গ্রামীণফোনে মাত্র ৫৭ টাকায় কিনুন ১মাস আনলিমিটেড ইন্টারনেট প্যাক! এই
অফার সকল প্রি-পেইড ও পোস্ট পেইড গ্রাহকদের জন্য বরাদ্দ। এই প্যাকেজটির
ব্যবহারকাল রাত ১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত। ২জিবি ব্যবহার করতে পারবেন ১
এম বি পি এস স্পিড এ।
অফারটি পেতে হলে আপনার যা করতে হবে ঃ
১. এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।
২. বন্ধু প্যাকেজ এ মাইগ্রেট করতে B লিখে সেন্ড করুন 4444 নম্বরে ।
৩. মোবাইলে ৫৭ টাকা ব্যালেন্স রেখে ডায়াল করুন *৫০০*৩#
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার
মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি
চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য
আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো
ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি
পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায়
ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে
ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও
আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।
এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।
ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ
ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে
(রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে
গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে
ফিরিয়ে আনতে পারে।
আর এ জন্য যা করতে হবে আপনাকে:
প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন।
খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য
ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক
আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার
স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান
বোতাম চেপে Run asadministrator
নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানেconvertlostchainsto
filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য
আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন
করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট
সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।
আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন?? আশা করি ভালই আছেন। আমি ও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যাই হোক চলুন মূল কথায় চলেজাই.........
এবার আপনি রবিতে মাত্র ৩১ টাকা রিচার্জে পাচ্ছেন ১ মাস আনলিমিটেড Facebook
& Whatsapp ব্রাউজিং+ডাউনলোড একদমই ফ্রি!! আর সাথে থাকছে দেশের সবচেয়ে
কমরেট ৩১ পয়সা/মিনিট ।
এটা খুবই লজ্জাজনক ব্যপার যে এখনো বহু ভাইয়েরা CGI PROXY ব্যবহার করতে পারেন না ।
এখনো ইনবক্সে বলেন ,কেমনে ব্যবহার করবেন ,এটা খায় নাকি মাথায় দেয় ,প্রক্সি কি আরো কত যে প্রশ্ন তা হিসেব নাই ।
আর কেউ যদি না পারেন তাইলে বাংলা গালি যাকে বলে ।আসলে আপনাদের সমস্যা একটু
কষ্ট করে খাবারটা মুখে নিবেন না ।আবার মুখে ঢুকায়া দিলেও চিবায়া খাইতে চান
না ।
গুগল এমন একটা জিনিস যেখানে সব কিছু সার্চ করলে পাওয়া যায় ।গুগলিং করা ছাড়া
আপনি কখনোই কোনো কাজ সহজে করতে পারবেন না ।তাছাড়া ইউটিউব এ সবধরনের টুট
পাওয়া যায় ।
যাইহোক একটা সম্পূর্ন টুট আগে লেখছিলাম তা এখন আপডেট দিলাম ।যেইগুলা অতিরিক্ত পাকনা ঐগুলা দূরে থাক ।
আর কোন দরকারে আমি ফেবুতে আছি ছেন ।
আজকের ধারাবাহিক চতুর্থ টিউন টি শেয়ার করব ।আজকের টিউনে থাকছে cgi কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।
WHAT IS CGI PROXY?
এটা একটা ফ্রিনেট ব্যবহারের ট্রিক যা ফ্রী
সার্ভার(0.fb.com) এর REPLACE INTERNET PROTOCOL অপশন টি খোলা থাকলে কাজ
করবে ।এটা ফ্রী সার্ভার কে রিভার্স করে একটা সফট কে ফ্রী ব্যবহার করায় ।