Page

My Blog List

Friday, March 28, 2014

ফটোশপরে ‍মাধ্যমে ছবির নির্দিষ্ট অংশকে হাইলাইট করান খুব সহজে

আমরা অনেক সময় দেখি কোন একটি ছবির নির্দিষ্ট কোন অংশ হাইলাইট করে দেখানো হয়েছে। আমরা যারা গ্রাফিক্স ডিজাইন বা ছবি এডিটিং এর কাজে নতুন তারা প্রাথমিক অবস্থায় বুঝতে পারি না। এটা কিভাবে করা যায় ফটোশপ এর সহযোগিতা  নিয়ে কাজটি  অনেক নিখুঁত ভাবে করতে পারি
আসুন দেখা যাক এডোবি ফটোশপ ব্যবহার করে কিভাবে ছবির নির্দিষ্ট কোন অংশকে হাইলাইট করা যায় ।

১ম ধাপঃ প্রথমে আমরা এডোবি ফটোশপ ওপেন করবো তারপর File-Open অথবা Ctrl+O প্রেস করে  কোন একটি ছবিকে এডোবি ফটোশপে ওপেন করবো
undefined
এরপর ফটোশপের টুলস মেনু থেকে চিত্রের মত Polygonal Lasso tool সিলেক্ট করে Fether 5px (পিক্সেল) দিয়ে ল্যাসো টুলটি দিয়ে ছবির যে অংশটি আপনি হাইলাইট বা ফোকাস করতে চান সেই অংশটি ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে

২য় ধাপ: এবার চিত্রের মত select মেনু থেকে ছবিটিকে Inverse সিলেক্ট করে নিতে হবে। তাহলে ছবির মূল যে অংশটি আপনি সিলেক্ট করেছেন সে অংশটি বাদে বাকি অংশটি ছবিতে হাইলাইট হবে না
৩য় ধাপ: এরপর মেনু থেকে Filter>Blur>Gaussian Blur গেলে দেখবেন Radius এবং একটি পারসেন্টেজ বার আছে এখান থেকে আপনি পারসেন্টেজ কম বেশী করে ছবিটিকে সঠিক মাপে দেখতে পারবেন এবং Radius এর পারসেন্টেজ কম বেশী করে হাইলাইট হওয়া অংশের আসে পাশে ঘোর ঘোর হওয়া অংশের পরিমাণ কম বেশী করতে পারবেন

ফাইনাল আউটপুট
আশা করি সবাই বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন । 
লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ্‌ হাফেজ।

No comments :

Post a Comment

এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম