Page

My Blog List

Monday, December 2, 2013

২৯$ মূল্যের Nero 2014 একদম ফ্রীতে ডাউনলোড করুন

সবাইকে অনেক শুভেচ্ছা । আশা করি সবাই ভালো আছেন । আজকে আবার আপনাদের কাছে নিয়ে আসলাম নিরো এর ২০১৪ ভার্সন একদম ফ্রি তে।

Nero 2014 লেটেস্ট ভার্সনঃ 


নিরো সম্পর্কে বিস্তারিত বলার কিছুই নেই, সবাই ভাল ভাবেই জানেন আশা করি। যারা জানেন না তারা দয়া করে নিরো এর অফিশিয়াল সাইট থেকে বিস্তারিত জানতে পারবেন খুব সহজেই। তাদের সাইট ভিসিট করুন এখান থেকে
সফটওয়্যার টির বাজার মূল্য ২৯$ কিন্তু আপনি তা ব্যাবহার করতে পারবেন একদম ফ্রি তেই। শুধু মাত্র কষ্ট করে একটু ৮২ এমবি এর ফাইল টি ডাউনলোড করে নিতে হবে। আমি ফাইল টির ভিতরে সিরিয়াল ও কেরাক দিয়ে দিয়েছি।
তো দেরি কিসের জন্য ডাউনলোড করে ফেলুন এখনেইঃ
ফাইল সাইজঃ ৮২ এমবি
শেয়ার ফাইল এর নামঃ ফাইল টি আমি আপলোড করে দিয়েছি shared.com এ এরা  নুতুন তবে এদের সার্ভিস অনেক ভাল।

ডাউনলোড করুন

আশা করছি ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হওয়ার কথা না। হলে কমেন্ট করবেন। ডাউনলোড শেষে জিপ ফাইল টি আন জিপ করে দেখুন আপনার কাঙ্ক্ষিত নিরো ২০১৪।

ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন। ভাল থাকুন সবাই।
Read more ...

Sunday, December 1, 2013

মোবাইলে আসছে উবুন্টু। স্মার্টফোনের দুনিয়ার নতুন প্রতিদ্বন্দ্বী উবুন্টু

Ubuntu Phones
পৃথিবীর #১ মুক্ত অপারেটিং সিস্টেম আসছে হাতের মুঠোয়। আর সঙ্গে নিয়ে আসছে এমন সব দুর্দান্ত ফিচার্স, যে স্মার্টফোন-এর জগত নরে যাবে। আজকে আপনাদের কাছে তুলে ধরব উবুন্টু-এর এই রূপকথা।

উবুন্টু টাচ্‌

স্মার্টফোনের এই অবিশ্বাস্যকর ক্ষমতাধারী অপারেটিং সিস্টেম-এর নাম দেওয়া হয়েছে উবুন্টু টাচ্‌। মার্ক সাট্‌লওর্থ ৩১ অক্টোবর ২০১১ তে ঘোষণা দেন, যে উবুন্টু ১৪.০৪ আসার পূর্বেই উবুন্টু স্মার্টফোন, ট্যাবলেট, টিভি এবং স্মার্টস্ক্রীণ সাপোর্ট করবে। ২ জানুয়ারী ২০১৩ -তে ফোনের জন্য উবুন্টু টাচ্‌ প্রথম প্রদর্শণ করা হয়। অতঃপর, ২১ ফেব্রুয়ারী ২০১৩ -তে উবুন্টু টাচ্‌ -এর ডেভেলপার্স প্রিভিউ মুক্তি পায়।
Smartphones

ফিচার্স

উবুন্টু টাচ্‌ -এর সবচেয়ে আকর্শনীয় ফিচার হলো যে এতে কোনো প্রকার বাটন নেই। আসলে কোনো বাটন নেই বললে ভুল হবে, ৩টি আছে। পাওয়ার বাটন, ভলিউম আপ ও ভলিউম ডাউন। ব্যাস। অতঃপর বাকি সব কাজ করা সম্ভব হবে উবুন্টু এর বিশেষ ফিচার ব্যাবহার করার মাধ্যমে। নিচের ভিডিও-টিতে এর ৫টি ফিচার আলোচনা করা হলোঃ
এছাড়া উবুন্টু টাচ্‌-এ থাকছে ডুয়াল বুট অপশন। এর মাধ্যমে আপনার ফোন হবে অ্যান্ড্রয়েড -এর মতন, তবে যখন আপনি তা একটি মনিটর এবং কী-বোর্ড -এর সঙ্গে সংযুক্ত করবেন, তখন তা হয়ে যাবে পূর্ণ ক্ষমতাধারী একটি উবুন্টু পিসি।

তুলনা

অ্যান্ড্রয়েড বর্তমানের স্মার্টফোন মার্কেট জুড়ে ছেয়ে আছে। এর সাথে উবুন্টু টাচ্‌ পারবে কি? এদের ফিচার এর মূল তফাত গুলো জানতে নিচের ভিডিওটি দেখুনঃ
উবুন্টু এখন-ও কোনো অফিসিয়াল রিলিজ ছাড়েনি। তবে এখনই উবুন্টু অ্যান্ড্রয়েড-কে অনেক দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। আশঙ্কা করা যাচ্ছে, এর অফিসিয়াল রিলিজ স্মার্টফোন মার্কেট উড়িয়ে দেবে।

অফিসিয়াল ডেমো

উবুন্টু -এর ফিচার্স এবং মার্কেট আইডিয়াস নিয়ে অফিসিয়াল একটি ভিডিও। এটি ক্যানোনিক্যাল -এর তরফ থেকে প্রযুক্তিপ্রেমীদের জন্য উপহার ধরতে পারেন।
উবুন্টু-র বর্তমান ধারায় উন্নয়ন কাজ চলতে থাকলে যে এটি সবচেয়ে শক্তিশালী ওএস-এ পরিণত হবে, তাতে কোনো সন্দেহ থাকার প্রশ্নই উঠে না। আর অ্যান্ড্রয়েড চালাতে পারে এমন সব ফোনই উবুন্টু চালাতে পারবে, তাই বিক্রীত ফোনগুলোর মধ্যেও অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী কমে যাবে বলে ধারণা করা যায়।

উবুন্টু -এর দুর্দান্ত ফিচার্স

  • এজ টাচ্‌ - এর মাধ্যমে অ্যান্ড্রয়েড-এর বাকি বাটনগুলোর কাজ করে নেয়া যায়। ফোনের স্ক্রীনে বাম থেকে ডান (►)-এ টানলে, অ্যাপস্‌ মেনু আসে। ডান থেকে বাম (◄)-এ টানলে চলন্ত অ্যাপস্‌গুলোর মধ্যে বদলায়। নিচ থেকে উপর (▲)-এ টানলে চলন্ত অ্যাপলিকেশন-এর মেনু আসে। উপর থেকে নিচ (▼)-এ টানলে কয়েক প্রকারের সেটিংস টুগ্‌ল আসে।
  • ওয়েলকাম স্ক্রীন - উবুন্টু -তে কোনো লক স্ক্রীন নেই। আছে ওয়েলকাম স্ক্রীন।
  • হোম স্ক্রীন - উবুন্টু-র হোম স্ক্রীন অ্যান্ড্রয়েড হতে অনেক ভিন্ন। চোখ ধাধানো প্রেজেন্টেশন আর ব্যাবহার উপযোগী ফিচার্স।
  • ফ্রী - হয়ত আগেই জানতেন... তবুও, এটি সম্পুর্ণ ওপেন-সোর্স একটি অপারেটিং সিস্টেম। অর্থাৎ, এর মুক্তির পরেই অ্যান্ড্রয়েড এবং এর ফিচার লেনদেন শুরু হবে বলে আশঙ্কা করা যায়।
  • ডক্‌ট পিসি - উবুন্টু -এর সবচেয়ে বড় ধামাকা হলো ডক্‌ট পিসি। অর্থাৎ, আপনার উবুন্টু ফোন-কে একটি মনিটর এবং কী-বোর্ড এর সঙ্গে সংযুক্ত করলেই পেয়ে জাবেন সম্পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি উবুন্টু পিসি। শুধু তাই নয়, আপনার এই পিসি আপনার ফোন-এর সকল ইনফো পড়তে এবং পরিবর্তন করতে পারবে। অর্থাৎ, পিসি থেকেই কল করতে পারবেন!
Read more ...

ডেস্কটপ থেকে এক ক্লিকে ফেসবুকে চলে আসুন খুব সহজ একটি টিপস এর মাধ্যমে

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
সাধারনত ফেসবুকে যেতে হলে আমাদের কে ডেস্কটপ, প্রোগ্রাম অথবা টেস্কবার থেকে ইন্টারনেট ব্রাউজার বের করে তারপর তা ওপেন করতে হয়।
পরবর্তীতে এটি ওপেন হলে এড্রেস বারে ফেসবুকের url টি টাইপ করতে হয়। অনেকেই বুকমার্কের মাধ্যমে ওপেন করে থাকেন।
আমি আজ আপনাদের সাথে ছোট্ট একটি টিপস্ শেয়ার করব। সেটি হল আপনারা ডেস্কটপ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ফেসবুকে চলে যেতে পারবেন।
শুনতে অবাক লাগলেও এটি আসলে একটি সহজ কাজ যা একটু বুদ্ধি খাটালে আপনি হয়তো নিজেই করতে পারবেন কোন সাহায্যে ছাড়াই। কেননা এটি একটি শর্টকাট জাতীয় টিপস্।
যাইহোক, কথা না বাড়িয়ে কাজের প্রসঙ্গে আসা যাক।

নিম্নে এই প্রসেস টি বর্ণিত হল-

প্রথমে ডেস্কটপ থেকে Right button এ ক্লিক করুন। তারপর New তে গিয়ে Shortcut সিলেক্ট করুন।

এবার Create Shortcut নামে ডেস্কটপে একটি উইন্ডো দেখতে পাবেন।
এখন উইন্ডোটির খালিঘরে ফেসবুকের url টি লিখে দিন। ফেসবুকের url টি হল-
http://www.facebook.com
তারপর next এ ক্লিক করুন।

এবার খালিঘরে টাইটেল- “Facebook” লিখে দিন। তারপর finish এ ক্লিক করুন।

ডেস্কটপে নিম্নের চিত্রের ন্যায় একটি আইকন দেখতে পাবেন।

এবার আসুন সেটিকে ফেসবুকের ন্যায় একটি আইকন দিয়ে দিই।
এবারে আমরা উক্ত আইকনটির উপর কার্সর রেখে Right button এ ক্লিক করব এবং সেখান থেকে properties সিলেক্ট করব।
এরপর ডেস্কটপে আমরা নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ডো দেখতে পাব।

এবার সেখান থেকে change icon এ ক্লিক করুন। নিচের চিত্রটির মত আরেকটি উইন্ডো দেখতে পাবেন।

এরপর সেখান থেকে চিত্রে দেখানো আইকন টি খুজে বের করুন এবং সেটিকে সিলেক্ট করুন। অবেশেষে ok তে ক্লিক করুন।
সাথেসাথে আইকনটি কে নিম্নের ন্যায় দেখতে পাবেন।

ব্যাস হয়ে গেল একটি পুরো প্রসেস টি।
উল্লেখ্য যে, আমি শুধুমাত্র এখানে ডেস্কটপের Shortcut অপশনস এর একটি উদাহরন দেখিয়েছি মাত্র। আপনি চাইলে Shortcut অপশনস টির মাধ্যমে এমন অনেক কিছুই করতে পারেন যা অনেকেই ধারণা করতে পারবে না।

আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।
Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম