাসা ও দোয়া যে তিনি আমাকে এই অনুমতি দান করেছেন ও বিভিন্ন ভাবে সাহায্য করেছেন।
 
তো চলুন দেখি কি কি অধ্যায় থাকছে এই সফটওয়্যারেঃ
  1. প্রথম পাতায় রয়েছে "অনুবাদকের ভুমিকা"
  2. লেখকের মুল বক্তব্য
  3. কোরআন- হাদিস এর আলোকে কিছু কথা
  4. নামাজের ফজিলত
  5. তাহারাত (পবিত্রতা)
  6. ফরয নামায
  7. নামায যেভাবে আদায় করবেন
  8. জামাতের সহিত নামায
  9. জুম্মার নামায
  10. মুসাফিরের নামায
  11. মাসনুন যিকর সমূহ
  12. সুন্নত নামায
সমাপ্ত ।
আর সফটওয়্যার টির যেসব বৈশিষ্ট্য বিদ্যমানঃ
  • বাংলা বিটম্যাপ ফন্ট সংযুক্ত
  • যেকোন অধ্যায়ে সহজে যাবার ব্যবাস্থা
  • ভাল লাগা অধ্যায় বুকমার্কে সংরক্ষণ করার সুবিধা
  • সাহায্য পাতা (ইংলিশ)
  • প্রায় সব রকম জাভা ফোনে সাপোর্টেড
ডাউনলোড লিঙ্কঃ Download করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড শেষে অন্য সব জাভা সফটওয়্যার এর মত ইনস্টল করুন।
সফটওয়্যার টি নোকিয়া ২৭০০ ক্লাসিক ও নোকিয়া ই-৬৩ ফোনে ইনস্টল করে দেখা হয়েছে।
তারপরেও কোন সমস্যা পেলে জানাবেন। সংশোধন করার চেষ্টা করব।
এটা আমার প্রথম টিউন "টেকটিউনস"  এ। আমার কথায় কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন। এবং কেউ কোন কথার দ্বারা কষ্ট পেলে ক্ষমা করে দিবেন।
আর সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেন ও পাঁচ ওয়াক্ত নামায জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন।
আমিও আপানাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাই ক্ষমা করে দেন ও পাঁচ ওয়াক্ত নামায জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
Read more ...

Jdownloader ডাউনলোড ম্যানেজার

আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক দারুন ডাউনলোড ম্যানেজার। যার নাম Jdownloader

এক ঝলেকে দেখে নিই এর দারুন সব বৈশিষ্ট্য –

  • ১।  এটি Resume Support করে।
  • ২।  Megaupload, Rapidshare, Deposit Files এর মত সাইট থেকেও ডাউনলোড করা যায় বিরক্তিকর Time Waiting ছাড়া।
  • ৩। কোন লিংক কপি করে দেয়ার সাথে সাথে ডাউনলোড শুরু হয়।
  • ৪। এই সফটওয়ারের মাধ্যমে পার্ট করে আপলোড করা ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর merges হয়ে যায়।
  • ৫। RAR format এর ফাইলগুলো ডাউনলোড হওয়ার পর extract হয়ে যায়।
  • ৬। এটি একটি Open source Software.
  • ৭।  Internet Download Manager থেকে আরও বেশি সুযোগ সুবিধা যুক্ত সফটওয়্যার।
  • ৮। এবং আরও অনেক কিছু।


তো হয়ে যাক ডাউনলোড শুরু –

Download
Read more ...

Sunday, January 26, 2014

৪ ডলার মূল্যের Poweramp অ্যান্ড্রয়েড মিউজিক প্লেয়ার ব্যবহার করুন একদম ফ্রীতে


SC20131112-205226
SC20131112-205232
"Start পাওয়ারAMP" দিয়ে কেটে দিয়ে বেরিয়ে আসুন ।

গান শুনতে কে না ভালবাসেন ? আপনাদের জন্য এবার নিয়ে এলাম Poweramp , আমরা যারা স্মার্টফোন ব্যাবহার করি তারা সবাই ভাল মানের মিউজিক প্লেয়ার ব্যবহার করতে চাই। ভাল মিউজিক প্লেয়ার ব্যবহার করতে হলে আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। অনেকসময় ইচ্ছা থাকলেও মাস্টার কার্ড না থাকার কারনে আমরা অ্যাপ গুলো কিনতে পারি না। কিন্তু আর চিন্তার কোন কারন নেই !!!!! প্লেস্টোরে এটি একটি পেইড অ্যাপ পাওয়ারAMP -এর মূল্য ৩.৯৯ ডলার। তবে চিন্তার কোন কারন নেই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন একদম ফ্রীতে ।
তাহলে চলুন দেখে নেই কিভাবে পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন ইন্সটল করতে হয়

প্রথমে "Lucky Patcher" ডাউনলোড করুন এখান থেকে

তারপর "পাওয়ারAMP Trail" ডাউনলোড করুন এখান থেকে

সবশেষ "পাওয়ারAMP Unlocker" ডাউনলোড করুন এখান থেকে

প্রথমে "Poweramp Trail" ভার্সন টি ইন্সটল করুন (Don't open)
SC20131112-205040
SC20131112-205112
এরপর "পাওয়ারAMP Unlocker" ইন্সটল করুন (Don't open)
SC20131112-205133
SC20131112-205144
এবার "Lucky Patcher" ইন্সটল করুন
SC20131112-205155
SC20131112-205209
এবার অ্যাপ লিস্ট-এ গিয়ে "Poweramp Unlocker" অ্যাপ টি ওপেন করুন ।
এবার অ্যাাপ লিস্ট থেকে "Lucky Patcher" টি অপেন করুন । "পাওয়ারAMP" - এর নিচে দেখবেন লিখা আছে "custom patch found" ওইখানে ক্লিক করে ধরে রাখুন । তারপর নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে টিউটোরিয়াল অনুসরণ করুন :
"Custom Patch" - অপশনটিতে ক্লিক করুন
SC20131112-205339"Apply" দিন
SC20131112-205349
SC20131112-205409
ব্যাস হয়ে গেল পাওয়ারAMP মিউজিক প্লেয়ার ফুল ভার্সন ইন্সটল
একটি কথা মনে রাখবেন কখনও এই অ্যাপটি আপডেট করবেন না ।
Read more ...

Saturday, January 25, 2014

Android Operating system 2014 X86 – X64 ডাউনলোড করে নিন। ব্যাবহার করুন আপনার PC তে।

সবাই কেমন আছেন ? আশা করি ভাল। আজ যা  নিয়ে টিউন করবো তার নাম Opereting system -Android Edition 2014.এটি ANDROIDএ খুব জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। আপনার ডেক্সটপ আর ল্যাপটপ এখন ANDROID  অপারেটিং  সিস্টেমে চলবে।এ অপারেটিং সিস্টেমে আপনি পাবেন ANDROID এর সব মজা।সময় নষ্ট না করে যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন  2.5 GB এই ফাইলটি>>>
Minimum Requirement
 Processor
-2 GHz or faster processor
Memory
- Recommended 1GB RAM
Hard disk space
- 20 GB
Media drive
-DVD/CD authoring requires a compatible optical drive
 Video card
-DirectX 9 graphics processor with WDM 1.0 or later driver
কি কি আছে এই version এ  চলুন দেখা যাক:
Software
- Adobe Flash Player 12.0.235
- Adobe Flash Player ActiveX 12
- Adobe Air 4.0.0.1390
- Android Apps Player with ICS
- All in One Video Converter
- Autorun Virus Remover v3.3
- Avast Antivirus 2014
- Boot Screen Android edition By DiLshad Sys
- Bit Torrent 7.8.2 Build 30417
- CCleaner Business edition 4.08.4428
- DAEMON Tools Pro Advanced 5.0.0316.0317
- DirectX32
- Eset Smart Security 7 Full 32 bit
- Eset Smart Security 7 Full 64 bit
- FileZilla 3.7.3
- Firefox 26 Final
- Foxit Reader 6.0.6.0722
- Google Talk 1.0.0.104 Beta
- Internet Explorer 11 Final X64
- Internet Explorer 11 Final X86
- Internet Download Manager 6.11.8 Final
- Java Runtime Environment 1.7.0.45
- K-Lite Codec Pack 10.15 (Full)
- Malwarebytes Anti-Malware 1.61.0.1400 Final
- .NET Framework Version AIO
- Notepad++ 6.5
- MS Office 2003
- Microsoft Silverlight 5.1.10411.0 Final x64
- Microsoft Silverlight 5.1.10411.0 Final x86
- Picasa 3 9
- Real Hide IP 6
- ShockWave 11.5 Full
- Skype 6.11.0.102
- Team Viewer 9
- TuneUp Utilities 2014
- Ultra ISO 9.8.1
- USB Disk Security 6.2.0.432
- uTorrent 3.3.2
- VLC Media Player 2.1.2
- Visual C++ 2005 Redis
- Visual C++ 2005 SP1_Redis
- Visual C++ 2008 Redis
- Visual C++ 2008 SP1 Redis
- Visual C++ 2010 Redis
- Visual C++ 2012 Redis
- Winrar 5.0
- Yahoo! Messenger 1150.0228
 Whats' New??
- Boot Screen Android Edition
- New Eye catching themes
- New icon sets
- New Sound schemes
- New Registry settings
- Hang time ratio improved
- Added best shortcut styles
- Improved application interface
- Added RUN on start menu
- Add change theme
- Add change wallpaper
- Add desktop icon settings
- Advanced user accounting
- Clear type view
- Copy to Move to on right click
- Disable Autorun Drive
- Disable UAC
- Disable Tool Tips
- Don't mark new applications
- On Right Click Freeware Sys
- Enable AVALON effects
- Enable Clear Type Tuning
- Enable DVD in media player
- Enable Glass Effect(WDM) without graphics card
- Enable MP3 Encoding on right click
- Enable slow motion windows effects
- Enable status bar in notepad
- Get rid of windows mail splash
- Give your self permission to modify all
- Grant full admin control
- DiLshad Sys Site direct link from right click (Firefox needed)
- Removed Action center Icon
- Windows speed tweaking
- Wait to kill service - 2000
- Low level hooks time out - 1000
- Hang application time out - 1000
- Menu show delay - 0
- No low disk space warning
- Process Schedule 1st Program
- Mouse Speed Increased
- Hang Ratio Decreased
- Fast Shut Down And Login
- Down Power After Shut Down
- Touch Screen Feature Added
- Grant Admin control on Right Click
- Add Admin Tools on Desktop Context Menu
- Add manage on Desktop Context Menu
- Add Move to Folder on Desktop Context Menu
- Add Copy To Folder on Desktop Context Menu
- Add Task Manager on Desktop Context Menu
- Add Take Ownship on Desktop Context Menu
- Add Register and Unregister to .dll OCX Context Menu
- 500ms Delay Aero
- Larger Taskbar Previews
- Removed Action center icon
- small Taskbar Icon
- Removed mail Splash
- Detailed Shut Down And Login
- Blocked Negative DNS Entery
- turn Off System Beep
- Turn off low Disk




Download

Read more ...

Firefox OS / PC তে চালান ফায়ারফক্স অপারেটিং সিস্টেম

 আসসালামু আলাইকুম।
মোজিলার  এইচটিএমএল৫ ভিত্তিক  ফায়ারফক্স অপারেটিং সিস্টেম আপনি আপনার কম্পিউটারে চালাতে পারেন ফায়ারফক্স অপারেটিং সিস্টেম সিমুলেটর ব্যবহার করে । মোবাইল ফোন ব্যবহার না করেই আপনি আপনার কম্পিউটার থেকে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন । আপনি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের অ্যাপ এতে চালাতে পারবেন । উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সহ সকল কম্পিউটারে চলবে ।
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম

কিভাবে কম্পিউটারে ইন্সটল করবেন?

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম সিমুলেটরল ফায়ারফক্স ব্রাউজারের ভিতর চলে । ইন্সটল করার জন্য প্রথেম নিচের ঠিকানা থেকে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম সিমুলেটর অ্যাডঅন ইন্সটল করুন ।

Install Firefox OS Simulator

https://addons.mozilla.org/en-US/firefox/addon/firefox-os-simulator/
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম সিমুলেটর শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজারের সাথে কাজ করে । এই সিমুলেটর অ্যাড অনটির সাইজ একটু বেশি প্রায় ৫০ মেগাবাইট । ডাউনলোড ও ইনস্টল হতে একটু সময় লাগবে । ইন্সটল করা শেষ হলে ফায়ারফক্সের মেনুবারের Tools>Web Developer > Firefox OS Simulator এ ক্লিক করলে নিচের উইন্ডো খুলবে ।
ফায়ারফক্স অপারেটিং সিস্টেম সিমুলেটর ড্যাশবোর্ড
বামপাশ থেকে সিমুলেটর বাটনের ক্লিক করলে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালু হবে ।
হোমস্ক্রিন
ইনস্টল করা অ্যাপ দেখার জন্য ডানে বামে সোয়াইপ করতে হবে । উপরে একটি নোটিফিকশেন এরিয়া আছে  । ব্লুটুথ, ওয়াফাই, ফ্লাইট মোডের জন্য বাটন আছে রয়েছে ।
অ্যাপ উইন্ডো
আগে থেকে ক্যালেন্ডার, ঘড়ি , ই-মেইল, মিউজিক,ভিডিও প্লেয়ার এর মত কিছু অ্যাপ ইন্সটল করা থাকে । সিস্টেম অ্যাপ যেমন ক্যামেরা ,গ্যালারি,এফএম রেডিও,ব্রাউজার,মেসেজ,ফোন করার অ্যাপ আছে । আপনি চাইলে মার্কেট প্লেস অ্যাপ ব্যবহার করে মার্কেট প্লেস থেকে অ্যাপ ইন্সটল করতে পারবেন । যেমন :Ward Wars গেমসটি আমি ইন্সটল করেছি ।
ফোন ডায়ালার
যা প্রয়োজন:
  • ফায়ারফক্স ব্রাউজার
  • ইন্টারনেট কানেকশন ডাউনলোড করার জন্য
  • প্রায় ৫০ মেগাবাইট
  • উইন্ডোজ,ম্যাক বা যে কোন অপারেটিং সিস্টেম যাতে ফায়ারফক্স ব্রাউজার চলবে
অ্যাডঅনটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

 download
Read more ...

Sunday, January 12, 2014

মোবাইল ওকম্পিউটারে ফ্রী কথা বলার শেরা সটওয়্যার গুল

কেমন আছেন আশা করি ভালোই আছেন।অনেকদিন পর মনে হল লিখছি জানিনা কেমন হলো।

কথা বলার জন্য আমরা সবাই প্রতিদিন অনেক টাকা খরচ করি।এটা আমাদের অনেকটা সাধারন বিষয় হয়ে গেছে।কিন্তু অনেকে জানেনা তারা অনেক কম খরচে কথা বলতে পারে যেখান তাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে।আজ আমি বলবো যে সকল সফটওয়্যার ব্যবহার করে ফ্রীতে কথা বলা যায়।

প্রয়োজনীয় উপকরনঃ
যে কোন একটি সফটওয়্যার।
ইন্টারনেট কানেকশন।
যার সাথে কথা বলবেন তারও একই সফটওয়্যার এবং ইন্টারনেট কানেকশন।

তাহলে জেনে নেয়া যাক কি কি সফটওয়্যার দিয়ে ফ্রীতে কথা বলা যায়।
স্কাইপ স্কাইপের মাধ্যমে স্কাইপ থেকে স্কাইপে ফ্রী কথা বলা যায়।এটাই সবচেয়ে নাম করা সফটওয়্যার।এটা কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করা যায়।এটাতে ভিডিও কল ও করা যায়।

WeChat: বর্তমান সময়ে এটি ও একটি নতুন জনপ্রিয় সফটওয়্যার

ট্রুফোনঃ এটা ইন্সটল করার পর আপনি অন্য ইউজারদের সাথে ফ্রী কল করতে পারবেন।তাছাড়া মোবাইল বা লান্ডফোনে ও কম রেটে কথা বলতে পারবেন।

ভাইবারঃ এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।এটার মাধ্যমে কল করা মেসেজ আদান-প্রদান করা এবং ফাইল শেয়ার করা যায়।

Fring: অডিও কল,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ কল করা যায়।এর মাধ্যমে টাকার মাধ্যমে ফোনে ও কল করা যায়।

লাইনঃ এটা ফ্রী অডিও ও ভিডিও কল করতে দেয় এবং মেসেজ আদান প্রদান করা যায়।এটা কম্পিউটার ও মোবাইল দুইটাতেই ব্যবহার করা যায়।

3CX: এটা ও ফ্রী কল করার সেবা প্রদান করে।

ফ্রেন্ডকলারঃ এটা মাধ্যমে ভিডিও ও অডিও কল করা যায়।কম্পিউটার ও মোবাইল দুইটাতেই সমান ভাবে ব্যবহার করা যায়।এর মাধ্যমে ফেসবুক বন্ধুদের সাথে ও কথা বলা যায়।

ব্বসলেডঃ এটা ও কল ও মেসেস প্রদানের সুবিধা দিয়ে থাকে।

নিম্বাজ ঃ এটা অনেক সুন্দর একটা সফটওয়্যার।নিমবাজ দিয়ে কল এবং মেসেজ দুইটাই করা যায়।এটা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করা যায়।

টাজ্ঞঃফ্রী অডিও,ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়।মোবাইল এবং কম্পিউটার এ সমান ভাবে ব্যবহার করা যায়।তাছাড়া আরো অনেক কিছু আছে।

নতুন নতুন সফটওয়্যার এর জন্য এখানে ক্লিক করুন
Read more ...

আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ? খুব সহজে ফিরিয়ে আনুন হ্যাক হওয়া Facebook অ্যাকাউন্টি

অনেক সময় আমাদের অতি প্রিয় ফেসবুক আইডিটি অনাকাঙ্খিত ভাবেই হ্যাক হয়ে যায়। যার ফলে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হয়ে থাকি এবং অতি সাধের আইডিটি ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করে থাকি। কিন্তু অধিকাংশ সময়েই আমরা সফল হইনা আর সেই আইডিটি ও ফিরে পাইনা। তাই আজ আমি আপনাদের সাথে জানাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবেন। হ্যাক হওয়া ফেসবুক একাউন্ট ফিরে পাবার অনেক পদ্ধুতি থাকলেও আমার মতে এই পদ্ধুতিটিই খুব সহজ এবং অনেক বেশী কার্যকর।

নিচের পদ্ধুতি অবলম্বন করলে ইনশাল্লাহ আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনতে পারবেন।

১। প্রথমে https://facebook.com/hacked লিখে Enter চাপুন ।

২। এবার My Accounts Compromised এ ক্লিক করুন ।

৩। এখন Identify Your Account অংশ হতে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করুন, অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে খোঁজ করুন ।

৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন ।

৫। This is My Account এ ক্লিককরুন ।

এখানেই কাজ শেষ। আশা করি আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডিটি ফিরে পাবেন।


কম্পিউটার ও মোবাইল এর নতুন নতুন সফটওয়্যার পেতে চোখ রাখুন A2Z Software
তাই এখানে ক্লিক করুন
Read more ...

Monday, January 6, 2014

অ্যান্ড্রয়েডের মোবাইল দিয়ে এবার ফ্রি কল করার দারুন অ্যাপ- Viber ব্যাবহার করুন আপনিও



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
অ্যান্ড্রয়েডের মাধ্যমে সহজেই থ্রিজি (3G) অথবা ওয়াইফাইয়ের (WiFi) মাধ্যমে `ভাইবার’ (Viber) নামক এই অ্যাপটি দিয়ে যোগাযোগ করা যায়। যদিও অ্যাপটি অনেকটা স্কাইপি’র (Skype) মতো। যতই দিন যাচ্ছে, ততই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভাইবারে (Viber) আপনার ফোনটিই হবে আপনার নিজস্ব একমাত্র (ইউনিক) আইডি (ID)। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের মধ্যে যত কন্ট্যাক্ট (Contact) লিস্ট আছে, তার সবই সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম। অ্যাপটি রয়েছে আরো কিছু বৈশিষ্ট্য:-
১. ফ্রি কল এইচডি সাউন্ড কোয়ালিটি (HD Sound Quality)
২. গ্রুপ (Group) বা দল তৈরী করা যায় ৪০ জন পর‌্যন্ত
৩. স্টিকার (Sticker), ইমোটিকন (Emoticon)ও আছে এতে
৪. লোকেশন (Location) বা অবস্থান পাঠানোর সুযোগ আছে এতে,
৫. ভাইবার বন্ধ থাকলেও পুশ (Push) নোটিফিকেশনের মাধ্যমে এটি সহজেই জানান দেয়,
৬. ফোনের গ্যালারি (Gallery) থেকে সরাসরি ফটো (Photo) ও ভিডিও (Video) শেয়ার করা যায়,
এছাড়া অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Read more ...

আপনার Nokia N8 মোবাইল hard reset দিন খুব সহজে

আসসালামু আলাইকুম | আশাকরি সবাই আল্লাহ্‌র রহমতে সবাই  ভাল আছেন | আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখন আর কথা  না বাড়িয়ে চলুন কাজের কথায় যাই , স্মার্ট ফোন উল্টাপাল্টা চালাতে চালাতে বা ভুল অপারেটিং করতে করতে ফাংসন বা প্রোগ্রাম এলোমেলো হযে যায় বা লক হযে যায় তখন প্রয়োজন হয় ফোন টি মাস্টার রিসেট দিতে| আজকে আমি দেখাবো কিভাবে নকিয়া  n8 ফোন মাস্টার রিসেট বা হার্ড রিসেট দিতে হয় |
  1. প্রথমে আপনার ফোনটি বন্ধ করুন তারপর
  2. একসাথে কামেরা বাটন , মেনু বাটন , ভলিয়ম - বাটন  চাপ দিয়ে ধরে রেখে পাওয়ার বাটন চাপ দিয়ে  কিছুক্ষণ   একসাথে  ধরে রাখতে হবে
  3. পাওয়ার বাটন চাপ দেওয়ার পর  ফোনটি ভাইব্রেশন হওয়ার সাথে সাথে শুধু পাওয়ার বাটন ছেড়ে দিতে হবে এরপর
  4. যখন পিন কোড চাইবে তখন বাকি  তিনটি  বাটন ছেড়ে দিন
  5. এখন পিন কোড দিয়ে ok চাপুন বাস আপনার কাজ শেষ
Read more ...

মোবাইল ব্যাবহার কারিদের জন্য নতুন চ্যাট সফটওয়্যার Frenzyim

আজ আমি নতুন একটি ইনস্ট্যান্ট চ্যাট সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। তবে যারা পূর্বে Mig33 ব্যবহার করেছেন তাদের কাছে এই সফটওয়্যার পরিচিত।
Frenzyim এটি একটি মোবাইল চ্যাট সফটওয়্যার। আপাতত জাভা, স্যাম্বিয়ান এবং এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। আসুন দেখি কি কি ফিচার আছে।

# অন্যসব ইনস্ট্যান্ট মেসেঞ্জার এর মতই প্রাইভেট চ্যাট করা যায়।
# Public রুম এর চ্যাট করার সুবিধা।
# Abusive কর্মকাণ্ড প্রতিরোধের জন্য রয়েছে কিক করার সুবিধা
# রয়েছে Global Admin সিস্টেম।
# Virtual Gift

যেহেতু এটার ফাইনাল ভার্সন বের হয়নি তাই কিছু সিমিত ফিচার যুক্ত করা হয়েছে। পরবর্তীতে Merchant, mentor, Play room, Calling, World Wide Messaging সহ আরও অনেক ফিচার যুক্ত করা হবে সেই সাথে Android ইউজারদের জন্য Android ভার্সন বের করা হবে। আশা করি সবার ভাল লাগবে।

এটি টেস্ট ভার্সন তাই মাঝে মাঝে server জনিত সমস্যা দেখা দিতে পারে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
আজ থেকে এর পথচলা শুরু হল। যদিও পূর্বে এটি Max99 নামে পরিচিত ছিল। Mig33 এর মত Level সিস্টেম এখানে নেই। এখানে রয়েছে Coin সিস্টেম। যত চ্যাট করবেন তত কয়েন বারবে। এই কয়েন দিয়ে Public রুম এ কিক করতে পারবেন। আপনার সর্বমোট কয়েন জানতে যেকোনো Frenzyim চ্যাট রুম এ > /coins < এই কমান্ড দিলে আপনার কয়েন জানতে পারবেন। অথবা আপনার প্রোফাইল এও কয়েন উল্লেখ করা থাকবে।

বি দ্র ঃ প্রতিটা কিক এর জন্য ২০ কয়েন কমে যাবে এবং কোন কারনে Global Admin কিক খেলে ২০০ কয়েন কমে যাবে।
http://frenzyim.com/ এই ঠিকানা থেকে Frenzyim এর .জার ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।
Read more ...

ডাউনলোড করে নিন শেরা মিডিয়া প্লেয়ার। সব ধরনের ভিডিও অডিও সাপোর্ট করে।

কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের মিডিয়া প্লেয়ার ব্যবহার করে থাকি । আমরা যদি কোন জরিপ করি তাহলে দেখা যাবে গড়ে আমাদের সবার কম্পিউটারে কমপক্ষে ৩টা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে । কোনটা ভিডিও দেখার জন্য আবার কোনটা গান শুনার জন্য । আবার কিছু কিছু ভিডিও দেখার জন্য আলাদা বিশেষ বিশেষ প্লেয়ার আমাদের ব্যবহার করতে হয় । কিন্তু শুনতে আশ্চর্য লাগলেও সত্য কথা হলো আমার কম্পিউটারে মাত্র একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল দেওয়া আছে । অবাক হলেন তাইনা? আসলে আমি এমন কোন ভিডিও বা অডিও ফরমেট আজো পাইনি যেটা এই প্লেয়ারে চলেনি । তাহলে আর বাড়তি অন্য প্লেয়ার ইনস্টল দিতে যাবো কেন?
যাইহোক আপনারা হয়তো অনেকেই আমার উপর অতি মাত্রায় বিরক্ত হয়ে গেছেন! হয়তো ভাবছেন বেটা এতো কথা বলছে অথচ প্লেয়ারটার নামটাই বলছেনা! এই জাদুকরি প্লেয়ারের নাম শুনতে হয়তো আপনাদের ধৈর্য্য আর কুলাচ্ছে না । তবে আর দেরী না করে বলেই ফেলি..... প্লেয়ারটির নাম Daum PotPlayer । হয়তো এই নাম আপনাদের অনেকেই আগে কখনো শুনেননি । তবে কথা যাইহোক আমি আশা করছি আজকের পর থেকে টেকটিউনস এর সবাই শুধু এই একটা প্লেয়ারের নামই জানবে ।

ডাউনলোড করার আগে চলুন জেনে নিই দেখতে কেমন হবে এই প্লেয়ারটি

ডাউনলোড করে ইনস্টল করে আপনারা যখন এটা চালাবেন তখন দেখতে এরকম লাগবে ।

দেখতে ভালো লাগছেনা তাইনা ? সমস্যা নেই প্লেয়ারের যেকোন জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে Skin Option থেকে Skin পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের Skin ।
আমার প্লেয়ারটি দেখতে এরকম ।

যে ধরনের মিডিয়া ফরমেট সাপোর্ট করবে

যে কোন ধরনের অডিও বা ভিডিও ফাইল সাপোর্ট করবে । আমি আজো খুজে পাইনি কোনটা সাপোর্ট করেনা । সুতরাং আপনারা কেউ পেলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন । আমি পোষ্ট আপডেট করে দিবো ।
যাহোক অনেক কথা বলা হয়েছে । এবার ডাউনলোড করার পালা । নিচের ডাউনলোড লিংক থেকে এখনি এর লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিন ।
৩২ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৫ এমবি ।

৬৪ বিটের জন্য এখান থেকে ডাউনলোড করুন । সাইজ মাত্র ১৩ এমবি ।

সবশেষে টিউনটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি । আপনাদের যেকোন সমস্যা টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ।
Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম