Page

My Blog List

Sunday, October 27, 2013

ফ্রী জিপি ইন্টারনেট

পিডিপ্রক্সি দিয়ে দুমচে ফ্রী ইন্টারনেট চলছিল, অনেকদিন চলার পর gp কম্পানি শেটি বন্ধ করে দেয়। সর্বশেষ যখন gpmms দ্বারা ফ্রী ইন্টারনেট ব্যাবহার শুরু করল সবাই জিপি মামা সেটিও বন্ধ করে দেয়।
তাইবলে কি আমরা টাকা দিয়ে ইন্টারনেট ব্যাবহার করব?
না ফ্রী চলবেই। ওরা বন্ধ করবে...... আমরা নতুন নতুন পদ্ধতি বেরকরব এবং ফ্রী ইন্টারনেট চালাবই।
বর্তমানে কয়েক টি পদ্ধতি তে ফ্রী ইন্টারনেট চালানু যায়।

তবে সবচেয়ে ভাল পদ্ধতি টি 1 নাম্বার 2 নাম্বারে দিলাম। বাকিগুলি আপনি দেখে যেটা সহজ মনেহয় ব্যাবহার করতে পারেন।
  1. এখন যে ভাবে জিপি ফ্রী ইন্টারনেট চালাবেন
  2.  গ্রামীণফোনে ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন আর একটি ভিন্ন পদ্ধতি তে 
  3. PC তে Gp Internet ফ্রী ব্যাবহার করুন ফুল স্পীডে। Disconnection সমস্যা ছাড়া 
  4.  gpmms ফ্রী ইন্টারনেট বন্ধ ? এই নিন সমাধান
আরো নতুন নতুন পোস্ট পেটে আমাদের ব্লগে চোখ রাখুন
Read more ...

ব্লগস্পট ব্লগে রিলেটেড পোস্ট যুক্ত করুন

ব্লগস্পট ব্লগে রিলেটেড পোস্ট যুক্ত করুন Html কোডের মাধ্যমে। এই রিলেটেড পোস্ট আপনার ব্লগের হোম পেজে আসবেনা, সুধু সম্পূর্ণ পষ্টের নিচে আসবে। বিভিন্ন সাইটে এ সম্পর্কে নানান পষ্ট আছে। শেসব নিয়ম ব্যাবহার করলে হোম পেজেও রিলেটেড পোষ্ট চলেআসে এতে আপনার ব্লগের হোম পেজ টি বড় হয়েজায় লোড হতে অনেক সময় লাগে। আমি নিচে যে নিয়মটি দিলাম এই নিয়ম টি আপনি ব্লগস্পট ব্লগে ব্যাবহার করলে হোম পেজে রিলেটেড পোস্ট প্রদর্শিত হবেনা। ভিজিটর যখন সম্পূর্ণ পোস্ট টি পড়তে পষ্ট এ ক্লিক করবে এবং সম্পূর্ণ পষ্টটি দেখবে তখন নিচে এই জাতীয় আপনার ব্লগ থেকে আর পোস্ট এর শিরোনাম দেখাবে।


এর মাধ্যমে একজন পাঠক ঐ পোষ্টগুলো পড়তে উৎসাহিত বোধ করে যা পাঠকের জন্য উপকারী আবার ব্লগটিকেও করে তুলে জনপ্রিয়। আপনিও ইচ্ছে করলে সে রকম Related Psts এর জন্য নিজের পছন্দ অনুযায় আপনার ব্লগে Widget যুক্ত করতে পারেন। কাজটি মোটেই কঠিন নয় এবং একজন সাধারণ ইউজারও তা করতে পারেন কোন ঝামেলা ছাড়াই। 

  এ জন্য দুটি কোড আপনার টেমপ্লেটে এড করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহযে আপনি কাজটি করতে পারবেন।
 
  1. প্রথমে blogger.com এ গিয়ে লগিন করে আপনার ব্লগে ঢুকুন।
  2. এরপর Template থেকে ক্লিক করুন।
  3. এবার যে পেজটি আসল তার ডানপাশে Backup / Restore তে ক্লিক করুন এবং Download Full Template এর মাধ্যমে আপনার Present Template এর একটা Backup নিন যাতে আপনি ইচ্ছে করলে  Template টি রিপ্লেস করে আগের অবস্থায় ফিরে যেতে পারেন।
  4. ডাউনলোড করা শেষ হলে Close লিখায় ক্লিক করে ছুট উইন্ডোজ টি কাটুন এবং Edit HTML এ ক্লিক করুন।
  5. এবার /head কোডটি খুঁজে বের করুন। এ জন্য Ctrl+F চেপে Find এর ঘরে /head  লেখাটি পেষ্ট করে এন্টার চাপুন। 
  6. এখন নিচের কোডটি শুরু থেকে শেষ পর্যন্ত কপি করে ঠিক <  /head  > এর উপরে/আগে পেষ্ট করুন। প্রথম কোডের কাজ শেষ। এবার দ্বিতীয় কোডের জন্য 7 নাম্বারে চলে যান।
<!--RelatedPostsStarts -->
<script language='JavaScript'>
//<![CDATA[
var relatedTitles = new Array();
var relatedTitlesNum = 0;
var relatedUrls = new Array();
function related_results_labels(json) {
for (var i = 0; i < json.feed.entry.length; i++) {
var entry = json.feed.entry[i];
relatedTitles[relatedTitlesNum] = entry.title.$t;
for (var k = 0; k < entry.link.length; k++) {
if (entry.link[k].rel == 'alternate') {
relatedUrls[relatedTitlesNum] = entry.link[k].href;
relatedTitlesNum++;
break;
}
}
}
}
function removeRelatedDuplicates() {
var tmp = new Array(0);
var tmp2 = new Array(0);
for(var i = 0; i < relatedUrls.length; i++) {
if(!contains(tmp, relatedUrls[i])) {
tmp.length += 1;
tmp[tmp.length - 1] = relatedUrls[i];
tmp2.length += 1;
tmp2[tmp2.length - 1] = relatedTitles[i];
}
}
relatedTitles = tmp2;
relatedUrls = tmp;
}
function contains(a, e) {
for(var j = 0; j < a.length; j++) if (a[j]==e) return true;
return false;
}
function printRelatedLabels() {
var r = Math.floor((relatedTitles.length - 1) * Math.random());
var i = 0;
document.write('<ul>');
while (i < relatedTitles.length && i < 6) {
document.write('<li><a href="' + relatedUrls[r] + '">' + relatedTitles[r] + '</a></li>');
if (r < relatedTitles.length - 1) {
r++;
} else {
r = 0;
}
i++;
}
document.write('</ul>');
}
//]]>
</script>
<!--RelatedPosts End-->





  1.  আবার 5 নাম্বার নিয়মের মত করে data:post.body/ কোডটি খুঁজে বের করুন। এখন নিচের কোডগুলো সব কপি করে ঠিক <   data:post.body/   > এর নিচে (আগের 6 নাম্বার নিয়মের মত) পেষ্ট করুন। হয়ে গেল আপনার কাজ।
 
 
<!--RELATED-POSTS-STARTS -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div id='related-posts'>
<font face='SolaimanLipi, Arial, Times New Roman,' size='4'><b>এ সম&#2509;পর&#2509;ক&#2503; আর&#2507; পড়&#2497;ন&#2435; </b></font><font color='#FFFFFF'><b:loop values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>,</b:if><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'> <script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=5&quot;' type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels(); </script></div></b:if>
<!--RELATED-POSTS-STOPS-->

আপনি ইচ্ছে করলে Related Posts এর সংখ্যা বাড়াতে পারেন। এ জন্য max-result=xx x এর জায়গায় আপনার পছন্দের সংখ্যাটি বসান যতটা পোস্ট আপনি দেখতে চান। আমি 5বসিয়েছি। তাছাড়া Font এর জায়গায় আপনার পছন্দের ফন্টটিও বসাতে পারেন। আমি বাংলার জন্য SolaimanLipi বসিয়েছি। এবার Prevew দেখুন। তারপর সেভ দিন ভাল লাগলে।
বিঃদ্রঃ কোন Post পাবলিশ করার সময় Post টিতে Labels যুক্ত করতে ভুলবেন না। কারণ Labels এর উপর ভিত্তি করেই আপনার Related Posts গুলো দেখাবে। আর কোডগুলো কোনভাবে কাজ না করলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। আমি ওখানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ একটি ফাইলে করে দিয়েছি।

ডাউনলোডঃ মিডিয়াফায়ার
Read more ...

Thursday, October 10, 2013

ফ্রী ইন্টারনেট ব্যাবহার করুন বৈধ ভাবে। গড় Speed 6MB/s

আমরা অনেকেই ইন্ডিয়ান Tata Sky, Airtel এবং Videocon দিয়ে স্যাটেলাইট টিভি ব্যবহার করি। বর্তমানে এগুলো দিয়ে আমরা HD চ্যানেল গুলোও দেখতে পারি। বাংলাদেশে HD উন্মুক্ত থাকার কারণে আমরা Tata Sky, Airtel এবং Videocon এদের মাধ্যমে উন্নত গতি সম্পন্ন ইন্টারনেট পেতে পারি। এগুলো সবার না জানলেও চলবে, সুতরাং কাজের কথায় আসি।
এভাবে ইন্টারনেট চালানোর জন্য আমাদেরকে অনেকগুলো ইকুইপমেন্টস এর সংযোগ করতে হবে।

যেগুলি লাগবেঃ

  • Tata Sky, Airtel বা Videocon এর ডিস এবং LNB
  • স্পিলেটার(যদি এক সংযোগ এ টিভি দেখতে চান শুধু মাত্র সেক্ষত্রে)
  • কো অক্সিয়াল ক্যাবল
  • ইথারনেট ক্যাবল
  • ক্যাবল মডেম
  • ইথারনেট কনভার্টার

ইন্সটলেসানঃ

Tata Sky, Airtel বা Videocon এর ডিস এবং LNB:
প্রথমে  Tata Sky, Airtel বা Videocon এর ডিস দক্ষিন পশ্চিম দিকে বসাতে হবে অবশ্যই ক্লিয়ার ভিউ থাকতে হবে। তার পরে সঠিক ভাবে LNB টা বসাতে হবে।এক্ষত্রে ডিসটা সঠিক ভাবে বসানোর জন্য মিটার এর সাহায্য নিতে পারেন। এটা অবশ্যই সঠিক ভাবে না বসালে আপনি ইন্টারনেট চালাতে পারবেন না।
একটা কথা LNB টা অবশ্যই Twin LNB হতে হবে। Twin LNB না হলে HD আসবে না,আর HD না হলে এটা কাজ করবে না।

কো অক্সিয়াল ক্যাবল:

Twin LNB থেকে দুইটা কো অক্সিয়াল ক্যাবল বের হয় যদি ক্যাবল মডেম ব্যবহার করেন তাহলে মডেমের TX Port এ একটা এবং RX Port এ একটা ক্যাবল সংযুক্ত করুন এবং মডেমের LAN Port সরাসরি আপনার পিসির ইথারনেট Port এ যুক্ত করুন ।আর যদি ইথারনেট কনভার্টার ব্যবহার করেন সেক্ষত্রে কনভার্টারের Connector এর সাথে কো অক্সিয়াল ক্যাবল দুটি সংযুক্ত করুন ইথারনেট কনভার্টার থেকে একটা ইথারনেট ক্যাবল বের হয় সেটা আপনার আপনার পিসির ইথারনেট Port এ যুক্ত করুন করুন,
ব্যাস আপনার কাজ মোটামুটি হয়ে গেছে এবার বলি পিসির ইন্সটলেসানঃ

আপনার পিসি অন করুন এবং নিচের ধাপ গুল অনুসরন করুনঃ

Start button> control panel> Network connection> Create a new Network> Connect to the Internet Radio> Choose from the a list of Internet Service providers>Finish
আপনার কাজ শেষ এবার যেকোন Browser ওপেন করুন আর ব্যবহার করুন  4MB/S গতি।
অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন, কে বিশ্বাস করবেন করবেন আর কে করবেন না সেটা আপনারদের বিষয়।সব কিছুতেই ভয়ঙ্কারী বিদ্যা ধারন কারি থাকেন, গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সুর্যের চারিদিকে ঘুরছে কিন্তু ভয়ঙ্কারী বিদ্যা ধারন কারিরা বলেছিলেন সুর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, বাকিটা বললাম না।আমি প্রথমেই বলেছিলাম এটা পরীক্ষীত,
যদি কারো সমস্যা হয় তাহলে যোগাযোগ করতে পারেন।
enamul_k@live.com অথবা ০১৭৬১৫৭৮৪২৯

জানি এই পদ্ধতি সবাই ব্যাবহার করতে পারবেনা। তাও জানাছিল শেয়ার করলাম।
তবে যে পদ্ধতি তে সবাই ফ্রী ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন সেটি দেখার জন্য এখানে ক্লিক করুন। তবে এত স্পীড পাবেন না।

Read more ...

ইন্টারনেট এর গতি বাড়িয়ে নিন দুটি উপায়ে।

বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। আমাকে রীতিমতো নেশায় পেয়ে বসেছে। নেশাটা কীসের শোনবেন না? নেশাটা অবশ্যই লেখালিখির।আপনাদের ভালোবাসার ফলে আরও বেশি বেশি লেখার ইচ্ছে জাগছে, যদিও অনেক লেখাই হয়তো আপনারা আগে পড়েছেন। ইউনিক হচ্ছে না মনে হয়। কিন্তু আমি অনেক চেষ্টা করে আপনাদের জন্য সহজ কিছু টেকি টিপ্স বের করছি। আশা করি কাজে লাগবে। কোনো ভুল হলে মাফ করবেন। আপনারা জানেন, উইন্ডোজ তার সিস্টেমকে আপগ্রেড রাখার জন্য স্বাভাবিক ভাবে অতিরিক্ত ২০% রিজার্ভ ব্যান্ডউইডথ সব সময় ধরে রাখে। আমরা খুব সহজে এই অতিরিক্ত রিজার্ভ ব্যান্ডউইডথের সঠিক ব্যবহার করে আমাদের ইন্টারনেটের গতি বাড়াতে পারি।
আজ আপনাদের আমি দুটি উপায় জানাবো--- কীভাবে আপনার কম্পিউটারে যুক্ত ইন্টারনেটের গতি বাড়াবেন। তাহলে চলুন দেখে নিই পদ্ধতিগুলো কী কী...
এ ক্ষেত্রে অবশ্যই পিসিতে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে।

পদ্ধতি : 1
My Computer>Manage>Device Manager>Ports (Com & LPT) এর উপর ডাব্‌ল ক্লিক করুন। Communication Port এর উপর ডাব্‌ল ক্লিক করুন। | Port Settings = ১২৮০০০ থেকে Bit per second= 128000 করে দিন।
দেখবেন আগের চেয়ে ইন্টারনেটের গতি বেড়েছে।

পদ্ধতি : 2
>> স্টার্ট মেনু থেকে রান এ ক্লিক করুন। gpedit.msc টাইপ করে এন্টার দিন।
>> তারপর Group Policy Editor ওপেন হবে. এখন, Local Computer Policy >> Computer Configuration >> Administrative Templates >>Network >> QOS Packet Scheduler >> Limit Reservable Bandwidth এ যান।
>> Limit Reservable bandwidth এ ডাবল ক্লিক করুন. এটা not configure করা থাকবে।
>> এখন সিলেক্ট করুন এবং ENABLE করুন, এখন Bandwidth limit % এ গিয়ে ০ লিখে দিন।
>> OK করে বের হয়ে আসুন।
>> এখন আর আপনার কম্পিউটারে আর ২০% গতি রিজার্ভ করা থাকবে না।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এরই মধ্যে আপনারা হয়তো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট গতি বাড়িয়েছেন। কিন্তু এতে ইন্টারনেট গতি বাড়লেও পিসি অনেকটা স্লো হয়ে যায়। কিন্তু এখন আর তা হবে না। আরেকটি কথা, এই পদ্ধতিগুলো সবক্ষেত্রে সমান কাজ নাও করতে পারে।
Read more ...

Sunday, October 6, 2013

New gpmms Free Internet For PC. জিপি ফ্রী ইন্টারনেট নতুন সিস্টেমে।

 Computere free internet calan opera mini diye. gpmms free internet new tiks.

আসসালামু আলাইকুম। আজ তিনদিন যাবত gpmms ফ্রী ইন্টারনেট বন্ধ। তাই আজ আপনাদের জন্য একটি নতুন পদ্ধতিতে ফ্রী ইন্টারনেট চালানুর জন্য পোস্ট নিয়ে হাজির হয়েছি।

 এটা মডার্ন টেকনোলজি তে পূর্বে প্রকাশিত হয়েছে।
কম্পিউটারে ফ্রী ইন্টারনেট চালানুর জন্য আপনাকে একটি opera mini ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করতে এবং আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

এটা পরিক্ষিত এবং ১০০% কাজ করে।
Read more ...

Saturday, October 5, 2013

Computer ba Mobile Bangla dekte somossa? Tahole akhoni thik kore nin. ব্রাউজারে বাংলা দেখা সমস্যার সমাধান।

Complete Solution: Bangla Font Setup for Mobile & PC (বাংলা ফন্ট সেটাপ - মোবাইল ও কম্পিউটার)

 

mobile theke bangla dekhte holey :

1. go to : http://operamini.com/
2. download operamini and install
3. now, open operamini & write in address bar ..... opera:config 
4. look at option 3 (use bitmap fonts for complex scripts). make it "yes"



___________________________________________________________
Font Set-up For Desktop or Laptop Computer ( Windows Operating System )
___________________________________________________________

_____________
unicode setup :
_____________

1. Download IComplex 2.0.0 from http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe
2. Install it (click Install Complex Script Button)



_________
font setup :
_________

1. download solaimanlipi font   from http://downloads.sourceforge.net/ekushey/SolaimanLipi_20-04-07.ttf
2. go through  Start menu → Run... [write FONTS & Press Enter key]
3. A window containing hundreds of fonts will open
4. copy ur downloaded Solaimanlipi font and Paste in this Window


__________________________________
Making fonts Smooth and nice-looking :
__________________________________

for firefox browser :

1. go to :  tools → options → content → default font : select solaimanlipi
2. click  advanced
3. here , select "bengali" in fonts for AND select Solaimanlipi in serif, sans-serif & monospace
4. default character encoding : select Unicode (UTF-8)



















______________
Font Smoothing :
______________


@  go to ur desktopright click mouse and go to Properties  →  Appearance →  Effects → select "clear type" in use the following method to smooth edges of screen fontsapply and ok

@ now restart PC


Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম