Page

My Blog List

Monday, September 30, 2013

এখন Talking tom cat 2 এর সাথে ফাজলামি করুন আপনার কম্পিউটার থেকে।

আসসালামু আলাইকুম,
ভাবছেন হয় তো? Talking tom cat 2 এর টম মামা এন্ড্রোয়েড ছেড়ে এবার পিসিতে এল কিভাবে? অনেকের কাছে এটা আজগুবি কৌতূহল জাগতে পারে! কিন্তু এটা স্বপ্ন নয় বাস্তব!!! আসলে আজ পর্যন্ত অফিসিয়ালি কোন PC ভার্সন না বেরুলেও কিন্তু আমি সাধনা করে তৈরি করেছি। অনেক ধ্যান-ধারনা করে ফ্ল্যাশ বিল্ট ইন  Talking tom cat 2 বানিয়েছি। আর এতে কোন ইন্সটল ঝামেলা নেই, আর কোন প্রকার এক্সট্রা সফটওয়্যারও লাগবে না। জাস্ট! এক ক্লিক করে ডাউনলোড করবেন আরেকটি ক্লিকে ওপেন করবেন আর, সর্বশেষ ক্লিকে Talking tom cat 2 এর সাথে দুষ্টু-মিষ্টি শয়তানি করবেন!!! আর কি চাই বলুন তো!!!!

Talking tom cat-2 (1)

Talking tom cat 2 তে মজার টম মামা ইতি মধ্যেই সকল এন্ড্রোয়েড প্রেমীর জনপ্রিয় তার শীর্ষে! এমন বেকুব লোক খুঁজে পাওয়া মুশকিল যার, এন্ড্রোয়েড টম মামা নাই! তাই বলে কম্পিউটার ব্যবহারকারী গণ এর মজা লুফে নিতে পারবেন না, তা কি কখনও হতে পারে!   তাই আপনাদের দুঃখের শোক ভোলাতে আমার এই ছোট্ট উপহার দিলাম। আশা করি খুশি প্রিয় ভিসিটরগণও!!!
আমি অনেকদিন ধরে ভাবছি যে, এন্ড্রোয়েড কোম্পানির ব্যবসায় আগুন ধরিয়ে দেবো! ভাবলাম যে জনপ্রিয় অ্যাপসগুলার PC ভার্সন বের করবো। আর আমার চিন্তায় সবচেয়ে ভালো সুযোগ এসেছে Flash Player কে যথার্থ ভাবে কাজে লাগানোর। যেমন Talking tom cat 2 তৈরিতে বিল্ট ইন Flash Player 10 ব্যবহার করেছি। এতে হুবাহুব APK সফটের মত কাজ এবং স্বাদ পাওয়া যাবে! ফলে আপনাকে আলাদাভাবে কোন সফট বা Flash Player ইন্সটলের ঝামেলা নেই! শুধু ক্লিক করেই কথা বলবেন আর মজা লুফে নিবেন!!!

.

লক্ষ করুন... পিসির উইন্ডোজ থেকে তোলা কিছু Snap Shots দিলাম

Talking tom cat-2 (4)

Talking tom cat-2 (2)  Talking tom cat-2 (3)

Talking tom cat 2 এর পিসি ভার্সনের সাইজ হল– ১০.৩ এমবি। অর্থাৎ- APK-6.3MB + Build-in Flash-4MB = 10 MB হচ্ছে। এটি কোন APK বা, SWF ফাইল নয়, এটি খাঁটি .EXE ফ্ল্যাশ বিল্ট ইন  সফট। একেবারে HD মানের কোয়ালিটি পাবেন! আপনারা যারা দীর্ঘদিন ধরে শখ করে বসে আছে যে, উইন্ডোজে Talking tom cat 2 এর টম মামার সাথে ফাজলামি করে কথা বলবেন তাদের আশা আজ পূরণ হতে যাচ্ছে বটে। এটি উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট এর যেকোনো 32bit/64bit সহ সব জায়গায় চলবে। আরেকবার বলি এটার জন্য এক্সট্রা কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না, এমন কি ফ্ল্যাশ প্লেয়ারও ইন্সটল লাগবে না। শুধু ক্লিক করে টম মামার সাথে কথার অনুকরন করাবেন আর ফাজলামি করবেন!!!


Talking tom cat 2 || 10.3 MB

…:::DOWNLOAD:::…

or

Download

আজ এখানেই শেষ করছি, আগামিতে আরও সুন্দর পোস্ট নিয়ে হাজির হবো। আজকের পোস্ট আপনার কেমন লাগলো তা মন্তব্য করে অবশ্যই জানাবেন। যেকোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জন্য অসংখ্য শুভ কামনা করছি ।
কম্পিউটার এর আরো মজার মজার পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

পোস্টটি কষ্টকরে পড়ার জন্য ধন্যবাদ। Have Fun!!!
Read more ...

Saturday, September 21, 2013

হেডফোনে উপভুগ করুন দারুন সাউন্ড। surround সাউন্ড সিস্টেম 7.1

আপনি হেডফোন ব্যবহারকারিদের মধ্যে একজন? আপনার কি দামি সাউন্ড সিস্টেম কেনার সামর্থ্য নাই, অথবা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি জায়গার অভাবে বসাতে পারছেন না? তাহলে আপনার দরকার Razer Surrond সফটওয়্যার। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার হেডফোনে উপভোগ করতে পারবেন ৭.১ surround সাউন্ড। আপনার surround সাউন্ড উপভোগ করার জন্য দরকার নাই দামি সাউন্ড সিস্টেম।
আপনি এই ফ্রী সফটওয়্যার ইন্সটল করে তৎক্ষণাৎ উপভোগ করতে পারবেন যে কোন দামি সাউন্ড সিস্টেম এর অনুরূপ সাউন্ড আপনার হেডফোন এ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
http://goo.gl/vuUEie
এখানে আপনি ফ্রী রেজিস্ট্রেশান এর পর ডাউনলোড করতে পারবেন। (রেজিস্ট্রেশান আবশ্যক সফটওয়্যারটি চালানোর জন্য)

তারাতারি ডাউনলোড করে নিন ২০১৪ সালের আগে। ২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০। সফটওয়্যার ইন্সটলের পর একবার ব্যবহার করলে আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন বিনা খরচে।
ইন্সটল এর পর লগিন করুন এবং নির্দেশনা অনুযায়ী আপানার হেডফোন কনফিগার করে নিন।

কোন ফুল ইন্সটলার এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। কারন এই সফটওয়্যার ওয়েব ইন্সটলার ভিত্তিক এবং এটি আপানার হার্ডওয়্যার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিবে।
পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।


পোষ্ট টি পর্বে প্রকাস করেছেন  samxl001
Read more ...

Monday, September 16, 2013

বুলেটের মত চালান আপনার কম্পিউটার। বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের স্পীড

আসসালামু আলাইকুম। কেমন আছেন মডার্ন টেকনোলজির বন্ধুরা ? আজ আপনাদের উপহার দিব কাজের একটা সফটওয়্যার।
আমরা কম্পিউটারে উইন্ডোজ দেয়ারপর অনেকদিন কম্পিউটার চালালে বিভিন্ন কারনে কম্পিউটার স্লো হয়ে জায়। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা সফটওয়্যার। জাকিনা আপনার কম্পিউটার কে রাখবে সবসময় ফাস্ট ও হাই স্প্রিড গতির। সফটওয়্যার টি নির্মাতা স্বয়ং মাইক্রোসফট কোম্পানি। সফটওয়ারটি উইন্ডোজের উপযোগী করেই তৈরি করা হয়েছে। খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে সফটওয়্যার টি আপনার কম্পিউটার স্কেন করে আপনার পিসিকে রকেটের গতি এনে দিতে পারবেন।
যাদের দরকার নিচের লিংক থেকে ডাউনলোড করেনিতে পারেন।

সফটওয়্যার টি ব্যাবহার করার নিয়মঃ
প্রথমে কম্পিউটারে সফটওয়্যার টি ইন্সটল করুন।
এরপর সফটওয়্যার টি ওপেন করুন। দেখতে নিচের চিত্রের মত দেখাবে।
সব গুলু বক্সে টিক মার্ক দিন এবং Start smart Cleaning Process এ ক্লিক করুন।
একটি ম্যাসেজ আসবে, Yes দিন।
এবার দেখুন সবগুলো ফাইলকে স্কেন করে ক্লিন করা শুরু হয়ে গেছে। একটু অপেক্ষা করুন 100% হওয়া পর্যন্ত। নিচের চিত্রটি লক্ষ করুন............
এবার দেখুন আপনার কম্পিউটার আগের চেয়ে দ্রুত ও ফাস্ট হয়ে গেছে।


সফটওয়্যার টি ডাউনলোড করতে প্রথমে এখানে ক্লিক করুন
নতুন পেজ টি থেকে To download it, click here এ ক্লিক করুন।
এরপর একটি নতুন পেজ আসবে। পেজের ডানপাশ থেকে Skip লিখায় ক্লক করুন।

এবার আপনার কম্পিউটার কে হাই স্পীডে ব্যবহার করুন।

নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
লিখায় ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ।
Read more ...

Saturday, September 14, 2013

আসুন কিছু বিশ্ব শেরা ব্লগার সম্পর্কে জানি

সারা বিশ্বে ব্লগিং খুব জনপ্রিয়তা পেয়েছে, পাশাপাশি ব্লগারদের বিশেষ সুনাম তো রয়েছেই। বর্তমান সময়ে অনলাইনে আয়ের অন্যতম উত্স হিসেবে ব্লগার.. পেশা হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমরা অনেকেই ব্লগারদের এসব বিষয়ে অবগত নেই।

আমি আজ ৫ জন বিশ্বসেরা ব্লগারদের সম্পর্কে কিছু তথ্য আপনাদের জন্য শেয়ার করব। এতে আপনারা তাদের পরিচিতি সহ অন্যান্য তথ্য জানতে পারবেন।
চলুন শুরু করা জাক........................

1. Mashable.com


ব্লগের মালিক : Pete Cashmore
আনুমানিক মাসিক ভিজিটর : 42,000,000
Alexa Rank : 271
Link এর সংখ্যা : 102,359
আয় : $ 10,00,000 (মাসিক)

2. Techcrunch.com


ব্লগের মালিক : Michel Arrington
আনুমানিক মাসিক ভিজিটর : 32,000,000
Alexa Rank : 409
Link এর সংখ্যা : 95,003
আয় : $ 9,00,000 (মাসিক)

3. Tutsplus.com


ব্লগের মালিক : Collis Taeed
আনুমানিক মাসিক ভিজিটর : 22,000,000
Alexa Rank : 670
Link এর সংখ্যা : 23,160
আয় : $ 5,00,000 (মাসিক)

4. Perezhilton.com


ব্লগের মালিক : Mario Lavandeira
আনুমানিক মাসিক ভিজিটর : 1,000,000
Alexa Rank : 1,302
Link এর সংখ্যা : 17,651
আয় : $ 4,00,000 (মাসিক)

5. Gothamist.com


ব্লগের মালিক : Jake Dobkin
আনুমানিক মাসিক ভিজিটর : 900,000
Alexa Rank : 11,5878
Link এর সংখ্যা : 13,435
আয় : $ 2,00,000 (মাসিক)
অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, Modern technology এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
Modern technology
সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।
Read more ...

Tuesday, September 10, 2013

ফ্রী ইন্টারনেট চালান আপনার Airtel সিম দিয়ে।

এয়ারটেলে ফ্রী নেট ২ দিন আগে বন্ধ করে দিয়েছে এয়ারটেল।বর্তমানে যে ট্রিক টা দিচ্ছি সেটা অনেক আগের ট্রিক এবং আমিই সর্বপ্রথম শেয়ার করেছিলাম ।

এবং এটা ১০০ পার্সেন্ট ওয়াকিং।।

বর্তমানে অপেরা দিয়েই কাজ চালান খুব শীঘ্রই অন্যন্য সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছি।
প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন।
আমি সাজেষ্ট করবো ৩০ টাকা দিয়ে ২০ এমবি প্যাকেজ টা নেয়ার জন্য।কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ১৫ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন।
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121*7#

তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের Prov file টা ডাওনলোড করে নিন।
Opera mini.prov

এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে।যেহেতু বহুদিন আগে থেকে ব্যবহার করে আসছেন তাই এটা নিয়ে বেশী কিছু বলবো না।
তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে Rana নামের সেটিংস টা ডিফল্ট করুন।
তারপর নিচের Active default in all app option টায় ক্লিক করুন।

সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ
Name: airTel free
proxy:141.0.11.253
port:80
apn:internet
home page:trickbd.com

তারপর নিচ থেকে আপনার চাহিদা অনুযায়ী ওপেরা মিনি ডাওনলোড করুন।

Get all opera for airTel free net

NB:Big file download হয়ার কথা।যদি না হয় তবে ওপেরা দিয়ে যেকোন প্রক্সি সাইট ex:http://zacebook.org তে গিয়ে যে সাইট থেকে ডাওনলোড করবেন সে সাইট এ যান।।অন্য প্রক্সি সাইট ও ব্যবহার করতে পারেন।

এন্ড্রয়েড ব্যবহারকারীরা ওপরের সেটিংস টা করুন তারপর নিচের ওপেরা হ্যান্ডেলার টা ডাওনলোড করুন।
Opera handler.apk

তারপর এটা ওপেন করে নিচের মতো সেটিংস করুন
Front query:
0.facebook.com/["/" দিতে ভুলবেন না]

অথবা এন্ড্রয়েড এবং সিম্বিয়ান ব্যবহার কারীরা এয়ারটেলের ডিফল্ট সেটিংস দিয়ে যেকোন হ্যান্ডেলার এ Real host ট্রিক ও ব্যবহার করতে পারেন।
Proxy type: real host
proxy server:0.facebook.com

আর কি ফ্রী চালান এয়ারটেল দিয়ে।খুব শীঘ্রই Uc সহ বাকী সব সফট আসছে।তাই ট্রিকবিডি এর সাথেই থাকুন। ;)
Note: আপনার ফোনে Mb রাখতে হবে কিন্তু তা কাটলেও অনেক সামান্য কাটবে।সেই Mb টা ফেইসবুক চ্যাট সফট অথবা Binu ব্যবহার করে খরচ করতে পারেন।
Read more ...

UC Browser দিয়ে Android মোবাইলে আনলিমিটেড ফ্রী ডাউনলোড করুন

আসসালা মুয়ালাইকুম।
Android UC টা নিচের থেকে ডাউনলোড করুন।
তারপর gpmms সেটিং একটিভ করুন।
যাদের তৈরি করা নেই তারা এভাবে তৈরি করুন =>>
name : gpfree
apn : gpmms
proxy : 10.128.1.2
port : 80.

তারপর ইউছি ওপেন করুন। অপসান বাটনে চাপুন । ystem menu > setting useproxy
তে টিক চিনহ দিতেহবে। proxy host ip = 10.128.1.2 proxy port = 8080 তারপর
ব্যাক করুন। এবার ফ্রন্ট কুয়ারিতে দেন 10.102.61.249.8002 @ [ ভালোভাবে লক্ষ করে দেখুন @ এর আগে স্পেস আছে ] স্পেস দিতে ভুল করবেন না।











 ইন্সটল করে বাঁশ দেয়া শুরু করে দিন জিপিকে। ইউছি দিয়ে কোন সিমা নাই ডাউনলোড এর জন্য।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

অথবা (সমস্যা থাকলে)

এখানে ক্লিক করুন

Read more ...

Saturday, September 7, 2013

banglalink free internet যেকোনো মোবাইল ও কম্পিউটারে

আসসালামুয়ালাইকুম। আজ হাজির হলাম বাংলালিংক সিম দিয়ে ফ্রী নেট চালানোর সিস্টেম নিয়ে । বক বক বাদ দিয়ে কাজের কথাই আসি ।সিন্দুক থেকে একটা বাংলালিংক সিম খুজে বের করুন যেটাতে আল্লাহ্‌র অশেষ রহমতে ১ পয়সাও নাই । এবার P1 লিখে একটা এস এম এস পাঠাই দিন 3343 নাম্বারে । ব্যাস হয়ে গেলো নেট চালু ।
এবার আপনার ফোনে নিচের মত ম্যানুয়াল কনফিগারেশন করে নিন ।
Name = TipsTune.com
Apn= internet
Proxy= 080.239.242.241
Port= 80

নিচের স্ক্রিনশট দেখুন = = >

আর কোন কিছু লিখবেন না । এটাকে ডিফল্ট কনফিগারেশন হিসেবে সিলেক্ট করুন ।
এবার ঘ্যাচাং করে নিচের লিঙ্ক থেকে ওপেরা মিনি লেটেস্ট ভার্শনের Handler টা ডাউনলোড করে নিন । তবে যে কোন ওপেরা Handler এ কাজ হবে ।
http://f14.wapkafiles.com/download/7/2/4/2005001_724c3544fcbfe4175ea7d649.apk/f220163092a161e39f1d/Opera.Mini.753.hui.Anik%28TipsTune.com%29.apk
ডাউনলোড শেষ হলে আগের কোন ওপেরা মিনি থাকলে সেটা রিমুভ করে এটা সেটআপ দিয়ে ফেলুন । এটা ওপেন করলে Child Lock নামের একটা কোড চাইবে । ওখানে দিন -
www. nextwap. net
[মাঝে কিন্তু স্পেস দেবেন না]

নিচের স্ক্রিন শট দেখুন =

এরপর ওকে প্রেস করলে একটা Handler মেনু ওপেন হবে । নিচের দিকে Remove Port এ টিক মেরে দিন । Proxy Type সিলেক্ট করুন HTTP
নিচে Proxy Server এ লিখুন –
0.facebook.com:80
বুঝতে না পারলে নিচের স্ক্রিন শট দেখুন == >

কাজ শেষ । Save এ ক্লিক করুন । বারবার Handler মেনু দেখতে না চাইলে Show On Start এর টিক টা তুলে দিন ।
এবার ওপেরা মিনি সেট আপ নেবে । সেট আপ শেষ হলে ব্রাউজার রেডি । এবার এখানে যান =
Settings == Advanced == Protocol == HTTP করে দিন ।
আপনি সরাসরি কোন সাইট ভিজিট করতে পারবেন না কিন্তু । ওপেরার অ্যাড্রেস বারে নিচের কোডটি লিখুন =
0.facebook.com/l.php?u= কাঙ্খিত address [ অবশ্যই http:// - এটা সহ ]
উদাহরণঃ টেক টিউন্স ভিজিট করতে লিখুন –
0.facebook.com/l.php?u=http://techtunes.com
এবার নিচের দিকে Confirm তে ক্লিক করুন । তাইলেই আপনি কাঙ্খিত লিঙ্কে ঢুকতে পারবেন । হয়ে গেলো কাজ । নিচের স্ক্রিন শট দেখুন == >

এই পদ্ধতি ১০০% কাজ করছে । ট্রাই করে দেখুন । ব্যালেন্সে কিন্তু ভুলেও টাকা রাখবেন না । ঘ্যাচাং করে কেটে নেবে । আশা করি সবাই সফলভাবে কাজগুলো শেষ করতে পারবেন । তারপরও কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন । ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন , প্রবলেম হলেও জানাবেন । ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসার চেস্টা করবো । আর এই ফ্রী নেটটা যে কোন মুহূর্তে বন্ধ হতে পারে , তার জন্য আমি দায়ি না ।

কিভাবে কম্পিউটারে ও অন্যান্য মোবাইলে বাংলালিঙ্ক সিম দিয়ে ফ্রীইন্টারনেট চালাবেন, বিস্তারিত জান্তে এখানে ক্লিক করুন

আরা একটি নতুন ও সহজ পদ্ধতি আছে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।

কষ্ট করে পোস্টটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ।


পূর্বে প্রকাশিত tips tunse এ।
Read more ...

মোবাইল ব্যাবহারের সতর্কতা। মোবাইল ব্যাবহারকারি হিশেবে অবশ্যই জানা দরকার।

আসাসালামু আলাইকুম। বর্তমানে প্রায় প্রতিটা ঘরেই মোবাইল ফোন ব্যাবহার করা হয়। অসতর্ক ভাবে মোবাইল ব্যাবহারের কারনে নানা
ধরনের ক্ষতি হতে পারে। আপনাদের মধ্যে তুলে ধরছি মোবাইল ফোন ব্যাবহারের ক্ষতিকারক দিক গুলি।











  • ফোন রিসিভ করুন বাম কানে।
  •   ব্যাটারীর চার্জ যখন এক পয়েন্ট বা কম তখন মোবাইল ব্যাবহার খুবই বিপদজনক। তখন রেডিয়েশন ১০০০গুন বেড়ে যায়।
  • মোবাইল চার্জে লাগিয়ে কথা বলবেন না এটি বিপদজনক।
  • বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাবেন না, এর ফলে রেডিয়েশন সরাসরি মস্তিষ্কে যায়। যা মস্তিষ্কের ক্ষতি/এফেক্ট করতে পারে।
  • সম্ভব হলে ফোন বন্ধ করে বা এয়ারপ্লেন মোডে দিয়ে ঘুমাবেন।
  • সাবধান গাড়ি বা বাইক চালিয়ে ফোনে কথা বলবেন না, আপনার হয়ত ক্ষতি কম হবে দুর্ঘটনায় কিন্তু ঐ পথচারী কেন আপনার জন্য ভুক্তভোগী হবে।
  • মোবাইল বা স্মার্টফোন ব্যাবহারে সতর্ক থাকুন একটানা অনেক্ষন নেশার মত ব্যাবহারের ফলে বিভিন্ন মানসিক সমস্যা বা ডিপ্রেশনজনিত জটিলতা হতে পারে।
তাছাড়া অতিরিক্ত আসক্ত হয়ে পড়লে দেখবেন আপনার চারপাশের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে।

স্বাভাবিকভাবেই আমরা যারা প্রযুক্তিমনা মানুষ তাদের সামাজিক যোগাযোগটা অনেকটাই ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। যদি ও জিনিসটা ভাল কিন্তু আপনি একটু
সতর্ক থাকুন যেন আপনার মা, বাবা, পরিবারের বা আপনার বাস্তবজগতের মানুষের সাথে যেন দূরত্ব সৃষ্টি না হয়।


 ভালভাল তথ্য পেতে মডার্ন টেকনোলজি সাইটটি ভিজিট করুন।
ভিজিট করতে এখানে ক্লিক করুন

 কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
Read more ...

কম্পিউটারে চালান অ্যান্ড্রয়েড সফটওয়্যার

আসসালামু আলাইকুম। কয়েক দিন পর মডার্ন টেকনোলজি তে লিখতে  বসলাম। কারন এই ব্লগটাকে কিছু নোতুন ডিজাইন করার জন্য বেস্ত ছিলাম।
অনেকেই আমার কাছে প্রশ্ন করে ছিলেন, কম্পিউটারে কি এন্ড্রয়েড আপ্লিকেশন চালানো সম্ভব? হা সম্ভব। কিভাবে?
সেই প্রস্নের উত্তর নিয়েই আজকের পোস্ট।
চলুন শিখেফেলি কিভাবে এন্ড্রয়েড আপ্লিকেশন কম্পিউটারে চালানো সম্ভব।

একটি ছোট্ট সফটোয়্যার দিয়েই সম্ভব। এই সফটওয়্যস্র টির নাম ব্লু স্ট্যাকস । এটা মূলত একটি এপ প্লেয়ার ।
ব্লু স্ট্যাকস চালালে মনে হবে যে এটি আসলেই আপনার একটি এন্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর/এপ স্টোর । এই সফটওয়্যারটি চালানোর জন্য প্রয়োজন শুধুমাত্র
অপারেটং সিস্টেম যা হতে হবে উইন্ডোজ সেভেন,এক্সপি,এইট কিংবা ম্যাক । এটার ভাষা ইংলিশ তাই বুঝতে কোনো সমস্যা নেই । আর অবশ্যই এটি ফ্রীওয়্যার ।















চালানুর পদ্ধতিঃ
১) প্রথমে জিনিসটা ডাউনলোড করুন ।

ডাউনলোড লিঙ্কঃ http://www.bluestacks.com/

2. ইন্সটলেশন শেষেসে ওপেন করুন।






-











৩) নির্দেশণা অনুসরন করুন। কিছু এপস দেয়া আছে। ক্লিক করে এগুলো চালু করা যায়।
























৪) Android apps গুলো .apk ফরম্যাটে হয়ে থাকে। তাই আপনি সার্চ দিয়ে ডাউনলোড লিংক খুঁজে বেরকরে নিন।
এন্ড্রয়েড গেমস এর জন্য...

১. ডাউনলোড এর পর ফাইলের উপর মাউস কার্সর রেখে রাইট বাটনে চেপে open with এ ক্লিক করুন।

২. ব্রাউজ করে c ড্রাইভের প্রোগ্রাম ফাইলস এ গিয়ে BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন । এবার দেখুন গেমটি ইন্সটল শুরু হয়েছে।







Read more ...
এই ব্লগটি আরো উন্নত করার জন্য ডিজাইন এর কাজ চলছে। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। -Technical Message টিম